1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১% ধনী ১৬% কার্বন নিঃসরণের জন্য দায়ী?

৬ নভেম্বর ২০২১

২০৩০ সালের মধ্যে বিশ্বের ১% শীর্ষ ধনী পুরো পৃথিবীর ১৬% কার্বন নিঃসরণের জন্য দায়ী হবেন৷ শুক্রবার আন্তর্জাতিক সংস্থা অক্সফাম ও স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউট এমন প্রতিবেদন প্রকাশ করেছে৷

Monaco I Luxusboote während der Monaco Yacht Show
ছবি: Eric Gaillard/REUTERS

প্রতিবেদন অনুযায়ী, প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক উষ্ণায়ন প্রাকশিল্পযুগের চেয়ে দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার ক্ষেত্রে এমন নিঃসরণের ধারা বাধা হয়ে দাঁড়াবে৷ 

প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘বিশ্বের শীর্ষ ধনীদের কার্বন নিঃসরণের এমন ধারা অব্যাহত থাকা মানে হল, প্রাকশিল্পযুগ থেকে তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে বাকি বিশ্বকে অনেকটাই কার্বন নিঃসরণ কমাতে হবে৷ আর কোন বিকল্প নেই৷''

জলবায়ু সম্মেলন কপ২৬-এ প্রতিবেদনটি উত্থাপন করা হয়৷

অক্সফামের প্রতিবেদনটিতে দেখানো হয়েছে, ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শীর্ষ এক শতাংশ ধনী যে পরিমাণ কার্বন ব্যবহার করেছেন, তা গরিব বিশ্বের অর্ধেক জনসংখ্যার ব্যবহারের দ্বিগুণ৷ তারা বলছে, ২০৩০ সালে তাদের এই কার্বন ব্যবহারের মাত্রা ১৯৯০ সালের মাত্রার চেয়ে ২৫ ভাগ বাড়বে৷

এই মাত্রা প্যারিস চুক্তিতে অনুমিত মাথাপিছু মাত্রার চেয়ে ৩০ গুণ বেশি৷

ব্রিটিশ প্রতিষ্ঠান অক্সফামের ক্লাইমেট পলিসি প্রধান নাফকোটে ডাবি বলেন, ‘‘একটা ছোট এলিট শ্রেণি দূষণের ফ্রি পাস নিয়ে ঘুরছে৷’’

প্রতিবেদনটি আরো বলছে, ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণের এই ‘এলিট' শ্রেণির সদস্যের সংখ্যায় চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে৷

অ্যালেক্স বেরি/জেডএ

গরিব, দিনমজুরদের টাকা নিয়ে বাঁধ সংস্কার

02:32

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ