1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৯ মাস পর ক্যানাডা সীমান্ত খুললো অ্যামেরিকা

১৩ অক্টোবর ২০২১

গত ১৯ মাস ধরে বন্ধ থাকার পর ক্যানাডা সীমান্ত খোলার সিদ্ধান্ত নিল অ্যামেরিকা। খুলছে মেক্সিকো সীমান্তও।

ক্যানাডা সীমান্ত খুলছে অ্যামেরিকা।ছবি: Getty Images/AFP/D. Emmert

করোনার কারণে এতদিন ক্যানাডা সীমান্ত বন্ধ রেখেছিল অ্যামেরিকা। নভেম্বরের শুরু থেকে তা খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে ক্যানাডা থেকে যারা অ্যামেরিকায় আসবেন, তাদের ভ্যাকসিনের দুইটি ডোজ নিতে হবে। ২০০০ সালের মার্চে ক্যানাডা সীমান্ত বন্ধ করেছিল অ্যামেরিকা।

একইরকমভাবে মেক্সিকো সীমান্তও খুলছে অ্যামেরিকা। যারা ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়েছেন, তারা এবার জরুরি নয় এমন কাজের জন্যও অ্যামেরিকায় আসতে পারবেন।

বিচারকের সিদ্ধান্ত

অ্যামেরিকার বিমানসংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স সব কর্মীকে বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন নিতে বলে। ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, কেউ ভ্যাকসিন না নিতে চাইলে তাদের বেতনহীন ছুটি নিতে হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন ছয় জন কর্মী। টেক্সাসের বিচারক সিদ্ধান্ত নিয়েছেন, ধর্মীয় কারণে কেউ ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে ছাড় পেলে তাদের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নিতে পারবে না বিমানসংস্থা। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

জিএইচ/এসজি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ