1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিএনপি’র রোডমার্চ

৬ অক্টোবর ২০১১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের দাবি সফল করতে বিরোধী দল বিএনপি নানা কর্মসূচি পালন করছে৷ বিএনপি’র নেতারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বহাল না করেলে দেশে আবার ১/১১-এর মতো পরিস্থিতির সৃষ্টি হবে৷

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

ঢাকায় আজ এক অনুষ্ঠানে বিএনপি নেতা ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে৷ যদি তা না করা হয়, তাহলে দেশে আবার ১/১১-এর মতো পরিস্থিতির সৃষ্টি হবে৷ তিনি বলেন, আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে তা পূরণ হবেনা৷

ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপি'র ভাপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারে দাবিতে তাদের রোডমার্চ শুরু হচ্ছে৷ আর এই রোডমার্চের মধ্য দিয়ে প্রমাণ হবে দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চায়৷ তিনি বলেন, নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মানুষের একটি সৃজনশীল রাজনৈতিক ব্যবস্থা৷

এদিকে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে আদালতের সিদ্ধান্তে৷ তার জন্য আর স্বপ্ন দেখে লাভ নেই৷ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করাসহ সব ব্যবস্থা নিচ্ছে৷ তিনি বলেন, খালেদা জিয়া রোডমার্চের পর যে ফাইনাল খেলার ঘোষণা দিয়েছেন, সেই খেলায় বিএনপি আত্মঘাতি গোল খাবে৷

অন্যদিকে আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন শক্তিশালী করা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা হতে পারে৷ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এখন অতীতের বিষয়৷ এটি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ