1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১১ সালের মধ্যে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি

১১ ডিসেম্বর ২০১০

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বিস্তৃত মুক্তি বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে ভারত৷ আশা করা হচ্ছে, আগামী বছরের শুরুতেই এই চুক্তি স্বাক্ষর করা হবে৷ ব্রাসেলসে শুক্রবার দুই পক্ষের শীর্ষ বৈঠক থেকে বেরিয়ে এসেছে এই তথ্য৷

ব্রাসেলসে ইউরোপীয় কমিশের প্রধান বারোসো ও ইইউ কাউন্সিলের প্রসেডিন্ট রম্পুই’র সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংছবি: AP

মুক্ত বাণিজ্য চুক্তি

ভারতের সঙ্গে ইইউ অঞ্চলের দেশসমুহের বাণিজ্য প্রবাহের বর্তমান পরিমাণ বেশ কয়েক বিলিয়ন ইউরো৷ দুই অঞ্চলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে এই বাণিজ্য প্রবাহ আরো বাড়ার সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা৷ ব্রাসেলসে শুক্রবার ইইউ এবং ভারতের শীর্ষ বৈঠকে তাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে এই সম্ভাব্য চুক্তি৷ ইতিমধ্যে চুক্তির বিষয়াদি অনেকটাই সম্পন্ন করেছেন দুই পক্ষ৷ ইউরোপীয় কমিশনের প্রধান জোসে মানুয়েল বারোসো এই প্রসঙ্গে বলেন, আগামী মাস কিংবা আগামী বছরের শুরুর দিকে আমরা এই এই বিষয়ে আলাপ-আলোচনা শেষ করতে চাই৷ ২০১১ সালের মধ্যেই আমরা এই চুক্তি সম্পন্ন করবো৷

ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট হারমান ফন রম্পুইও এই মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, এটি হবে ইউরোপীয় ইউনিয়নের সম্পাদিত সবচেয়ে বড় চুক্তি এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় দ্বিপাক্ষিক সমঝোতা৷

ভারতের মন্তব্য

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মনে করছেন এই চুক্তি দুই পক্ষের জন্য প্রচুর সম্ভাবনা বয়ে আনবে৷ তিনি বলেন, ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে আমাদের দু'পক্ষই অনেক চেষ্টা করেছে৷ আমরা এই জটিল প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছি৷ ২০১১ সালের শুরুতেই এই চুক্তি সম্পন্ন করতে আমরা আমাদের কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়েছি৷

অবশ্য কোন কোন মহল প্রশ্ন তুলেছে যে, এই চুক্তির ফলে ভারতের ক্ষুদে কৃষকরা বা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন৷ মনমোহন সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন৷

পাকিস্তানি ইস্যুতে দ্বিমত

বন্যাবিধ্বস্ত পাকিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারে নির্দিষ্ট সময়সীমার জন্য পাকিস্তান থেকে রপ্তানিকৃত কিছু পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন৷ কিন্তু অন্য যেসব দেশ একইধরণের পণ্য ইউরোপে রপ্তানি করে, সেসব দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিওতে এই বিষয়ে আপত্তি জানিয়েছে৷ এদের মধ্যে ভারতও রয়েছে৷ ব্রাসেলসে শুক্রবারের আলোচনায় এই বিষয়টি উঠে আসলেও, দু'পক্ষ কোন সমঝোতায় পৌঁছাতে পারেনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ