বিশ্ব, প্যারিস, হামলা, আইএস, ঘৃণা, ফেসবুক, ইউটিউব
‘ইসলামিক স্টেট' বা আইএস-এর হামলায় স্ত্রীকে হারিয়েছেন আন্তোনিন লেরিস৷ ১২ বছরের ভালোবাসার পরিণতিতে বিয়ে, বিয়ের পর প্রথম সন্তান আইএস-এর গুলিতে সব ছেড়ে গেলেন হেলেন মুইয়াল-লেইরিস৷ আন্তোনিন হারালেন তাঁর প্রেম, তাঁর জীবনসঙ্গিনী৷ ১৭ মাস বয়সেই মা-হারা হলো সন্তান৷
অন্য কেউ হলে শোকে কাতর হতেন৷ আন্তোনিনও শোকাহত৷ তবে কাতর হতে রাজি নন৷ রক্তপিপাসু যুদ্ধবাজদের প্রতি মুখে কোনো ঘৃণাও জানাননি৷ ফেসবুকে শুধু স্ট্যাটাস দিয়েছেন তথাকথিত আইএস-কে উদ্দেশ্য করে৷ আন্তোনিন লিখেছেন, ‘‘আমি তোমাদের ঘৃণার পুরস্কার দেবো না৷''
ফরাসি ভাষায় লেখা সেই স্ট্যাটাস ২ লক্ষ ১২ হাজার ৯০৬ বার শেয়ার হয়েছে৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যম লুফে নিয়েছে ফরাসি তরুণের হৃদয় নিংড়ানো অনুভূতিগুলো৷
আন্তোনিন মনে করেন, আইএস মানুষ হত্যা করে ভীতি ছড়ানোর জন্য৷ তারা চায়, সবাই তাদের ঘৃণা করুক, ভয় পেয়ে, ঘৃণাভরে স্বাভাবিক জীবন থেকে সরে যাক৷ তাই আন্তোনিন লিখেছেন, ‘‘(আইএস) তোমাদের আমি ঘৃণা পুরস্কার দেবো না৷ তোমরা তো চাও সবাই প্রতিক্রিয়া ব্যক্ত করুক৷ অনেকে না বুঝে অনেকে ক্রোধও প্রকাশ করে৷ সে কারণেই তো আজ যা হতে চেয়েছো তা তোমরা হয়েছো৷''
তাই স্ত্রী হারানোর বেদনা, মাতৃহারা সন্তান প্রতিপালনের কষ্ট কাউকে বুঝতেই দেবেন না আন্তোনিন৷ তাঁর স্বপ্ন, পেলেপুষে ১৭ মাসের ছেলেকে তিনি বড় করবেন, আর তখন, ‘‘ওর জীবনের প্রতিটি দিনে ও ওর আনন্দ আর স্বাধীনতা দিয়ে তোমাদের (আইএস) লজ্জা দেবে৷ তোমরা তো ঘৃণারও যোগ্য নও!''
বাস্তব জীবনে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সেরা ফুটবলার কিনা – তা নিয়ে বিতর্ক থাকতে পারে৷ তবে ফেসবুকে তিনি অন্যতম সেরা৷ ভক্তের সংখ্যা দশ কোটির বেশি৷ ফেসবুক এবং টুইটারে জনপ্রিয় এরকম আরো কয়েক তারকাকে নিয়ে ছবিঘর৷
ছবি: Reutersফেসবুকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ রেয়াল মাদ্রিদের হয়ে খেলা এই পর্তুগিজ তারকার ফেসবুক ভক্তের সংখ্যা দশ কোটির বেশি৷ টুইটারে তাঁর অনুসারী তিন কোটি৷
ছবি: picture-alliance/dpaআর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি গত বছর ফিফার বিশ্বসেরা খেতাবটি জিততে পারেননি৷ সেটা নিয়েছেন রোনাল্ডো৷ ফেসবুকেও মেসি তাঁর পেছনে রয়েছেন৷ ভক্তের সংখ্যা সাড়ে সাত কোটির মতো৷ তবে টুইটারে মেসির ভক্ত মাত্র ২০ লাখ৷
ছবি: Reutersরোনাল্ডো বা মেসির পর্যায়ে না পৌঁছালেও দ্রুত এগিয়ে যাচ্ছেন নেইমার৷ ২২ বছর বয়সি এই ব্রাজিলীয় ফুটবল তারকার ভক্তের সংখ্যা প্রায় পাঁচ কোটি৷ টুইটারে চতুর্থ জনপ্রিয় ক্রীড়াবিদ তিনি৷
ছবি: picture-alliance/dpa/R. Ghementফুটবল ক্যারিয়ারের ভালো সময়গুলো সম্ভবত ইতোমধ্যে পার করে ফেলেছেন কাকা (ছবিতে স্ত্রী ক্যারোলিনের সঙ্গে কাকা)৷ ৩২ বছর বয়সি এই তারকার টুইটার অনুসারীর সংখ্যা দুই কোটির বেশি৷ মাইক্রো ব্লগিং সাইটটিতে দ্বিতীয় জনপ্রিয় ক্রীড়াবিদ তিনি৷ আর ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা প্রায় চার কোটি৷
ছবি: picture-alliance/dpaসামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়দের তালিকায় শুরুর দিকে অধিকাংশই ফুটবলার৷ ব্যতিক্রম শুধু এনবিএ সুপারস্টার লিব্রন৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা সোয়া দুই কোটির মতো, আর টুইটারে দেড় কোটির বেশি৷
ছবি: Getty Imagesপ্রথমে খারাপ ছিল ফর্ম, এখন ইনজুরির কবলে৷ বিশ্বকাপ জয়ী জার্মান দলের তারকা মেসুত ও্যজিল বর্তমানে সম্ভবত কঠিন সময় পার করছেন৷ তবে সময়টা তিনি দিব্যি কাটিয়ে দিতে পারেন অনলাইন ভক্তদের সঙ্গে৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা প্রায় তিন কোটি, টুইটারে প্রায় ১ কোটি৷
ছবি: picture-alliance/dpaবিশ্বের সবচেয়ে দ্রুততম মানব ইউসেইন বোল্ট অনলাইন জগতে বেশ পিছিয়ে আছেন৷ ফেসবুকে তাঁর ভক্তের সংখ্যা মাত্র ১৬ মিলিয়ন! আর টুইটারে সাড়ে তিন মিলিয়নের মতো৷
ছবি: Getty Imagesফুটবল মাঠে খেলোয়াড়ের বেশে এখন আর দেখা যাচ্ছে না ডেভিড বেকহামকে৷ তবে তাই বলে ইংল্যান্ড দলের সাবেক এই অধিনায়কের ফেসবুক জনপ্রিয়তায় ভাটা পড়েনি৷ ফেসবুকে পাঁচ কোটি ভক্ত রয়েছে তাঁর৷
ছবি: Reuters