1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘১৬ জনকে আলোর পথে এনেছি’

জাহিদুল হক২৭ এপ্রিল ২০১৬

একসময় মাদকাসক্ত ছিলেন ইমতিয়াজ রহমান ইনু৷ এখন তিনি মাদকাসক্তদের আলোর পথে নিয়ে আসার সংগ্রাম করছেন৷ শুধু তাই নয়, শিশুদের জন্য শিক্ষা, দরিদ্রের নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ সহ আরও নানাকাজে নিয়োজিত আছেন তিনি৷

Imtaz Rahman Inu Bangladesch Aktivist Arbeit mit Drogensüchtigen
ছবি: I.Rahman Inu

ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে সিলেটের কুশিঘাট এলাকার বাসিন্দা ইনু জানান, তিনি লেখাপড়ায় ভালো ছিলেন৷ ইভটিজিং-এর বিরুদ্ধে প্রতিবাদ করায় ২০০০ সালে তাঁর বিরুদ্ধে মিথ্যা চুরির অভিযোগ আনা হয়৷ সেই হতাশা কাটাতে এক বন্ধুর পরামর্শে প্রথমে সিগারেট, তারপর মাদকের সংস্পর্শে আসেন তিনি৷ বেশ কয়েক বছর কেটে যায় ঐ অবস্থায়৷ পরে একদিন সিলেটের পুরনো রেলস্টেশন এলাকায় মাদক সেবন করে পড়ে থাকা ইনুকে উদ্ধার করেন মেরিস্টোপস সংস্থার দুই কর্মী৷ এরপর তাদের উদ্যোগেই রাজশাহীতে এক পুনর্বাসন কেন্দ্রে তাঁর চিকিৎসা হয়৷

ইনু

This browser does not support the audio element.

চিকিৎসায় ভালো হয়ে সিলেটে ফেরার পর ইনুকে এড়িয়ে চলতো তাঁর আশেপাশের মানুষজন৷ তবে ইনু এবার আর হতাশ না হয়ে মাদকাসক্তদের মাদকের ভয়াল থাবা সম্পর্কে সচেতন করার কাজ শুরু করেন৷ শহরের মাদকাসক্তদের আখড়ায় গিয়ে তাদের নিজের অভিজ্ঞতার কথা শোনাতে থাকেন৷ এভাবে এখন পর্যন্ত ১৬ জনকে আলোর পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন বলে সাক্ষাৎকারে জানান ইনু৷ এর মধ্যে ১০ জন এখনও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সুস্থ জীবনযাপন করছে বলে জানান তিনি৷

ইনু বলেন, ‘‘মাদকাসক্ত কেউ সুস্থ হয়ে ফিরে এলে তাকে সঠিক পথে রাখতে তার পরিবারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে৷ এছাড়া তার কর্মসংস্থানের ব্যবস্থা করাও জরুরি৷ না হলে আবারও একই অবস্থা হবার আশঙ্কা থাকে৷''

নিজের ক্ষেত্রে তাঁর মা তাঁকে ভালো থাকতে সহায়তা করেছে জানিয়ে ইনু বলেন, ‘‘যে সুস্থ হয়ে ফিরে আসে তার সঙ্গে পরিবারের সদস্যদের ছোট্ট শিশুর মতো আচরণ করতে হবে৷ ছোট্ট শিশুদের যেমন নতুন করে সবকিছু শেখানো হয় (ফিরে আসা) মাদকাসক্তদের সঙ্গেও সেরকম আচরণ করতে হবে৷''

‘বোনাস জীবন'

মাদকাসক্ত জীবন থেকে সুস্থ হয়ে ওঠায় এখনকার জীবনকে ‘বোনাস' হিসাবে দেখছেন ইনু৷ এই জীবনে মানুষের জন্য কিছু করার তাড়না থেকে তিনি এখন নিজেকে সমাজসেবামূলক কাজে নিয়োজিত রেখেছেন৷ মাদকাসক্তদের আলোর পথে ফিরিয়ে আনার পাশাপাশি দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল চালু করেছেন৷ ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি নিজের টাকা খরচ করে এলাকার শিশুদের শিক্ষা দিয়েছেন৷ উত্তরাধিকার সূত্রে পাওয়া এক টুকরো জমিতে গড়ে তুলেছেন ‘ইনুর ইশকুল'৷ ২০১৪ সাল থেকে সিলেটের একটি অনলাইন পোর্টালের সহায়তায় স্কুলটি পরিচালিত হচ্ছে৷

এছাড়া এলাকার দরিদ্র নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে তাদের জন্য সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন ইনু৷ বাল্যবিবাহ ও নির্যাতনের বিরুদ্ধে মেয়েদের সচেতন করতে মানববন্ধন সহ অন্যান্য উদ্যোগও নিয়ে থাকেন বর্তমানে সেভ দ্য চিলড্রেন এর মাঠকর্মী হিসেবে কাজ করা ইনু৷

ছবি: I.Rahman Inu

প্রবাসীদের প্রতি আহ্বান

সাক্ষাৎকারে ইনু মাদকাসক্তদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের পুনর্বাসনে সহায়তা করতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান৷ মাদকের কুফলগুলো আরও বেশি করে প্রচারের মাধ্যমে সকলকে এ ব্যাপারে সচেতন করে তোলা প্রয়োজন বলেও মনে করেন তিনি৷

বন্ধুরা, ইমতিয়াজ রহমান ইনু জীবনের কথা, তাঁর কাজ আপনার কেমন লাগলো? আপনার মতামত আমাদের জানান, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ