অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতেন তিনি। সম্প্রতি মিডিয়ার সামনে বহু কথা ফাঁস করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র।
বিজ্ঞাপন
ইডি-র জালে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাবেক সহকর্মী এবং তৃণমূল-ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তিনি ইডি-র সিজিও কমপ্লেক্সের দপ্তরে যান। ১১ ঘণ্টা জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে তার বাড়িতে ইডি এবং সিবিআই তল্লাশি চালিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় তিনিও যুক্ত বলে অভিযোগ ইডি-র। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
৮০০ দিন ধরে রাস্তায় আন্দোলনকারীরা
কলকাতার রাস্তায় চাকরির জন্য আন্দোলন করছেন এসএলএসটি পরীক্ষার্থীরা। ৮০০ দিন পার করল তাদের আন্দোলন।
ছবি: Subrata Goswami/DW
২০১৬ সালের চাকরিপ্রার্থী
আন্দোলনকারীরা ২০১৬ সালের চাকরি প্রার্থী। এই প্যানেলেই নাম ছিল মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। নিয়োগ দুর্নীতির কারণে বহু চাকরিপ্রার্থী ‘যোগ্য’ হয়েও চাকরি পাননি। বঞ্চনার শিকার হয়েছেন বলে দাবি তুলে কলকাতার রাজপথে নেমেছেন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা।
ছবি: Subrata Goswami/DW
৮০০ দিনের লড়াই
এই ৮০০ দিন নিজেদের দাবির সমর্থনে নানাভাবে আন্দোলন চালিয়ে আসছেন চাকরিপ্রার্থীরা। কখনও প্রেস ক্লাব, কখনও বা গান্ধী মূর্তি পাদদেশে আন্দোলকারীর অবস্থান বিক্ষোভে বসেছেন। মাঝে তারা বিকাশ ভবনের সামনে বিক্ষোভও দেখিয়েছেন।
ছবি: Subrata Goswami/DW
সঙ্গে শিশুসন্তান
আন্দোলনকারীদের কেউ কেউ নিজেদের শিশুসন্তানকে নিয়েও এই আন্দোলনে সামিল হয়েছেন।
ছবি: Subrata Goswami/DW
লড়াই চলছে, চলবে
মঙ্গলবার আন্দোলনকারীরা কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন। তার পর তারা গান্ধীমূর্তির পাদদেশে ফের অবস্থান বিক্ষোভে বসেন।
ছবি: Subrata Goswami/DW
হাতের ব্যানারে রুটি
হাতে ধরা ব্যানারে আটকানো ছিল রুটি। তাই দিয়ে লেখা আন্দোলনের ৮০০ দিন।
ছবি: Subrata Goswami/DW
অন্য চাই, চাকরি চাই
থালায় লেখা অন্ন চাই, চাকরি চাই। ছেলেরা পরেছিলেন স্যান্ডো গেঞ্জি ও মেয়েরা কালো সালোয়ার বা শাড়ি।
ছবি: Subrata Goswami/DW
মুখে কালি
এদিনের আন্দোলনের অভিনবত্ব ছিল, প্রত্যেকে মুখে কালি মেখে বসেছিলেন। তাদের বক্তব্য, গোটা পশ্চিমবঙ্গের অবস্থা এমনই কালিমালিপ্ত।
ছবি: Subrata Goswami/DW
রক্তের বিনিময়ে
এক আন্দোলনকারী শহিদুল্লা বললেন, গায়ের রক্ত দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আমাদের চাকরির প্রয়োজনটা অনুভব করানোর চেষ্টা করছি।
ছবি: Subrata Goswami/DW
সমস্যার সূত্র
এসএলএসটি-তে চাকরির জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে যে চাকরি দেওয়া হয়েছিল, সেখানে দুর্নীতির অভিযোগ ওঠে।
ছবি: Subrata Goswami/DW
হাইকোর্টে মামলা
মামলা হয় হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয় রাজ্যের সাবেক মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার। সেই চাকরি পান ববিতা সরকার। পরে ববিতার চাকরিও বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
ছবি: Subrata Goswami/DW
10 ছবি1 | 10
এর আগে রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই গ্রেপ্তার করেছিল বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সংগঠনের নেতা তাপস মণ্ডলকে। তার মুখেই প্রথম কালীঘাটের কাকুর নাম শোনা গেছিল। এছাড়াও অন্য কয়েকজন ব্যক্তিও ইডি এবং সিবিআইয়ের জেরায় কালীঘাটের কাকুর নাম উল্লেখ করেছিলেন। বিষয়টি নিয়ে তদন্তে নেমে ইডি এবং সিবিআই আলাদা আলাদা করে সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশি চালায়। মঙ্গলবার ইডি দপ্তরে ঢোকার আগে সুজয় জানান, তিনি আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাস অবশ্য রাত পর্যন্ত ধরে রাখা যায়নি। তাকে গ্রেপ্তার হতে হয়।
গ্রেপ্তারির পর টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, তদন্তের জাল ক্রমশ গভীরে ছড়াচ্ছে। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, বাইরন তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপি-সিপিএম-কংগ্রেসের গায়ে লেগেছে। সেই কারণেই কি কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হলো?
এর আগে দুইবার সিবিআই সুজয়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। সুজয় একবার হাজিরা দিয়েছিলেন। নথিপত্র সবই তিনি সিবিআইকে পাঠিয়ে দিয়েছেন বলে দাবি করেছিলেন। নিয়োগ দুর্নীতি নিয়ে মিডিয়ার সামনেও সরব হয়েছিলেন সুজয়। এবার গ্রেপ্তার হলেন।