1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিদ্যুৎ কেন্দ্রকে জরিমানা’

৪ জুলাই ২০১২

বেসরকারি ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশই প্রয়োজনের তুলনায় বেশি ডিজেল ও ফার্নেস অয়েলের ব্যবহার দেখাচ্ছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে৷ অথচ চুক্তি অনুযায়ী, তারা ভর্তুকি দামে জ্বালানি তেল পায় বিপিসি থেকে৷

ছবি: DW/Tanios

বাংলাদেশে বেসরকারি খাতে জ্বালানি তেল নির্ভর ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মোট ১৫টি৷ চুক্তি অনুযায়ী, বাংলাদেশ পেট্রেলিয়াম কর্পোরেশন বা বিপিসি তাদের ভর্তুকি দামে তেল সরবরাহ করে৷ প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ২১৭ থেকে ২১৮ মি. লি. জ্বালানি তেল লাগার কথা৷ কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি ১৩টি বিদ্যুৎ কেন্দ্রকে চিহ্নিত করেছে, যারা প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ২৬০ মি. লি. তেল খরচ দেখাচ্ছে৷ তা গ্রহণযোগ্য নয় পিডিবি'র কাছে৷ তাই ঐ ১৩টি কোম্পানিকে ১৩০ কোটি টাকা জরিমানা করা হয়েছে৷ পিডিবি'র চেয়ারম্যান আলমগির কবির বলেছেন, এব্যাপারে তারা শক্ত অবস্থান নিয়েছেন৷ আর সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোতো এরকম অতিরিক্ত জ্বালানি তেল খরচের ঘটনা এখনো তাদের নজরে আসেনি৷

তবে বেসরকারি ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা পাল্টা যুক্তি দেখান৷ ইউনাইটেড পাওয়ার'এর সৈয়দ আব্দুল মইদ বলেন, জ্বালানি তেলে পানির স্তর থাকে৷ তাই তাদের যে তেল সরবারাহ করা হয়, প্রকৃত পক্ষে তার একটি অংশ ব্যবহার করা যায়না৷ আর সামিট পাওয়ারের তৌহিদুল ইসলাম বলেন, বিপিসি'র সরবরাহ করা জ্বালানি তেলের মান ভালো নয়৷ তাই বিদ্যুৎ উৎপাদনে তেল বেশি খরচ হয়৷

তবে বিপিসি'র চেয়ারম্যান আবুবকর সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে বলেন, জ্বালানি তেলের মান নিশ্চিত হওয়ার পরই সরবরাহ করা হয়৷

এদিকে এই ঘটনার তদন্ত শুরু করেছে দুদক৷ ইতিমধ্যেই দুদক তথ্য উপাত্ত সংগ্রহ করেছে বলে প্রকাশ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ