অ্যামেরিকা, জার্মানি-সহ ১০টি দেশের রাষ্ট্রদূত নাগরিক সমাজের নেতা ওসমান কাভালার মুক্তির দাবি করেছিলেন। তারপর ওই রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে তুরস্ক।
বিজ্ঞাপন
গত ২০১৭ থেকে কাভালা জেলে বন্দি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৩ সালে সরকার-বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ছিলেন। ২০১৬ সালে তিনি ব্যর্থ সামরিক অভ্যুত্থানকেও সমর্থন করেছিলেন। ৬৪ বছর বয়সি কাভালা এই সব অভিযোগ অস্বীকার করেছেন।
রাষ্ট্রদূতদের দাবি কী ছিল
সোমবার ক্যানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং অ্যামেরিকার রাষ্ট্রদূতরা একটি বিবৃতি জারি করেন। সেখানে কাভালার মামলায় 'দ্রুত বিচার ও ন্যায়বিচার'-এর দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ''ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। এর ফলে তুরস্কের বিচারব্যবস্থার স্বচ্ছতা, গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা আছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে।'' তুরস্ককে বলা হয়েছে, তারা যেন কাউন্সিল অফ ইউরোপের রায় মেনে নেয়। এই মানবাধিকার সংগঠনে তুরস্ক ১৯৫০ সালে যোগ দিয়েছিল।
কাউন্সিল অফ ইউরোপ বলেছে, আগামী ৩০ নভেম্বর তাদের পরবর্তী বৈঠকের আগে কাভালাকে মুক্তি না দিলে, তারা তুরস্কের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলবে এবং ব্যবস্থা নেবে।
ব্যর্থ অভ্যুত্থান দিবসে তুরস্কের দুই চিত্র
ব্যর্থ অভ্যুত্থানের বছর পূর্তিতে তুরস্কের সব পথই ছিল প্রেসিডেন্ট এর্দোয়ান সমর্থকদের দখলে৷ তবে ডয়চে ভেলের ডিয়েগো কুপোলো আঙ্কারায় এর্দোয়ান সমালোচকদের সভয় উপস্থিতিও দেখেছেন৷ কুপোলোর তোলা ছবি নিয়েই আজকের ছবিঘর....
ছবি: DW/D. Cupolo
এক বছর পর
শনিবার ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার বর্ষপূর্তি উদযাপন করেছে তুরস্ক৷ গত বছরের ১৫ জুলাই সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানের প্রয়াসকে রুখতে গিয়ে যে ২৫০ জন প্রাণ দিয়েছিলেন, তাঁদের স্মরণ করা হয়েছে শ্রদ্ধাভরে৷ দেশের প্রায় সব শহরের রাস্তায়ই নেমে এসেছিল প্রেসিডেন্ট এর্দোয়ানের অগনিত সমর্থক৷ সবচেয়ে বড় জমায়েত দেখা গেছে ইস্তান্বুলের বসফরাস ব্রিজ এবং আঙ্কারার কেন্দ্রস্থলে৷
ছবি: DW/D. Cupolo
ব্যর্থ অভ্যুত্থান-পরবর্তী অস্বাভাবিকতা
শনিবারের গণজমায়েতে এমন অনেকেই ছিলেন, অভ্যুত্থান চেষ্টা রুখতে যাঁরা প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন৷ নির্বাচিত সরকারকে অপসারণের চেষ্টা রুখতে তাঁদের কেউ কেউ সরাসরি সেনা সদস্যদের মুখোমুখি দাঁড়িয়েছেন৷ সেদিন এর্দোয়ান-বিরোধীরা মূলত ঘরে বসে পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন৷ এক বছর ধরে চলমান জরুরি অবস্থার মধ্যে শনিবারও পরিস্থিতি প্রায় সেরকমই ছিল৷
ছবি: DW/D. Cupolo
গণতন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি
আঙ্কারার সমাবেশে একটি ব্যানারে লেখা, ‘‘আমরা গণতন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রেখে চলেছি৷’’ এক বছর আগে এর্দোয়ান সমর্থকদের বিশাল জমায়েতের দিকে ইঙ্গিত করেই লেখা হয়েছে বাক্যটি৷ এর্দোয়ান সমর্থকরা মনে করেন, দেশান্তরী ইসলামি নেতা ফেতুল্লাহ গুলেন এখনো অভ্যুত্থানের পাঁয়তারা করছেন৷ এক বছর আগের কথিত অভ্যুত্থান প্রয়াসের জন্য গুলেন এবং তাঁর সমর্থকদেরই দায়ী করে এর্দোয়ান সরকার৷
ছবি: DW/D. Cupolo
‘শুদ্ধি অভিযান’
অভ্যুত্থান চেষ্টার পর থেকেই তুরস্কে চলছে ব্যাপক ধরপাকড় এবং গণছাঁটাই৷ গত এক বছরে ৫০ হাজারেরও বেশি মানুষকে কারাবন্দি এবং দেড় লাখের মতো মানুষকে চাকরিচ্যুত করেছে এর্দোয়ান সরকার৷ ‘গুলেন সমর্থক’ হিসেবে চিহ্নিত করে চালানো হচ্ছে এই গ্রেপ্তার ও ছাঁটাইয়ের অভিযান৷ বলা হচ্ছে, গণতন্ত্রকে দীর্ঘজীবী করার জন্য এই ‘শুদ্ধি অভিযান’ দরকার৷
ছবি: DW/D. Cupolo
লাগাতার জরুরি অবস্থা এবং শঙ্কা
২০১৬ সালের ১৫ জুলাইয়ের সেই অভ্যুত্থান-চেষ্টা ব্যর্থ হবার পর থেকেই চলছে জরুরি অবস্থা৷ শনিবারে সমাবেশে নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ বলছিলেন, ‘‘বর্তমান পরিস্থিতি নিয়ে আমি উদ্বিগ্ন, কেননা, এখন সৈন্যদের যা খুশি তা-ই করার ক্ষমতা দেয়া হয়েছে৷ আমি মনে করি, জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো নিয়ে যদি কোনো গণভোট হতো, তাহলে অধিকাংশ নাগরিকই মেয়াদ বাড়ানোর বিপক্ষে ভোট দিতো৷ ’’
ছবি: DW/D. Cupolo
‘জনগণ আপনার সাথে আছে’
সমাবেশে যোগ দেয়া এক এর্দোয়ান সমর্থকের হাতের ব্যানারে লেখা, ‘‘শক্ত থাকুন, জনগণ আপনার সঙ্গে আছে৷’’
ছবি: DW/D. Cupolo
‘আমরা অনেক অধিকার হারিয়েছি’
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর সিরমাকের মানবাধিকার আইনজীবী সেয়মা উর্পার৷ এর্দোয়ান-বিরোধী এবং সমালোচকদের দুরবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘‘অভ্যুত্থানের পর আমার পৌরসভার প্রায় সব কর্মীকেই ছাঁটাই করা হয়৷মেয়রের জায়গায় কাজ চালাচ্ছে সরকার নিযুক্ত ট্রাস্টি৷ আমরা অনেক অধিকার হারিয়েছি৷ আমার পক্ষে কাজ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে৷’’
ছবি: DW/D. Cupolo
‘আমাদের দেশ যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী’
এরল কানমাজ এর্দোয়ান সমর্থক৷ অভ্যুত্থান চেষ্টার সময় প্রতিরোধ গড়তে গিয়ে তাঁর এক সন্তান সেনাবাহিনীর গুলিতে আহত হয়৷ এর্দোয়ানের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলছিলেন, ‘‘আজ রাতে এখানে এসেছি আমার জন্মভূমিকে রক্ষা করতে৷ গুলেনপন্থি বিশ্বাসঘাতকরা সেনাবাহিনীকে দ্বিধাগ্রস্থ করতে চেয়েছিল৷ কিন্তু এখন আমাদের দেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী৷’’
ছবি: DW/D. Cupolo
‘প্রাণ দিতে বললে প্রাণ দেবো’
সুরেয়া কালায়াচি নামের এক এর্দোয়ান সমর্থকের (বাম দিকে) টি-শার্টে লেখা, ‘‘একটা ডাকই যথেষ্ট৷ ডাকুন আমাদের, আমরা চলে আসবো৷ মৃত্যু বরণ করতে বলুন, আমরা মৃত্যুকে বরণ করে নেবো৷’’
ছবি: DW/Diego Cupolo
‘আমরা অটোমানদের নাতি-নাতনি’
এর্দোয়ানের আরেক ভক্ত তুলে ধরেছেন, ‘আমরা অটোমানদের নাতি-নাতনি’ লেখা ব্যানার৷
ছবি: DW/D. Cupolo
10 ছবি1 | 10
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ''কোনো চালু মামলায় রাষ্ট্রদূতরা কোনো সুপারিশ দেবেন, এটা মেনে নেয়া যায় না। তিনি টুইট করে বলেছেন, ''আপনারা যে প্রস্তাব দিয়েছেন, তার থেকে আপনারা গণতন্ত্র ও আইন কতটা বোঝেন তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে।''
ওসমান কাভালা কে?
কাভালা একজন ব্যবসায়ী। তিনি চারবছর ধরে জেলে বন্দি। কিন্তু তার কোনো শাস্তি ঘোষণা হয়নি। ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যন রাইটস তাকে মুক্তি দিতে বলার পরেও কোনো কাজ হয়নি।
গত বছর ২০১৩-র সরকার-বিরোধী আন্দোলনে জড়িত থাকা সংক্রান্ত অভিযোগ থেকে তিনি মুক্তি পান। কিন্তু চলতি বছরে পুরনো রায় বদলে দেয় আদালত। এর সঙ্গে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে তার জড়িত থাকার অভিযোগও সামনে আনা হয়। এখন তারই বিচার চলছে।
কাভালা সংখ্যালঘু অধিকারের সমর্থক এবং তিনি সাংস্কৃতিক বহুত্ববাদে বিশ্বাসী। তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ানের অভিযোগ, তিনি মার্কিন ধনকুবের জর্জ সোরোসের হয়ে তুরস্কে কাজ করেন। এই ধনকুবের বিভিন্ন দেশে গোলমাল পাকান বলে এর্দোয়ানের অভিযোগ।