1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুপ্তচরদের নজরে জার্মান শীর্ষ নেতারা!

৯ জুলাই ২০১৫

সব তথ্য একেবারে নয়, কিস্তিতে প্রকাশ করে উইকিলিক্স৷ জার্মান শীর্ষ নেতাদের উপর মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ-র নজরদারির অভিযোগের এমন টুকরো খবর বার বার সংবাদমাধ্যমে সাড়া তুলছে৷ সোশ্যাল মিডিয়াও সরগরম৷

Symbolbild NSA-Abhörskandal und Selektorenliste
ছবি: picture-alliance/dpa

সর্বশেষ দাবি অনুযায়ী, প্রায় ১০ বছর ধরে জার্মান চ্যান্সেলরদের উপর নজরদারি চালিয়ে আসছে এনএসএ৷ উইকিলিক্স তার টুইটার অ্যাকাউন্টে একটি ব্যাঙ্গচিত্র সহ প্রতিবেদনটি শেয়ার করেছে৷

জার্মানির এআরডি টেলিভিশন নেটওয়ার্কের সংবাদ অনুষ্ঠানের এক সাংবাদিক এ প্রসঙ্গে জুলিয়ান আসাঞ্জ-এর সঙ্গে একটি সাক্ষাৎকার নিয়েছেন৷ অনেকের মতো সেই ভিডিওটি শেয়ার করেছেন আড্রিয়ান ভিল্ডাইস৷

এই প্রেক্ষাপটে নর্বার্ট রাবাই মন্তব্য করেছেন, ‘‘...আসলে গোয়েন্দা সংস্থাগুলি এভাবেই কাজ করে৷ তুমি আমার উপর গোয়েন্দাগিরি করো, আমি তোমার উপর করবো৷ সহযোগী হলেও কিছু এসে যায় না৷''

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর কথাবার্তার উপর আড়ি পেতে এনএসএ যা জানতে পেরেছে, এমন কিছু বিষয়ও ‘লিক' করে দিয়েছে উইকিলিক্স৷ যেমন ম্যার্কেল চীনকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদস্য হিসেবে দেখতে চেয়েছিলেন৷ এ সংক্রান্ত খবরটি শেয়ার করেছেন মার্সিও আলেক্স৷

পিটার-নো-টেল নামের ব্যবহারকারী লিখেছেন, ম্যার্কেলকে অবশ্যই মার্কিন গুপ্তচর যন্ত্রের সঙ্গে শয়তানের চুক্তি বন্ধ করতে হবে৷

‘ফারঅ্যাওয়ে' নামের ব্যবহারকারী মনে করেন, জার্মানি এখনো মার্কিন অধিকৃত এলাকা রয়েছে৷ ফলে অ্যামেরিকানরা যা খুশি করতে পারে৷

ক'দিন আগেই জার্মানির বিখ্যাত পত্রিকা ‘ডেয়ার স্পিগেল'-এর উপর মার্কিন গোয়েন্দা সংস্থার নজরদারির অভিযোগ উঠেছিল৷ সেই খবরটি শেয়ার করেছেন ‘অ্যানোনিমাস' নামের ব্যবহারকারী৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ