1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৯ ডিসেম্বর ২০১২

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র নেতৃত্বে ১৮ দলের অবরোধে ব্যাপক সংঘাত এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে ঢাকা ও ঢাকার বাইরে অন্তত: ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ তবে বিএনপি দাবী করেছে সারাদেশে মোট ৪ জন নিহত হয়েছে৷

Activists of the Bangladesh Nationalist Party (BNP) shout slogans as they set fire to tyres during a nationwide blockade in Dhaka December 9, 2012. Police fired rubber bullets and tear gas to disperse protesters staging blockades across Bangladesh on Sunday as part of an opposition campaign for an independent caretaker administration to oversee next year's national election.REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

অন্যদিকে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই সহিংসতার জন্য বিএনপিকেই দায়ী করেছেন৷

আট ঘণ্টার এই অবরোধ ভোর থেকেই ঢাকাসহ সারা দেশে সহিংস রূপ নেয়৷ ঢাকার পান্থপথ, কারওয়ান বাজার, নয়াপল্টন, শ্যামপুর, গাবতলী, সায়েদাবাদ, পুরনো ঢাকাসহ অনেক জায়গায়ই অবরোধ সমর্থকদের সাঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়৷ অবরোধকারীরা পুলিশের গাড়িসহ বাস, ট্রাক এবং মিনিবাসে হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়৷ আর পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়৷ তারা গুলি, রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছোঁড়ে৷ আর মাঠে ছিল অবরোধ বিরোধীরাও৷ দফায় দফায় সংঘর্ষে রাজধানীর কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়৷

পুরনো ঢাকায় পিকেটার সন্দেহে বিশ্বজিত সাহা নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ জানা গেছে ওই এলাকায় কয়েকটি বোমা বিস্ফোরিত হলে অবরোধ বিরোধীরা তাকে আটক করে গণপিটুনি দেয়৷

সংঘর্ষের সময় পুলিশছবি: Reuters

ঢাকার বাইরে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবরোধ সমর্থক এবং অবরোধ বিরোধীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ সংঘর্ষে ওয়ারেস আলী নামে একজন নিহত হয়েছে৷ তিনি জামায়ত সমর্থক বলে জানা গেছে৷ এছাড়া চট্রগ্রাম, খুলনা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মুন্সীগঞ্জ, নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত, সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ এছাড়া বিমানবন্দর এলাকায় অবরোধের সময় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছে৷

অবরোধ শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবী করেন অবরোধ চলাকালে মোট ৪ জন নিহত হয়েছে৷ তিনি সংঘাত এবং নাশকতার জন্য সরকারকেই দায়ী করেন৷

এর জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, নাশকতা এবং সংঘাতের জন্য বিএনপি-জামায়াত জোট দায়ী৷ তারা এর মধ্য দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়৷

নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপি'র নেতৃত্বে ১৮ দল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ