১৫০ কোটি ডলারের জরুরি তহবিলের আহ্বান ডাব্লিউএইচও’র
১৬ জানুয়ারি ২০২৪
বিশ্বজুড়ে মানবিক সংকটে জরুরি স্বাস্থ্যসেবায় সাড়া দিতে ১৫০ কোটি ডলারের তহবিলের আবেদন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)৷ ইউক্রেন, আফগানিস্তান ও গাজা পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্বের কাছে এই আহ্বান জানিয়েছে তারা৷
বিজ্ঞাপন
সংকটাপন্ন আট কোটি ৭০ লাখ মানুষের জীবন বাঁচাতে ১৫০ কোটি ডলারের তহবিল চেয়েছে ডাব্লিউএইচও৷ সংস্থাটির মহাপরিচালক টেড্রস অ্যাডানম গেব্রেয়েসাস যত দ্রুত সম্ভব এই অর্থ জোগানের আহ্বান জানিয়েছেন৷
টেড্রস বলেন, ফিলিস্তিনের ভূখণ্ড, ইউক্রেন, হাইতি ও সুদানসহ বিশ্বের ১৬ কোটি ৬০ লাখ মানুষের জন্য চলতি বছর জরুরি স্বাস্থ্যসেবা প্রয়োজন৷ এর মধ্যে গাজায় সংকট মোকাবিলায় তিন থেকে ছয় মাসের জন্য প্রায় ২২ কোটি ডলার দরকার৷ অন্যদিকে আফগানিস্তানে সুপেয় জল ও স্যানিটেশনের জন্য জরুরি ভিত্তিতে দুই কোটি ৩৭ লাখ ডলার প্রয়োজন৷ বিশ্বে আবারো কলেরা প্রকোপ দেখা দেয়ায় উদ্বেগ প্রকাশ করে তা মোকাবিলায় পাঁচ কোটি ডলার চেয়েছেন ডাব্লিউএইচও মহাপরিচালক৷ যুদ্ধকবলিত ইউক্রেনের মানুষের স্বাস্থ্যসেবায় সাত কোটি ৭০ লাখ ডলার দরকার বলে জানান তিনি৷ ১৫০ কোটি ডলারের তহবিল না পেলে যে সংকট তৈরি হবে তা ‘বিশ্ব বহন করতে সক্ষম হবে না' বলে সতর্ক করেন টেড্রস৷
এদিকে জাতিসংঘ ২০২৪ সালের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য ৪২০ কোটি ডলারের তহবিলের আবেদন জানিয়েছে৷ এই তহবিলের মধ্যে ১১০ কোটি ডলার তারা ব্যয় করতে চায় শরণার্থী সংকট মোকাবিলায়৷ এ বছর ১০টি দেশের মোট ২৩লাখ শরণার্থীর কাছে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ৷ সংস্থাটির মানবিক সংকট বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথ তহবিলের আবেদন জানিয়ে বলেন, এই অর্থ না পেলে যাদের জন্য প্রয়োজন তারা নিঃশেষ হয়ে যাবে৷
এফএস/এসিবি (রয়টার্স, এএফপি)
জাতিসংঘ কী করে?
বিশ্ব নেতাদের মধ্যে কয়েক বছর ধরে আলোচনা চলার পর ১৯৪৫ সালের ২৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে জাতিসংঘ৷ সে হিসেবে এ বছর ৭৮ পেরুলো সংস্থাটি৷ ছবিঘরে জাতিসংঘের দৈনন্দিন কাজের কথা তুলে ধরা হচ্ছে৷
ছবি: Getty Images/AFP/N. Roberts
খাবার
৮৩ দেশের সাড়ে আট কোটির বেশি মানুষকে খাবার ও সহায়তা দেয়৷
ছবি: picture-alliance/Zuma/A. Amra
টিকা
বিশ্বের প্রায় অর্ধেক শিশুর জন্য টিকা সরবরাহ করে৷ এর ফলে বছরে প্রায় ৩০ লাখ শিশুর জীবন রক্ষা পায়৷
ছবি: picture alliance/AA
নিরাপত্তা
যুদ্ধ, দুর্ভিক্ষ ও নির্যাতন থেকে রক্ষা পেতে পালানো আট কোটির বেশি মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে জাতিসংঘ৷ তাদের বিভিন্ন সহায়তাও দিয়ে থাকে৷
ছবি: Reuters/J. Akena
তাপমাত্রা নিয়ন্ত্রণ
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখতে ১৯৬টি দেশের সঙ্গে কাজ করছে জাতিসংঘ৷
ছবি: AFP/M. Tama
শান্তিরক্ষা
সারা বিশ্বে পরিচালিত ১৩টি শান্তিরক্ষা মিশনে ৯৫ হাজার নিরাপত্তা সদস্য নিয়োজিত আছেন৷ এর মধ্যে বাংলাদেশি শান্তিরক্ষীর সংখ্যা ছয় হাজার ৭৩১ জন, যা সবচেয়ে বেশি৷
ছবি: picture-alliance/dpa/N. Bothma
পানি
বিশ্বের প্রায় ২২০ কোটি মানুষ পানি সমস্যায় রয়েছে৷ এই সমস্যা লাঘবে কাজ করছে জাতিসংঘ৷
ছবি: ABDELHAK SENNA/AFP/GettyImages
মানবাধিকার
৮০টি চুক্তি/ডিক্লারেশনের মাধ্যমে সারা বিশ্বে মানবাধিকার রক্ষায় কাজ করছে জাতিসংঘ৷
ছবি: Reuters/D. Balibouse
ত্রাণ সহায়তা
প্রায় ১১ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিতে ২৮.৮ বিলিয়ন ডলার চেয়েছে জাতিসংঘ৷ এই অর্থ পেতে কাজ করছে সংস্থাটি৷
ছবি: Getty Images/AFP/
নির্বাচন
প্রতিবছর প্রায় ৫০টি দেশে নির্বাচন আয়োজনে সহায়তা করে জাতিসংঘ৷ এই সময় সংঘাত এড়াতে কূটনীতিও কাজে লাগায় সংস্থাটি৷
ছবি: imago images/Afrikimages/A. Keita
মা ও শিশু
মাসে প্রায় ২০ লাখ নারীকে গর্ভধারণ ও সন্তান প্রসব সংক্রান্ত জটিলতার সময় সহায়তা প্রদান করে৷
ছবি: Imago/Xinhua
সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, গত ৭৫ বছরে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শক্তিগুলোর মধ্যে সামরিক সংঘাত এড়াতে সক্ষম হওয়া৷