1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

২১ জানুয়ারি ২০২৩

গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট জানিয়েছে, তারা ১২ হাজার কর্মী ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটি বলেছে, বর্তমান ‘পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায়' তারা এই পদক্ষেপ নিচ্ছে।

Google Logo auf Smartphone
ছবি: Herwin Bahar/ZUMAPRESS.com/picture alliance

শুক্রবার অ্যালফাবেট প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেন, "আমরা প্রায় ১২ হাজার পদ কমানোর সিদ্ধান্ত নিয়েছি।"

পিচাই বলেন, "অর্থনৈতিক বাস্তবতার" প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর নিয়োগগুলো হয়েছিল যখন প্রতিষ্ঠানটির ‘নাটকীয় প্রবৃদ্ধি' হচ্ছিল।

পিচাই বলেন, "কোম্পানির প্রয়োজন ও আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে আমাদের লোকবল সামঞ্জস্যপূর্ণ কিনা, আমরা তা কঠোর পর্যালোচনা করেছি। আমরা যে পদগুলো বাদ দিচ্ছি তা সেই পর্যালোচনার ফলাফলকে প্রতিফলিত করে।"

সাম্প্রতিক মাসগুলিতে বড় ছাঁটাই দেখা গেছে গুগল ছাড়াও অন্যান্য টেক জায়ান্টগুলোতে।

মাইক্রোসফট বলেছে, তারা কর্মীসংখ্যা ১০ হাজার কমিয়ে দেবে। অ্যামাজন এই মাসের শুরুতে বলেছিল যে এটি ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে। ফেসবুকের মালিক মেটা নভেম্বরে ঘোষণা করেছিল যে তারা ১১ হাজার পদ কমাবে।

টেসলা ও স্পেসএক্স-এর সিইও ইলন মাস্কগত বছরের শেষ দিকে টুইটারের মালিক হবার পর সেখানে ব্যাপক ছাঁটাই হয়েছে।

জেডএ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ