1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৫ আগস্ট: ধানমন্ডি ৩২-এ যেতে বাধা, লাঠি বাঁশ পাইপ দিয়ে মারধর

১৫ আগস্ট ২০২৪

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না৷ কেউ বাধা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে লাঠি, বাঁশ, পাইপ দিয়ে মারধর করা হচ্ছে৷

ধানমন্ডির ৩২ নম্বর সড়ক
ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি, বাঁশ, পাইপ নিয়ে অবস্থান করছেনছবি: Privat

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমন পরিস্থিতির কথা জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলো৷

দৈনিক প্রথম আলো লিখেছে, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি, বাঁশ, পাইপ নিয়ে অবস্থান করছেন৷ সরেজমিনে প্রথম আলো দেখেছে, ওই এলাকায় কেউ গেলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে৷ এমনকি পরিচয়পত্র, মুঠোফোনও দেখা হচ্ছে৷ ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না৷

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কাউকে কাউকে ধাওয়া করতেও দেখা গেছে৷ জটলা পাকিয়ে মারধর করতে দেখা গেছে বলেও জানিয়েছে দৈনিক প্রথম আলো৷

ধানমন্ডি ৩২ নম্বর সড়ক-সংলগ্ন ট্রাফিক মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়ে থাকতে দেখা যায়৷

এলাকাটিতে অবস্থান নেয়া চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তারা গতকাল বুধবার রাত থেকে অবস্থান করছেন৷ তারা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না৷

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কাউকে কাউকে ধাওয়া করতেও দেখা গেছেছবি: Privat

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী৷ ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্য ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এই বাড়িতেই বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রায় সব সদস্যকে নির্মমভাবে সপরিবার হত্যা করে৷ শেখ হাসিনা এবং শেখ রেহানা জার্মানিতে থাকায় বেঁচে যান৷

আওয়ামী লীগ সরকারের গত প্রায় ১৫ বছরের শাসনকালে প্রতিবছর ১৫ আগস্ট বহু মানুষ ধানমন্ডি ৩২ নম্বরে যেতেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে৷ ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে৷ শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান৷ সেদিন ৩২ নম্বরের এই বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়

আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা ১৫ আগস্টে ‘পাল্টা অভ্যুত্থানের' চেষ্টা করতে পারেন, এমন খবর পেয়েছেন বলে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের৷ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে প্রতিহত করা হবে৷ আজ সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা৷

এপিবি/এসিবি (দৈনিক প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ