গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট জানিয়েছে, তারা ১২ হাজার কর্মী ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটি বলেছে, বর্তমান ‘পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায়' তারা এই পদক্ষেপ নিচ্ছে।
বিজ্ঞাপন
শুক্রবার অ্যালফাবেট প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, "আমরা প্রায় ১২ হাজার পদ কমানোর সিদ্ধান্ত নিয়েছি।"
পিচাই বলেন, "অর্থনৈতিক বাস্তবতার" প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর নিয়োগগুলো হয়েছিল যখন প্রতিষ্ঠানটির ‘নাটকীয় প্রবৃদ্ধি' হচ্ছিল।
পিচাই বলেন, "কোম্পানির প্রয়োজন ও আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে আমাদের লোকবল সামঞ্জস্যপূর্ণ কিনা, আমরা তা কঠোর পর্যালোচনা করেছি। আমরা যে পদগুলো বাদ দিচ্ছি তা সেই পর্যালোচনার ফলাফলকে প্রতিফলিত করে।"
সাম্প্রতিক মাসগুলিতে বড় ছাঁটাই দেখা গেছে গুগল ছাড়াও অন্যান্য টেক জায়ান্টগুলোতে।
মাইক্রোসফট বলেছে, তারা কর্মীসংখ্যা ১০ হাজার কমিয়ে দেবে। অ্যামাজন এই মাসের শুরুতে বলেছিল যে এটি ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে। ফেসবুকের মালিক মেটা নভেম্বরে ঘোষণা করেছিল যে তারা ১১ হাজার পদ কমাবে।
টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলন মাস্কগত বছরের শেষ দিকে টুইটারের মালিক হবার পর সেখানে ব্যাপক ছাঁটাই হয়েছে।
জেডএ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)
অর্থ-বাণিজ্য : ২০২২-কে তুলে ধরে যেসব শিরোনাম
ঘটনাবহুল ২০২২ শেষ৷ সে বছর করোনা যাই যাই করেও পুরোপুরি যায়নি, বরং যোগ হয়েছে সারা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেয়া ইউক্রন যুদ্ধ৷ বছর জুড়ে অর্থ ও বাণিজ্যের দুনিয়ার আর যেসব বিষয় শিরোনামে ছিল সেগুলো নিয়েই এই ছবিঘর...
ছবি: Frank Rumpenhorst/dpa/picture alliance
করোনা গেছে?
দুটি শীত কেটেছে করোনার আতঙ্কে৷ ২০২১ সালের শেষে নতুন বছর করোনামুক্ত হবে- এমন আশা করা হলেও বাস্তবে তা হয়নি৷ ২০২২ সালের শুরুতে সারা বিশ্বে করোনার আগের পরিস্থিতি ফেরেনি৷ তবে বছর শেষে ব্যবসা-বাণিজ্যে অনেকটা স্বাভাবিকতা ফিরেছে৷ ভ্রমণ-নিষেধাজ্ঞাও প্রত্যাহার করেছে সব দেশ৷ করোনাকে কি তাহলে অবশেষে পিছনে ফেলা গেল?
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া৷ পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘ রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে৷ ম্যাকডোনাল্ডসসহ অনেক আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান রাশিয়া ছাড়ে৷ এর ফলে পুটিনের দেশে খুচড়া যন্ত্রাংশসহ অনেক পণ্যের ভয়ানক ঘাটতি দেখা দেয়৷ তা সত্ত্বেও রাশিয়া অবশ্য তেল এবং গ্যাস বিক্রি করে শত শত কোটি ইউরো আয় করতে থাকে৷
ছবি: Bulent Kilic/AFP
জ্বালানি, জ্বালানি, জ্বালানি!
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে সারা বিশ্বে জ্বালানির দাম হু হু করে বাড়তে থাকে৷ ইউরোপে জ্বালানি সরবরাহ মন্থর করে দেয় রাশিয়া, নর্ড স্ট্রিমের দুটো পাইপলাইনই বন্ধ রাখে৷ জ্বালানি সংকটে পড়ে কয়েক প্রজন্ম পর প্রথমবারের মতো প্রতি কিলোওয়াট বিদ্যুতের মূল্য হাড়ে হাড়ে টের পায় ইউরোপের মানুষ৷ বিভিন্ন দেশের সরকার জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ, গ্যাস এবং গরম পানির ব্যবহার কমাতে বলে৷
ছবি: Rupert Oberhäuser/picture alliance
টুইটারে ‘সৃষ্টিশীল ধংস’?
গত এপ্রিলে ইলন মাস্ক ঘোষণা করেন টুইটারের সবচেয়ে বড় অংশীদার তিনি৷ পরে জানান, টুইটার পুরোপুরি কিনে নেবেন৷ কিন্তু তারপরই সরে যেতে চান মাস্ক৷ তবে অভিযোগ- পাল্টা অভিযোগ, মামলা ইত্যাদির পর অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটারের একক মালিক হন৷ কয়েক দিনের মধ্যে প্রতিষ্ঠানের প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করেন তিনি৷ অনেকে চাকরি ছেড়েও দেন৷ ইলন মাস্ক যে ‘সৃষ্টিশীল ধংসের’ জন্য বিখ্যাত, এ কি তার নমুনা?
ছবি: Muhammed Selim Korkutata/AA/picture alliance
বেড়ে চলা মুদ্রাস্ফীতি
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের সব দেশসহ সারা বিশ্বেই মুদ্রাস্ফীতি বাড়তে থাকে৷ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ মুদ্রাস্ফীতির প্রভাবে দ্রব্যমূল্য মাত্রাতিরিক্ত বেড়ে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ালেও মুদ্রাস্ফীতি কমানোর জন্য সেই পদক্ষেপ যথেষ্ট ছিল না৷
ছবি: Boris Roessler/dpa/picture alliance
দ্বিগুণ চাপে চীন
‘জিরো-কোভিড’ নীতি চীনে কোটি কোটি মানুষের জীবনে বিপর্যয় ডেকে এনেছে৷ দীর্ঘদিন লকডাউন থাকায় পণ্য উৎপাদন শিল্পে এর বিরূপ প্রভাব পড়েছে৷ গৃহায়ন শিল্পেও তা দৃশ্যমান৷ বাড়ি ক্রয়-বিক্রি কমে গেছে৷
ছবি: ALY SONG/REUTERS
সংকটে ক্রিপ্টোকারেন্সি
ক্রিপ্টোকারেন্সির জন্য বছরটা মোটেই ভালো যায়নি৷ ২০২২ সালে বিটকয়েনের দাম ৬৫% কমেছে৷ এল সালভাদরে এই মুদ্রাকে রাষ্ট্রীয় মুদ্রা করার ভাবনা প্রত্যাহারের দাবি উঠেছে৷ গত মে মাসে নতুন করে ফিরিয়ে আনা ক্রিপ্টো মুদ্রা টেরা লুনা আবার ধসের মুখে পড়ে৷ নভেম্বরে বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনকারী প্রতিষ্ঠান এফটিএক্স দেউলিয়া হয়ে যায়৷
ছবি: Jonathan Raa/NurPhoto/picture alliance
টেক-শিল্পে ধস
টুইটারে ব্যাপক ছাঁটাইয়ের পর ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মালিক মেটা ঘোষণা করে, তারাও ১১ হাজার কর্মীকে ছাঁটাই করবে৷ এভাবে ১৩% কর্মী কমানোর আগে কর্মীদের বিনা মূল্যে নৈশভোজ এবং পোশাক ড্রাই-ক্লিনিংয়ের খরচও কমিয়েছিল মেটা৷ একই সময়ে স্ন্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকেও অন্তত ২০% কর্মী কমানোর ঘোষণা আসে৷
ছবি: Jakub Porzycki/NurPhoto/picture alliance
প্রত্যাশার ২০২৩
২০২২ সাল ভালো কাটেনি৷ করোনা বিদায় হওয়ার আগে আবার ফিরে আসার ইঙ্গিত দিয়েছে৷ ইউক্রেন যুদ্ধও চলছে৷ তবে ইউক্রেনীয়রা চরম আঁধারেও আলো জ্বালিয়ে রাখতে জানে৷ তাছাড়া পশ্চিমা বিশ্ব খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য লড়ছে৷ ইউরোপ গ্যাসের বিষয়ে রুশ-নির্ভরতা কাটাতে বিকল্প খোঁজার সাহস দেখিয়েছে৷ তাই নতুন বছরের দিকে নতুন নতুন প্রত্যাশা নিয়ে তাকানোই যায়!