১৭ জেলায় বন্যা পরিস্থিতি ‘অপরিবর্তিত’
২৪ জুলাই ২০১৯বন্যার কারণে ১৩ দিনে ৯৪ জনের মৃত্যু হয়েছে৷ এবার ২৮ জেলায় বন্যার পানিতে প্লাবিত হয়েছে৷ তারমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারী, লালমনিরহাট, নেত্রকোণা ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে৷ বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে শেরপুর,জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ কয়েকটি জেলা৷
জামালপুরে প্রায় ১৩ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ প্রায় ২৬ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এই জেলায়৷ ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ৩ লাখ৷ ৫০ হাজার ঘরবাড়ি নষ্ট হয়েছে৷
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টারের(এনডিআরসিসি) উপ-সচিব কাজী তাসমীন আরা আজমীরী ডয়চে ভেলেকে জানান,‘‘বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে৷ বৃষ্টি না থাকায় নদীর পানি নেমে যাচ্ছে৷ তবে আবার বৃষ্টি হলে পরিস্থিতি খারাপ হতে পারে৷''
তিনি দাবি করেন, ‘‘ত্রাণ সামগ্রী বিতরণের অবস্থাও ভালো৷ তবে কিছু কিছু জায়গায় ত্রাণ পেয়েও না পাওয়ার অভিযোগ করছে কেউ কেউ৷ বন্যার পানি নেমে যেতে শুরু করায় এখন আমরা পুনর্বাসনের ওপর জোর দিচ্ছি৷''
এনডিআরসিসির সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৭ জেলায় এপর্যন্ত মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫০ লাখ৷ আর এক লাখ ৪০ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে৷ কিন্তু যে ১১ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সেই জেলাগুলোর ক্ষয়ক্ষতির হিসাব এখন আর জানানো হচ্ছে না৷ কয়েকটি সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ১১ জেলা যোগ করলে প্রায় এক কোটি মানুষ বন্যায় কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা হবে কমপক্ষে ২০ লাখ৷ আর দুই লাখেরও বেশি হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে৷ গবাদী পশু-পাখি, রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷
তাসমীন আরা আজমীরী বলেন,''বন্যা শেষ হলে আমরা পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ একসঙ্গে প্রকাশ করব৷ আর যেসব এলকায় বন্যার পানি নেমে গেছে, সেখানকার ক্ষয়ক্ষতির হিসাবও পুরোটা তখন জানা যাবে৷ এখন ওইসব এলাকায় পুনর্গঠনের কাজ চলছে৷‘‘
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া ডয়চে ভেলেকে বলেন,‘‘উত্তরবঙ্গ এবং মধ্যাঞ্চলে এখনো বন্যা আছে৷ গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ ফরিদপুর, শরিয়তপুর, রাজবাড়ি ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে৷ জামালপুর ও গাইবান্ধার পরিস্থিতি সবচেয়ে খারাপ৷ আগামী ২৪ ঘন্টায় লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী নতুন করে প্লাবিত হতে পারে৷''
তিনি জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলায় দু-এক দিনে বন্যা পরিস্থিতির হয়তো কিছুটা অবনতি ঘটবে৷ তবে শুক্র-শনিবার থেকে সব জেলায়ই বন্যার পানি কমতে শুরু করবে৷ আগামী সপ্তাহে সব জায়গায়ই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে৷‘‘
ভারতের আসাম, উত্তর পশ্চিম বঙ্গ ও মেঘালয়ে এবার প্রচুর বৃষ্টিপাতই এবার বাংলাদেশ বন্যার কারণ৷ এখনো কোথাও কোথায় বৃষ্টি হচ্ছে৷ এই পানি প্রধানত নদীর ঢল হয়ে এসে বাংলাদেশের বিভিন্ন এলাকা প্লাবিত করে৷ আর সিলেট ও সুনামগঞ্জে পাহাড়ি ঢল হিসেবে আসে৷
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, গত ১০ জুলাই থেকে এপর্যন্ত ১৩ দিনেবন্যা ও বন্যার কারণে ৯৪ জন মারা গেছেন৷ এর মধ্যে পানিতে ডুবে সর্বোচ্চ ৭৬ জনের মৃত্যু হয়েছে৷ বজ্রপাতে ৭ জন এবং সাপের কামড়ে ৮ জন মারা গেছেন৷ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজার৷
ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে, এপর্যন্ত বন্যা দুর্গতদের মধ্যে প্রায় ২৬ হাজার টন চাল, ৪ কোটি ২৮ লাখ টাকা, এক লোক ৮ হাজার প্যাকেট শুকনো খাবার, সাড়ে ৮ হাজার তাঁবু, আড়াই হাজার বান্ডিল ঢেউ টিন বিতরণ করা হয়েছে৷ আর ঘর বানানো ও মেরামতের জন্য দেয়া হয়েছে ৭৮ লাখ টাকা৷