1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৮ তলা ভাঙলো কয়েক সেকেন্ডে

২১ মার্চ ২০১৭

বহুতল ভবনটি ছিল বন শহরের একটি ল্যান্ডমার্ক৷ ২৫০ কিলোগ্রাম বিস্ফোরক দিয়ে নিয়ন্ত্রিতভাবে ভবনটিকে উড়িয়ে দেওয়া হলো রবিবার৷ পড়ে থাকল ধুলোর মেঘের নীচে ভাঙাচোরা ইস্পাত আর কংক্রিট৷

১৮ তলা ভাঙলো কয়েক সেকেন্ডে
ছবি: Reuters/T. Schmuelgen

বন যখন জার্মানির রাজধানী, সে আমলে জার্মানিকে বলা হতো বনের প্রজাতন্ত্র৷ ১৯৬৯ সালে নির্মিত বন সেন্টার ছিল সেই বন প্রজাতন্ত্রের এক দৃশ্যমান প্রতীক৷ চ্যান্সেলরের দপ্তরের কাছে, রয়টার ব্রিজের পাশে, রেললাইনের ধারে ৬০ মিটার উঁচু একটি ১৮ তলা বাড়ি৷

সেই ১৮ তলা বাড়ির মাথার উপরে ছিল মার্সিডিজ বেঞ্জ কোম্পানির প্রতীক সেই তারা, যা মিনিটে দু'বার করে ঘুরতো৷ বাড়ি ভাঙার আগে সবার আগে সরানো হয় বন শহরের সেই তারকা৷

Spectacular blasting operation in Bonn

01:14

This browser does not support the video element.

বন সেন্টার বাড়িটিতে ছিল নানা দূতাবাস ও সংবাদপত্রের অফিস, এছাড়া একটি হোটেল ও অ্যাম্বাস্যাডার নামের একটি রেস্টুরেন্ট যেখানে উইলি ব্রান্ড, হেলমুট স্মিট ও হেলমুট কোল, এই তিনজন সাবেক চ্যান্সেলর খানা খেয়েছেন৷

রবিবার সকালে  অকুস্থলের ২০০ মিটারের মধ্যে সব যানবাহন বন্ধ থাকে৷ বেলা এগারোটায় একটা চাপা বিস্ফোরণের শব্দ; তারপর কয়েক সেকেন্ডের মধ্যে কাত হয়ে পড়ে বন শহরের ল্যান্ডমার্ক৷ ধুলোর মেঘে সব কিছু ঢেকে যায়৷ একটি নিখুঁত ব্লাস্টিং ও ডেমোলিশান৷ এখন তার জায়গায় আসবে একটি কমার্শিয়াল কমপ্লেক্স, যার কেন্দ্রে থাকবে একটি ১০০ মিটার উঁচু বাড়ি৷

ইতিহাস গড়তে যা সময় লাগে, ভাঙতে ঠিক ততটা নয় – কে যেন মন্তব্য করছিলেন...?

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ