করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছয় হাজার ছাড়ালেও পবিত্র রমজান মাসে অপেক্ষাকৃত নিরাপদ স্থানগুলোতে মসজিদ খুলে দিতে শুরু করেছে ইরান৷ অন্যদিকে দেশটির বিরুদ্ধে ৩১ জন আফগানকে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগ তুলেছে আফগানিস্তান৷
বিজ্ঞাপন
সোমবার আরো ৭৪ জন মৃত্যুবরণ করায় ইরানে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৭৷ সবচেয়ে বেশি মৃতের সংখ্যার দিক থেকে সারা বিশ্বে পঞ্চম স্থানে থাকলেও সে দেশের সরকার সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের সংখ্যা নিয়ে সন্তুষ্ট৷ সরকারের দাবি, এ পর্যন্ত ৭৯ হাজার ৩৯৭ জন পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন৷
রোগমুক্তির উচ্চহারে সন্তোষ প্রকাশ করে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ক্লানুশ জাহানপুর জানিয়েছেন, সোমবার থেকে দেশের ১৩২ টি, অর্থাৎ মোট মসজিদের প্রায় এক-তৃতীয়াংশ খোলা থাকবে৷ তবে মুসল্লিদের মাস্ক এবং গ্লাভস পরে সঙ্গে নিজের জায়নামাজ নিয়ে যেতে হবে মসজিদে। নামাজ পড়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে সবাইকে এবং কেউ মসজিদের ভেতরে আধ ঘণ্টার বেশি সময় থাকতে পারবেন না৷
ইরানের কয়েকটি দর্শনীয় স্থান
হাজার বছরের পুরনো ইতিহাস ও সংস্কৃতি, আকর্ষণীয় ভবন আর অসাধারণ প্রকৃতির দেখা পেতে চাইলে চলে যান ইরানে৷ সঙ্গে পাবেন মনে রাখার মতো আতিথেয়তা৷
ছবি: picture alliance/Prisma
কাশান
শহরের কেন্দ্রে আছে ঐতিহ্যবাহী ঘরবাড়ি, মসজিদ আর বাজার৷ আর শহরের বাইরে গেলে দেখা যাবে লবণাক্ত পানির হ্রদ৷ এছাড়া মেরেনযব মরুভূমিতে বেড়াতে গিয়ে সূর্যোদয় দেখার বিষয়টিও অনেকদিন মনে রাখার মতো একটি বিষয়৷
ছবি: DW/F. Schlagwein
ইসফাহান
ইরানের প্রায় সব জায়গাতেই আর্টের দেখা পাওয়া যায়৷ যেমন ছবিতে ইসফাহান শহরে অবস্থিত শেখ লুৎফুল্লাহ মসজিদের গম্বুজের ভেতরের কারুকাজ দেখতে পাচ্ছেন৷ এছাড়া স্ট্রিট আর্ট, রংবেরংয়ের বাড়িঘর ইত্যাদিরও দেখা পাওয়া যাবে ইসফাহানে৷
ছবি: DW/F. Schlagwein
আবিয়ানেহ
কাশান আর ইসফাহানের মাঝে ছোট্ট একটি গ্রাম আবিয়ানেহ৷ মাত্র ৩০০ লোক বাস করেন সেখানে৷ কিন্তু ইরানের অনেকেই এই গ্রামকে চেনেন৷ কারণ প্রায় ২০০০ বছরের ঐতিহ্য ও সংস্কৃতি এখনও ধরে রেখেছেন গ্রামবাসীরা৷ সেখানকার ঘরবাড়ি তৈরি হয়েছে লাল-বাদামি রংয়ের মাটি দিয়ে৷ ২০০৭ সালে এই গ্রামের নাম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই পায়৷
ছবি: DW/F. Schlagwein
লুট মরুভূমি
মঙ্গলগ্রহ দেখতে কেমন হতে পারে তা বোঝার জন্য অনেকে লুট মরুভূমির ছবি দেখে থাকেন৷ দাশত-ই-লুট, যা কালুট নামেও পরিচিত, মরুভূমিতে প্রাণের চিহ্ন নেই৷ থাকবেই বা কীভাবে? ২০০৫ সালে নাসা সেখানে ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মেপেছিল৷
ছবি: DW/F. Schlagwein
ইয়াজদ
ইরানের সবচেয়ে বড় দুই মরুভূমির মাঝে অবস্থিত শহর এটি৷ দেশটির অন্যতম সুন্দর এই শহরে গেলে প্রাচীনকালের ঘরবাড়ির দেখা পাওয়া যাবে৷ আর সন্ধ্যাবেলার চায়ের দোকানের ছাদে উঠে আলোকিত শহর দেখাও এক দারুণ অভিজ্ঞতা৷
ছবি: picture alliance/Prisma
গোলেস্তান প্রদেশ
কেমন লাগছে ছবিটি? দারুণ না! ছোট্ট যে ঘরটি দেখছেন সেটি আসলে নবি খালেদ ইবনে সেনান (আঃ)-এর মাজার৷ সেখান থেকে সারি সারি পাহাড়ের দৃশ্য সত্যিই অপূর্ব৷ এলাকাটি উত্তরপূর্ব ইরানে অবস্থিত৷
ছবি: DW/F. Schlagwein
সিরাজ
বেশিরভাগ ইরানির ভালোলাগার শহর সিরাজ৷ সেখানে দেখার অনেক কিছু থাকলেও সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মহাকবি হাফিজের কবর৷ এছাড়া নাসির-উল-মুল্ক মসজিদও দেখে আসতে পারেন৷
ছবি: DW/F. Schlagwein
পেরজেপোলিস
আকেমেনুদ সাম্রাজ্যের, যা প্রথম পারস্য সাম্রাজ্য নামেও পরিচিত, রাজধানী ছিল পেরজেপোলিস৷ এখনও শহরটিতে সেই সময়কার কিছু স্থাপত্যের দেখা পাওয়া যায়৷ ফলে ইউনেস্কোর তালিকায় এই শহরের নামও রয়েছে৷
ছবি: DW/F. Schlagwein
8 ছবি1 | 8
এর পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষকে মুসল্লিদের মাঝে কোনো খাবার বা পানীয় পরিবেশন না করারও নির্দেশ দিয়েছে সরকার৷ এছাড়া মসজিদের ভেতরে হাত ধোয়ার ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে সরকারের এক বিবৃতিতে৷
ইরানের বিরুদ্ধে আফগানিস্তানের অভিযোগ
রোববার ইরানের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে অন্তত ৫০ জন আফগানকে পানিতে ফেলে তাদের মধ্যে অন্তত ৩১ জনকে ডুবিয়ে মারার অভিযোগ তুলেছে আফগানিস্তান৷ অভিযোগে বলা হয়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেরাত প্রদেশ সংলগ্ন সীমান্তের কাছে ওই আফগানদের ধাওয়া করে নদীতে ঝাঁপ দিতে বাধ্য করা হয়৷ ১২ জন সাঁতরে নদী পার হতে পেরেছেন৷ সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে৷ বাকি তিনজন ডুবে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে ঘটনা তদন্তের জন্য উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের কথাও জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়৷
আফগানদের ডুবিয়ে মারার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইরান৷