1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৯ ঘণ্টায় মহাকাশ কেন্দ্রে স্পেসএক্স-এর ড্রাগন

১ জুন ২০২০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যাত্রা শুরুর ১৯ ঘণ্টা পর রবিবার ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৪২২ কিলোমিটার উঁচুতে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, আইএসএস-এ পৌঁছেছেন দুই মার্কিন নভচারী৷

Screenshot NASA Live | SpaceX dockt an ISS an
ছবি: youtube/Nasa

বেসরকারি কোম্পানি স্পেসএক্স-এর তৈরি ‘ক্রু ড্রাগন' মহাকাশযানে করে আইএসএস-এ পৌঁছেন নাসার নভচারী ডুগ হার্লে ও বব বেনকেন৷ ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা৷

স্পেসএক্স-এরই তৈরি ফ্যালকন রকেটে করে ক্রু ড্রাগন ফ্লরিডা থেকে রওয়ানা হয়েছিল৷

ক্রু ড্রাগন খুব ভালোভাবে ডক করেছে বলে জানিয়েছেন হার্লে ও বেনকেন৷ তাঁরা এক থেকে চার মাস আইএসএস-এ থাকবেন৷


এই প্রথমবারের মতো বেসরকারি কোনো কোম্পানির তৈরি মহাকাশযানে করে আইএসএস-এ গেলেন নভচারীরা৷

এছাড়া ২০১১ সালে নাসার স্পেস শাটল কর্মসূচি বন্ধ হওয়ার পর এই প্রথম মার্কিন নভচারীরা রাশিয়ার সহায়তা ছাড়া মহাকাশ কেন্দ্রে পৌঁছলেন৷

স্পেস শাটল কর্মসূচি বন্ধের পর রাশিয়ার সয়ুজ যানে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাতায়াত করছিলেন যুক্তরাষ্ট্রের নভচারীরা৷

স্পেসএক্স-এর তৈরি ক্রু ড্রাগন স্ৱয়ংক্রিয়ভাবে আইএসএস-এ ডক করতে পারে৷ এছাড়া এটি চালাতেও নভচারীদের খুব বেশি সক্রিয়তার প্রয়োজন হয় না৷

নাসা আশা করছে, স্পেসএক্স-এর সঙ্গে সহযোগিতা ভবিষ্যতে চাঁদ ও মঙ্গলগ্রহ পর্যন্ত ছড়িয়ে পড়বে৷

বিমান তৈরির প্রতিষ্ঠান বোয়িং-ও মহাকাশযান তৈরির চেষ্টা চালাচ্ছে৷ আগামী বছর এটি চালু হতে পারে৷

জেডএইচ/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ