1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন

১২ নভেম্বর ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় কবে দেয়া হবে তা জানানো হবে ১৩ নভেম্বর বৃহস্পতিবার৷ এই দিন সারাদেশে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ৷

হাইকোর্টের সামনে বিজিবি সদস্যরা (ফাইল ফটো)
ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছেছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images


কর্মসূচি সফল করার লক্ষ্যে দলটি ঝটিকা মিছিল বের করছে৷ আওয়ামী লীগের সূত্রগুলো বলছে তারা তাদের কর্মসূচি সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে৷
এদিকে, গত দুই-তিনদিনে ঢাকাসহ সারাদেশে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটছে৷ 
এই অবস্থায় ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেখানেও বিজিবি মোতায়েন করা হচ্ছে৷ এছাড়া রাজধানীতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন, যাত্রী ও পথচারীদের তল্লাশি করা হচ্ছে৷
ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘‘নিরাপত্তা জোরদারের পাশাপাশি অভিযানও জোরদার করা হয়েছে৷’’ চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ ‘সন্ত্রাসী, অস্ত্রধারীদের’ দেখামাত্র সাব মেশিনগান দিয়ে ব্রাশফায়ারে হত্যার নির্দেশ দিয়েছেন৷
রাজধানীর বিভিন্ন স্থানে গত ১ অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত পুলিশ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের ৫৫২ জন নেতাকর্মীকে প্রেপ্তার করেছে৷
ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, ‘‘১ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং শেষ দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে৷ ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৭টি মামলা হয়েছে এবং এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে৷’’
তিনি বলেন, ‘‘গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোসহ আইনশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে৷ কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার অপচেষ্টা করছে৷ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৪টি ঝটিকা মিছিল করে তারা এবং স্বল্পস্থায়ী এসব মিছিলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করছে৷’’
ডিএমপির ডেপুটি কমিশনার মো. তালেবুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘মঙ্গলবার দিবাগত রাতেও কমপক্ষে ৫০ জনকে আটক করা হয়েছে৷ ১৩ নভেম্বর যাতে কোনো নাশকতা বা সন্ত্রাসী ঘটনা কেউ যেন ঘটাতে না পারে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে৷ বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা৷’’ বিশেষ করে সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ সেনাবাহিনীও মাঠে আছে৷
তবে এরইমধ্যে গাজীপুর ও সাভারে বুধবার বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে৷ মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক ভবনের প্রধান ফটকে মঙ্গলবার গভীর রাতে তালা দিয়ে দেয়া হয়৷ ওই তালা দেয়ার ঘটনা নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ করেছে বলে তারা ফেসবুকে জানিয়েছে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পাঁচটি ভবনের দায়িত্বে থাকা পাঁচজন দারোয়ানকে সাময়িক বরখাস্ত করেছে৷ 
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে৷ বিশেষ করে মোহাম্মদপুরে সেন্ট যোসেফ স্কুলে ককটেল হামলার পর অভিভাবক এবং শিক্ষার্থীরা উদ্বেগে আছেন৷ আর ঢাকায় গির্জায় ককটেল হামলার পর ধর্মীয় উপসনালয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷
অন্যদিকে সোমবার ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হলে চালক আগুনে পুড়ে নিহত হয়েছেন৷
আওয়ামী লীগের কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, তারা গত ৩১ অক্টোবর থেকে ঢাকাসহ সারাদেশে চারশোর বেশি ঝটিকা মিছিল করেছেন৷ এরমধ্যে ২ ও ৩ নভেম্বর তারা ৪৫টি ঝটিকা মিছিল করেছেন৷ তাদের দাবি, এক সপ্তাহে সারাদেশে তাদের কমপক্ষে পাঁচ হাজার নেতা-কর্মী আটক হয়েছেন৷ আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের কর্মসূচি সফল করার জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছে৷ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও দেশের বাইরে থেকে ফেসবুক এবং ইউটিউবে বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন৷ সারাদেশ থেকে নেতা-কর্মীদের ঢাকায় আসার জন্য ফেসবুকে আহ্বান জানানোর পর দেশেই আত্মগোপনে থাকা স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা এরইমধ্যে আটক হয়েছেন৷
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দাবি করেছেন করেছেন, ‘‘গণহত্যাকারী, গণশত্রুতে পরিণত হওয়া পলাতক আওয়ামী লীগ ও তার নেত্রী শেখ হাসিনা এখন দেশে আগুন সন্ত্রাস শুরু করেছে৷ তারা নির্বাচন বানচাল করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়৷ এই শেখ হাসিনাই বলেছিলেন যারা আগুন সন্ত্রাস করে তাদেরকে ধরে আগুনে ফেলে দিতে হবে৷ দেশের মানুষের মুখে এখন ঘুরে ফিরে সেই কথা৷’’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘পুলিশে এখনো ফ্যাসিবাদের দোসররা আছে৷ তাই তাদের যেভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করার কথা ছিলো সেভাবে করছে না৷ তবে আমরা সতর্ক আছি৷ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছি৷’’
এনসিপির যুগ্ম আহ্বাবায়ক মনিরা শারমিন বলেন, ‘‘আমাদের নেতা-কর্মীরা মাঠে আছেন৷ আমাদের অফিসের সামনে বার বার ককটেল হামলা হচ্ছে৷ আমরা ঐক্যদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ করব৷’’
তিনি বলেন, ‘‘একটা পক্ষ তো আছে নাশকতার জন্য৷ সেটা তো আমরা জানি৷ আমরা খবর পেয়েছি ১৩ নভেম্বর তারা বিভিন্ন জায়গা থেকে বাসে করে ঢাকায় আসার কথা বলছে অস্থিতিশীলতা তৈরি করতে৷ তবে আরো একটা বিষয় আছে৷ যেসব অস্ত্র থানা থেকে লুট হয়েছে তা কিন্তু সব উদ্ধার হয়নি৷ আবার এলাকা ভিত্তিক সন্ত্রাসীরাও জামিনে ছাড়া পাচ্ছে৷ যেহেতু নতুন একটা সরকার আসছে৷ তাই এলাকাভিত্তিক সন্ত্রাস ও ক্ষমতারও হাতবদল হচ্ছে৷ তো সেখান থেকেও একটি পরিস্থিতি তৈরি হচ্ছে৷’’
আওয়ামী লীগ যা বলছে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই লকডাউন কর্মসূচির আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা৷ সেই আহ্বানে সাড়া দিয়েছে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং সাধারণ মানুষ৷ এই অবৈধ ইউনূস সরকারকে পদত্যাগ করতে হবে, ক্ষমতা ছাড়তে হবে৷ এবং আমরা চাই বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক এবং জনগণের হাতে ক্ষমতা ফিরে যাক৷’’
তার দাবি, ‘‘যে আদালতে শেখ হাসিনার বিচার হচ্ছে এটা কোনো আদালত নয়, এটা একটা ক্যাঙ্গারু কোর্ট৷ এটা রাজাকারদের আদালত৷ এটা একটা কৌতূক৷ এটা একটা প্রতিশোধের পরিকল্পিত বিষয়৷ ফলে এটার তো প্রতিবাদ করতে হবে৷’’
আগুন সন্ত্রাসের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আগুন সন্ত্রাস কারা করে তা বাংলাদেশের মানুষ জানে৷ ২০১৪-১৫ সালে এই জামায়াত বিএনপি আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে৷ মানুষকে পুড়িয়ে মেরেছে৷ দুইদিন আগে বিএনপি ছাত্রদলের একজনকে বহিষ্কার করেছে এই আগুন লাগানোর কারণে৷ বিভিন্ন জায়গায় তো ধরাও পড়ছে যে এদের লোকজন আগুন জ্বালাচ্ছে৷ তবে আওয়ামী লীগের মতো একটি বড় দলকে যখন আপনি নিষিদ্ধ করবেন তখন সমাজের বিভিন্ন পর্যায়ে এর প্রতিক্রিয়া হবে৷ এই প্রতিক্রিয়ার জন্য ইউনূসই দায়ী৷’’
দলগুলোর মধ্যে অনৈক্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, ‘‘দেশে তো একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে৷ সাধারণ মানুষ ভয়ের মধ্যে আছে৷ এই পরিস্থিতির জন্য দায়ী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য৷ যারা সবাই মিলে আওয়ামী লীগকে পরাজিত করলো এখন সবাই সেই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের পিছনে ছুটছে৷ আওয়ামী লীগ ছিলো রাজনৈতিক দলগুলোর কমন শত্রু৷ এখন হয়ে গেছে মিত্র৷ ক্ষমতায় যাওয়ার জন্য এখন তারা আওয়ামী লীগের ভোট পেতে মরিয়া৷ ফলে আওয়ামী লীগ এখন মাঠে নামার সুযোগ পাচ্ছে৷’’
তিনি বলেন, ‘‘এই রাজনৈতিক দলগুলোর আচরণে মানুষ এখন হতাশ৷ তারা ভাবছে এরা ক্ষমতায় গিয়ে কী করবে৷ দেশে আরো খারাপ পরিস্থিতি তৈরি হবে৷ আর পুলিশ পরিস্থিতি তেমন নিয়ন্ত্রণ করতে পারছে না৷ উলটো ফালতু কথা বলে পরিস্থিতি খারাপ করছে৷ চট্টগ্রামের পুলিশ কমিশনার যে সন্ত্রাসী, অস্ত্রধারীদের ব্রাশফায়ারের কথা বলেছেন এটা তো আবার ক্রসফায়ার ফিরিয়ে আনার কথা৷ এটা তো হতে পারে না৷’’
তিনি বলেন, ‘‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ছাড়া পরিস্থিতির কোনো উন্নতি হবে না৷ পরিস্থিতি আরো খারাপ হবে৷’’
‘আমরা নিরাপত্তা নিয়ে আতঙ্কিত নই’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, ‘‘আমরা নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বোধ করছি না৷ আমরা নিরাপত্তার কোনো অভাব বোধ করছি না৷ আইনশৃঙ্খলা বাহিনী আছে৷ তারা দেখছে৷’’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই মামলায় শেখ হাসিনাসহ মোট তিনজন আসামি৷ সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী-এই দুইজনই পলাতক আছেন৷ আর সাবেক আইজিপি গ্রেপ্তার আছেন৷ সাবেক আইজিপি পরে নিজে দোষ স্বীকার করে রাজস্বাক্ষী হয়েছেন৷ তিনি বলেন, ‘‘আদালতে এই মামলায় ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন৷ ৯০ ধরনের ডকুমেন্ট উপস্থাপন করা হয়েছে৷ ৩৭টি ভিডিও, পেনড্রাইভ, অডিও উপস্থাপন করা হয়েছে৷ আমরা আশা করি এই মামলায় আদালত অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেবেন৷’’

‘পলাতক আওয়ামী লীগ ও শেখ হাসিনা আগুন সন্ত্রাস শুরু করেছে’

This browser does not support the audio element.

‘আমরা চাই বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক’

This browser does not support the audio element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ