1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলে ১২শ’ বছর আগের মসজিদ

১৮ জুলাই ২০১৯

ইসরায়েলের মরু এলাকায় ১২শ বছরের পুরোনো একটি মসজিদ আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা৷ এটিকে ইহুদি দেশটিতে আবিষ্কৃত সবচেয়ে পুরাতন মসজিদ বলে ধারণা করা হচ্ছে৷

ছবি: picture alliance/Israelische Altertumsbehörde/dpa

দক্ষিণ ইসরায়েলের নেগেব মরুভূমিতে ওই মসজিদ আবিষ্কারের ঘোষণা বৃহস্পতিবার দেন প্রত্নতাত্ত্বিকরা৷ বিরল আবিষ্কারটি হয়েছে রাহাত অঞ্চলের বেদুইন শহরে৷

 ‘‘এটি একটি ছোট শহুরে মসজিদ৷ নির্মাণের সময়কাল সপ্তম অথবা অষ্টম শতক হওয়ায় এটি পৃথিবীর মধ্যে বিরল আবিষ্কারের মধ্যে পড়তে পারে,’’ বলেছেন মসজিদটি খননকাজের দায়িত্বে থাকা জন সেলিগম্যান ও শাহার জুর৷

নেগেব মরুভূমির সবচেয়ে বড় শহর বায়ের-এলাকার উত্তরে এই ধরনের পুরাতন স্থাপনা এর আগে আবিষ্কৃত হয়নি৷

চতুর্ভুজ আকৃতি নির্মাণ করা হয় ভবনটি৷ মক্কার দিকে ফেরানো মেহরাব দেখে এটাকে মসজিদ হিসাবে চিহ্নিত করেন প্রত্নতাত্ত্বিকরা৷ ওই এলাকায় কৃষি খামার আবিষ্কৃত হওয়ায় কৃষকেরাই মসজিদটি ব্যবহার করতেন ধারণা তাদের৷

প্রত্নতাত্ত্বিক গিদিওন আবনি বলেন, এটি বর্তমান ইসরায়েল এলাকার সবচেয়ে পুরাতন মসজিদগুলোর একটি৷ ৬৩৬ সালে এলাকাটি জয় করেছিল আরবরা৷

এমবি (কেএনএ, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ