1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১১-র জানুয়ারিতে জার্মানিতে কী ঘটছে

৫ জানুয়ারি ২০১১

নজর দেওয়া যেতে পারে সারব্রুকেনে একটি চলচ্চিত্র উৎসবের দিকে৷ অথবা আসবাবপত্রের বিকল্প ডিজাইন নিয়ে কোলোনে প্রদর্শনীর দিকে৷ আর বার্লিনের ফ্যাশান উইক তো আছেই৷

Visitors, look, giant, Europet, Swiss, artist, Sylvie, Fleury, Geneva, Museum, Applied, Art, Cologne, western, Germany, sculpture, world, fashion, female, face, exhibition, কোলোন, মিউজিয়াম, এ্যাপ্লায়েড, আর্টস, প্রদর্শনী, ২০১১, জানুয়ারি, জার্মানি,
কোলোনের মিউজিয়াম অফ এ্যাপ্লায়েড আর্টস এর একটি প্রদর্শনীছবি: AP

সারব্রুকেনের মাক্স ওফুলস চলচ্চিত্র উৎসব

প্রতিবছর জানুয়ারিতে জার্মান ভাষাভাষী ফিল্মমেকাররা - অর্থাৎ জার্মান, সুইশ এবং অস্ট্রীয় ছবি-নির্মাতারা - তাঁদের সর্বাধুনিক ছবি দেখানোর একটা সুযোগ পান : সারব্রুকেনের মাক্স ওফুলস ফেস্টিভালে৷ এ'বছর বাছাই'এর জন্য জমা পড়েছিল ৫০০টি ছবি৷ ফিচার ফিল্ম পর্বে ১৬টি এবং বেস্ট শর্ট ফিল্ম পর্বে আরো ১৬টি ছবি বাছাই করা হয়েছে৷ এর মধ্যে অনেক ছবিই প্রথমবার প্রদর্শিত হচ্ছে৷ এ'বছরের ফেস্টিভাল চলবে ১৭ই থেকে ২৩শে জানুয়ারি৷ মনে রাখা দরকার, ফ্লোরিয়ান হেঙ্কেল ফন ডনার্সমার্ক তাঁর ‘‘ডোবারম্যান'' স্বল্পদৈর্ঘের ছবিটির জন্য ২০০০ সালে সারব্রুকেনে প্রথম পুরস্কার লাভ করেন৷ সাত বছর পরে তাঁর ‘‘অন্যদের জীবন'' ছবিটি শ্রেষ্ঠ বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কার জয় করে৷

ভেনিসের জলে ভেজা কাঠ থেকে আসবাব

ভেনিসের লাগুনের জলে গাড়া খুঁটির কাঠ থেকে আধুনিক আসবাবপত্র তৈরি করার কথা ভাবতে পারেন, একেবারে অতীত থেকে সটান ভবিষ্যতে? ইটালির একটি আসবাবপত্র তৈরি করার কোম্পানি ২৯ জন আধুনিক ডিজাইনারকে ঠিক সেই কাজটাই দেয়৷ শত শত বছরের পুরনো, জলে ভেজা ওক কাঠের গুঁড়ি থেকে তৈরি হয় চেয়ার, টেবিল এবং ভাস্কর্য৷ কোলোনের মিউজিয়াম অফ এ্যাপ্লায়েড আর্টস এই সব মহার্ঘ বস্তু দেখাচ্ছে আন্তর্জাতিক আসবাব মেলার অবকাশে, ১৭ই থেকে ২৩শে জানুয়ারি৷ এ ধরণের অন্যান্য নানা প্রদর্শনী ও ‘ইভেন্ট'-ও থাকবে সেই সঙ্গে৷

ফরাসি 'কুতুর', ইটালীয় ‘মোডা', কিন্তু জার্মান ফ্যাশন?

এককালে ভাবাই শক্ত ছিল যে, পুরু উলের মোজা আর বিশেষ আকারের স্বাস্থ্যজনক বির্কেনস্টক চপ্পল পরা এই জার্মানরাও হালফ্যাশান দেখাতে পারে৷ কিন্তু বার্লিন ফ্যাশন উইক এখন ধীরে ধীরে মিলান, প্যারিস, লন্ডনের পাশে তার জায়গা করে নিচ্ছে৷ ১৯শে জানুয়ারি থেকে ২৩শে জানুয়ারি হালের জার্মান ফ্যাশান ডিজাইন এবং ডিজাইনারদের দেখতে পাওয়া যাবে রাজধানীর বিভিন্ন ক্যাটওয়াকে৷ দেখানো হবে ২০১১ সালের জন্য হৈমন্তী এবং শীতের ফ্যাশান৷ জোর দেওয়া হবে ‘‘ইকো-ফ্যাশান'', অর্থাৎ ফেয়ার ট্রেড এবং ‘অর্গানিক' পদার্থ থেকে সৃষ্ট কাপড় এবং টেক্সটাইলের ওপর৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ