বুধবার রাতে ১৫টি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান, তবে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি ভারতের।
ভারত দাবি করেছে, পাকিস্তান ১৫টি শহরে আক্রমণ করেছিল। পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করে দেয়া হয়েছে। ছবি: Stringer/REUTERS
বিজ্ঞাপন
ভারত সরকার এক বিবৃতিতে দাবি করে, বৃহস্পতিবার সকালে ভারত পাল্টা ব্যবস্থা হিসাবে লাহোরসহ পাকিস্তানের বিভিন্ন শহরে এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমের উপর হামলা চালায়, তাতে লাহোরে রাডার ধ্বংস হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তান অবন্তীপুরা, জম্মু, শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাতিন্দা, চণ্ডীগড়,নাল ফালোদি, উত্তরলাই, ও ভুজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছিল।
পাকিস্তানের হামলার পরই লাহোরসহ বিভিন্ন শহরে সামরিক পরিকাঠামোর উপর আঘাত করা হয়। এ হামলায় লাহোরে রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে।
পাকিস্তান ও ভারতের কিছু সংবাদমাধ্যম লাহোরে সাইরেন এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে। পাকিস্তানের সেনার মুখপাত্র জানিয়েছেন, একটি ভারতীয় ড্রোন লাহোরের কাছে সামরিক লক্ষ্যে আঘাত করে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বারমুলা, উরি, পুঞ্চ, কুপওয়ারা, রাজৌরির মতো জম্মু ও কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণরেখার পাশের অঞ্চলে পাকিস্তান সমানে গোলাগুলি চালায়। এর ফলে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। এরপর ভারত গোলা ছোড়ে ও মর্টার ব্যবহার করে। তারপর পাকিস্তানের দিক থেকে গোলাগুলি বন্ধ হয়।
পাকিস্তানে ভারতের হামলা, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
বুধবার রাতে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী৷ ভারত সরকারের দাবি, ‘জঙ্গি আস্তানা’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে৷
ছবি: Punit Paranjpe/AFP/Getty Images
এটা লজ্জানক, আশা করি দ্রুতই থামবে: ট্রাম্প
বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় ভারতের হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ‘‘এটি লজ্জাজনক৷ মাত্রই এ বিষয়ে শুনতে পেলাম৷’’ তিনি বলেন, ‘‘তারা দশকের পর দশক ধরে বিতণ্ডায় লিপ্ত৷ আমি আশা করি এটি দ্রুতই থামবে৷’’
ছবি: Evan Vucci/AP/picture alliance
উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
হামলার বিষয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, ‘‘লাইন অব কন্ট্রোল, অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমানায় ভারতের সামরিক অভিযানের বিষয়ে জাতিসংঘের মহাসচিব খুবই উদ্বিগ্ন৷’’ বিবৃতিতে দু’দেশের প্রতিই সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়৷ জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরো বলেন, ‘‘ভারত-পাকিস্তানের এমন সামরিক সংঘাত বিশ্ব সামলাতে পারবে না৷’’
ছবি: Richard Drew/AP Photo/picture alliance
‘দুঃখজনক’ বললো চীন
হামলার ঘটনার পর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘‘বুধবার প্রথম প্রহরে ভারতের সামরিক অভিযান দুঃখজনক৷ চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন৷’’ বিবৃতিতে ওই মুখপাত্র শান্তি রক্ষার বৃহত্তর স্বার্থে উভয় পক্ষকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানান৷
ছবি: Pavel Bednyakov/REUTERS
দায়িত্বশীল আচরণের আহ্বান জার্মানির
ভারত এবং পাকিস্তানকে উত্তেজনা আর না বাড়ানোর আহ্বান জানিযেছে জার্মানি৷ সেইসাথে দেশটির নাগরিকদের ওই অঞ্চল ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে৷ পররাষ্ট্র মন্ত্রাণলয়ের এক বিবৃতিতে বলা হয়, কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং ভারতের সামরিক পদক্ষেপের পর, দুই দেশেরই দায়িত্বশীল আচরণ করা জরুরি৷
ছবি: Michael Kuenne/PRESSCOV/Zumapress/picture alliance
সংযম প্রদর্শনের আহ্বান ফ্রান্সের
স্থানীয় সংবাদমাধ্যম টিএফ১-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নুয়েল বারো সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহান জানান৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসবাদ থেকে নিজেদের সুরক্ষা দিতে ভারতের ইচ্ছার বিষয়টি আমরা বুঝতে পারি৷ তবে আমরা অবশ্যই ভারত এবং পাকিস্তানকে উত্তেজনা কমাতে এবং বেসামরিক লোকজনের সুরক্ষা দিতে সংযম প্রদর্শনের আহ্বান জানাই৷’’
ছবি: Magali Cohen/Hans Lucas/AFP/Getty Images
উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব যুক্তরাজ্যের
ভারত ওবং পাকিস্তানের মধ্যে চলমান অস্থিরতা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য৷ বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন প্রস্তাব দেন যুক্তরাজ্যের ট্রেড সেক্রেটারি জোনাথন রেনল্ডস৷ বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমাদের বার্তা হলো, আমরা উভয় দেশের বন্ধু. সঙ্গী৷ দুই দেশকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত৷’’
ছবি: House of Commons/UK Parliament/PA Wire/picture alliance
‘ভারতের আত্মরক্ষার অধিকার সমর্থন করে ইসরায়েল’
ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রেউভেন আজার সামাজিকমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন, ‘‘ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ইসরায়েল৷ সন্ত্রাসীদের জানা উচিত যে, নিরীহ মানুষের উপর বর্বরোচিত হামলা চালানোর পর লুকিয়ে থাকার কোনো জায়গা নেই৷’’
ছবি: Valerio Rosati/Zoonar/picture alliance
চাল সরবারাহ নিয়ে উদ্বেগে মালয়েশিয়া
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বা উত্তেজনার ফলে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে চালের আমদানি ক্ষতিগ্রস্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডেটুক সেরি মোহামাদ সাবু৷ তিনি বলেন, ‘‘তাদের (ভারত ও পাকিস্তানের) রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা মালয়েশিয়ার খাদ্য নিরাপত্তার জন্য জরুরি৷’’ উল্লেখ্য, মালয়েশিয়ার আমদানিকৃত চালের প্রায় ৪০ ভাগ ভারত ও পাকিস্তানের৷
ছবি: picture-alliance/AP Photo/V. Thian
‘শান্ত ও সংযত’ থাকার আহ্বান বাংলাদেশের
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ৷ বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই উদ্বেগের কথা জানায়৷ একইসঙ্গে দুই দেশকে শান্ত ও সংযত থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার৷
ছবি: DW
পাকিস্তানে ভারতের হামলা
কাশ্মীরে ২২ এপ্রিল জঙ্গি হামলার জবাবে যে-কোনো সময়ই পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত- এমন কথা বলা হচ্ছিল৷ এরই ধারাবাহিকতায়, ৭ মে, বুধবার রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত৷ ভারত সরকার বলছে, সুনির্দিষ্ট জঙ্গি আস্তানায় হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী৷ হামলায় ২৬জন নিহত হয়েছেন বলে পাকিস্তান সরকারের তরফ থেকে জানানো হয়৷
ছবি: Narinder Nanu/AFP/Getty Images
10 ছবি1 | 10
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেন, ''আগামী ১২০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। পাকিস্তানের আক্রমণের মোকাবিলা করার পূর্ণ ক্ষমতা ভারতের আছে। অপারেশন সিন্দুর বা সিঁদুর-এ ভারত পাকিস্তানের কোনো সামরিক লক্ষ্যে আঘাত করেনি। কিন্তু পাকিস্তান যদি সামরিক লক্ষ্যে আঘাত করতে চায়, যেমন খুশি আক্রমণ করতে চায়, তাহলে ভারতও প্রত্যাঘাত করবেই।''
পাকিস্তানের দাবি
এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স এক বিবৃতিতে দাবি করেছে, গতরাতে পাকিস্তানের সেনা ভারত থেকে আসা ইসরায়েলে তৈরি ২৫টি হারোপ ড্রোন ধ্বংস করেছে। তাদের আরো দাবি, পাকিস্তান সফট স্কিল ও হার্ড স্কিল প্রযুক্তি ব্যবহার করে এই কাজ করেছে।
পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যে একটি ড্রোন আঘাত করেছে। চারজন সেনা এর ফলে আহত হয়েছেন। তিনি দাবি করেছেন, রাওয়ালপিণ্ডিতে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।