1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১১ সালে আজম, অজিত, ভুপেন ছেড়ে গেছেন আমাদের

২৯ ডিসেম্বর ২০১১

বিদায় নিতে চলল ২০১১৷ গত ১২ মাসে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে ঘটে গেছে বহু উল্লেখযোগ্য ঘটনা৷ বেশ কিছু খ্যাতিমান সংগীত শিল্পী চিরবিদায় নিয়েছেন এ বছর৷ রেখে গেছেন অসাধরণ সব গান৷

Symbolbild Konzert
প্রতীকী ছবিছবি: Fotolia/photocreo

৩১ জানুয়ারি ৭৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চির বিদায় নিলেন জেমস বন্ড খ্যাত বিখ্যাত ব্রিটিশ চলচ্চিত্র সংগীতকার ও নির্দেশক জন বেরি৷ ১৫ টি জেমস বন্ড ছায়াছবির মধ্যে ১১ টি ছবিরই আবহ সংগীতের রূপকার জন বেরি৷ ভিন্ন আঙ্গিকের এই সংগীত বিশ্বব্যাপী পায় অসাধারণ সাফল্য ও জনপ্রিয়তা৷

রক, ব্লুজ, আর জ্যাজ সংগীতের সংমিশ্রনে এক নতুন আঙ্গিকের সৃজনশীল সংগীত সৃষ্টি করতে পেরেছিলেন আইরিশ রক গায়ক ও গিটার বাদক গ্যারি মূর৷ ৬ ফেব্রুয়ারি, স্পেন-এর কস্টা ডেল সোল এর একটি হোটেলে ঘুমের মধ্যই মৃত্যুর কবলে ঢলে পড়েন গ্যারি মূর৷

অজিত রায়ছবি: DW

বাংলাদেশের সংগীত জগতের ‘পপ গুরু' হিসেবে খ্যাত আজম খান চির বিদায় নিলেন পাঁচ জুন৷ এই জনপ্রিয় সংগীত শিল্পী দেশজ লোক সংগীত, পল্লিগীতি, আধুনিক অথবা সমাজ সচেতন গানের বিষয়ের সাথে পাশ্চাত্যের পপ শৈলীর মিশ্রন ঘটিয়ে নতুন আঙ্গিকের অসংখ্য গান উপহার দিয়েছেন তাঁর অনুরাগীদের৷

দীর্ঘদিন ধরে দুরারোগ্য ফুসফুসের ক্যান্সারের সংগে লড়াই করে ৪ সেপ্টেম্বর ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের সংগীত জগতের বরেণ্য শিল্পী অজিত রায়৷

পাঁচ নভেম্বর, ৮৬ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন বহুমুখি প্রতিভার অধিকারী সংগীত শিল্পী ভুপেন হাজারিকা৷ সংগীতের এক বিরাট সম্ভার রেখে গেলেন এই জনপ্রিয় সংগীত শিল্পী৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ