1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৭ মাস পর পর্যটকরা যেতে পারবেন সৌদিতে

৩০ জুলাই ২০২১

করোনার কারণে গত ১৭ মাস পর্যটকদের জন্য দরজা বন্ধ রেখেছিল সৌদি আরব। আবশেষে তা খুলল। তবে আগ্রহীদের করোনার টিকা নেয়া থাকতে হবে।

প্রতীকী ছবি। ছবি: Karim Sahib/AFP/Getty Images

পর্যটকদের জন্য দরজা আগামী ১ অগাস্ট থেকে খুললেও এখনো বিদেশিদের উমরাহ যাত্রার উপর থেকে নিষেধাজ্ঞা তোলেনি সৌদি। প্রতি বছর লাখ লাখ মুসলিম উমরাহ করতে সৌদি যান। সৌদি আরবের সংবাদসংস্থা পর্যটন মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, ১ অগাস্ট থেকে বিদেশি পর্যটকরা টুরিস্ট ভিসা নিয়ে সেখানে যেতে পারবেন। তবে পর্যটকদের মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের টিকার ডোজ শেষ করতে হবে। সৌদিতে গেলে তাদের আর কোয়ারান্টিনে থাকতে হবে না। তাদের অন্তত ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকতে হবে।

২০১৯ থেকে সৌদি আরব পর্যটকদের জন্য ভিসা দিতে শুরু করে। তারপর থেকে ২০২০-র মার্চ পর্যন্ত চার লাখ পর্যটক সেখানে গেছেন। কিন্তু তারপর করোনার জন্য সৌদির দরজা পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। এমনকী হজ ও উমরাহের জন্যও বিদেশিদের ঢুকতে দেয়া হয়নি। এখন কেবল টিকা নেয়া সৌদি বাসিন্দারাই উমরাহ করতে পারেন।

সৌদির তিন কোটি ৫০ লাখ মানুষের মধ্যে দুই কোটি ৬০ লাখ ভ্যাকসিন পেয়েছেন। ১ অগাস্ট থেকে সরকারি বা বেসরকারি সংস্থায় ঢোকার জন্য টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদনের জায়গাতেও টিকা না নিলে ঢোকা যাবে না।

সৌদি আরবে মোট পাঁচ লাখ ২৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন, মারা গেছেন আট হাজার ২১৩ জন।

জিএইচ/এসজি(এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ