করোনার কারণে গত ১৭ মাস পর্যটকদের জন্য দরজা বন্ধ রেখেছিল সৌদি আরব। আবশেষে তা খুলল। তবে আগ্রহীদের করোনার টিকা নেয়া থাকতে হবে।
বিজ্ঞাপন
পর্যটকদের জন্য দরজা আগামী ১ অগাস্ট থেকে খুললেও এখনো বিদেশিদের উমরাহ যাত্রার উপর থেকে নিষেধাজ্ঞা তোলেনি সৌদি। প্রতি বছর লাখ লাখ মুসলিম উমরাহ করতে সৌদি যান। সৌদি আরবের সংবাদসংস্থা পর্যটন মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে বলেছে, ১ অগাস্ট থেকে বিদেশি পর্যটকরা টুরিস্ট ভিসা নিয়ে সেখানে যেতে পারবেন। তবে পর্যটকদের মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের টিকার ডোজ শেষ করতে হবে। সৌদিতে গেলে তাদের আর কোয়ারান্টিনে থাকতে হবে না। তাদের অন্তত ৭২ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকতে হবে।
২০১৯ থেকে সৌদি আরব পর্যটকদের জন্য ভিসা দিতে শুরু করে। তারপর থেকে ২০২০-র মার্চ পর্যন্ত চার লাখ পর্যটক সেখানে গেছেন। কিন্তু তারপর করোনার জন্য সৌদির দরজা পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়। এমনকী হজ ও উমরাহের জন্যও বিদেশিদের ঢুকতে দেয়া হয়নি। এখন কেবল টিকা নেয়া সৌদি বাসিন্দারাই উমরাহ করতে পারেন।
সৌদি নাগরিকদের যেসব দেশে ভ্রমণ করা নিষেধ
পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এ মুহূর্তে কয়েকটি দেশে যাওয়া সৌদি আরবের নাগরিকদের জন্য নিষিদ্ধ৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Fayez Nureldine/AFP/Getty Images
হঠাৎ ঘোষণা...
জুলাইর শেষ সপ্তাহে কয়েকটি দেশে ভ্রমণ সাময়িকভাবে শুধু নিষিদ্ধ করেছে সৌদি সরকার৷ আরো বলেছে সেসব দেশে গেলে তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘‘এসব দেশে গিয়েছেন এমন প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে৷ দেশে ফেরার পর বড় অঙ্কের জরিমানা করার পাশাপাশি তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হবে তাদের বিরুদ্ধে৷’’
ছবি: Fayez Nureldine/AFP/Getty Images
যে কারণে নিষেধাজ্ঞা
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, যেসব দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, সেসব দেশে ভ্র্রমণের বিষয়েই এই কড়াকড়ি৷
ছবি: Fayez Nureldine/AFP/Getty Images
আর্জেন্টিনা
এ মুহূর্তে সৌদি আরবের নাগরিকরা দক্ষিণ অ্যামেরিকার দেশ আর্জেন্টিনাতেও যেতে পারবেন না৷ সেখানে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে৷
ছবি: Natacha Pisarenko/AP Photo/picture alliance
ভারত
এই মুহূর্তে যেসব দেশে সৌদি আরবের নাগরিকরা যেতে পারবেন না, সেসব দেশের তালিকার ওপরের দিকেই রয়েছে ভারত৷ দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত চার লাখ ২২ হাজারেরও বেশি মানুষ মারা গেছে৷
ছবি: Mahesh Kumar A./AP Photo/picture alliance
ব্রাজিল
আর্জেন্টিনার প্রতিবেশী দেশ ব্রাজিলের করোনা পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো হলেও এখনো ভয়াবহ৷ সে দেশে সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষের প্রাণ গেছে করোনায়৷
ছবি: Andre Penner/AP Photo/picture alliance
মিশর
মিশরের করোনায় মৃতের সংখ্যা অনেক দেশের তুলনায় বেশ কম, মাত্র সাড়ে ১৬ হাজারের মতো৷ তবে সেখানেও হানা দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট৷
ছবি: Ahmed Gomaa/Photoshot/picture alliance
যুক্তরাষ্ট্র
সৌদি নাগরিকদের জন্য এ মুহূর্তে ‘নিষিদ্ধ’ তালিকায় সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র৷ সেখানে করোনায় আক্রান্ত হয়ে ছয় লাখেরও বেশি মানুষ মারা গেছেন৷
ছবি: Ryan M. Breeden/Planetpix/ZUMAPRESS/picture alliance
ইন্দোনেশিয়া
এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯০ হাজারেরও বেশি মানুষ৷
ছবি: Willy Kurniawan/REUTERS
সাউথ আফ্রিকা
সাউথ আফ্রিকাতেও করোনা পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ৷ সেখানে করোনা ভাইরাসের কাছে হার মেনেছেন ৭০ হাজারেরও বেশি মানুষ৷
ছবি: Rodger Bosch/AFP/Getty Images
পাকিস্তান, তুরস্ক ও অন্যান্য...
সৌদি আরবে এ পর্যন্ত আট হাজারের বেশি মানুষ করোনা সংক্রমণে মারা গেছেন৷ নতুন ভ্যারিয়েন্ট ঢুকে পরিস্থিতি যাতে আরো খারাপ না করে, তা নিশ্চিত করতেই কিছু দেশে ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করছে সরকার৷ পাকিস্তান, আফগানিস্তান, ইথিওপিয়া, তুরস্ক, ভিয়েতনাম এবং সংযুক্ত আরব আমিরাতও আছে সেই তালিকায়৷
ছবি: Akhtar Soomro/REUTERS
10 ছবি1 | 10
সৌদির তিন কোটি ৫০ লাখ মানুষের মধ্যে দুই কোটি ৬০ লাখ ভ্যাকসিন পেয়েছেন। ১ অগাস্ট থেকে সরকারি বা বেসরকারি সংস্থায় ঢোকার জন্য টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদনের জায়গাতেও টিকা না নিলে ঢোকা যাবে না।
সৌদি আরবে মোট পাঁচ লাখ ২৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন, মারা গেছেন আট হাজার ২১৩ জন।