1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১২ সালের ইউরোপীয় ফুটবল শিরোপা জিততে চায় জার্মানি

১১ নভেম্বর ২০১১

ইউরো কাপ ২০১২ এগিয়ে আসছে৷ জার্মানি জিততে চায় এই শিরোপা৷ সেকথা বেশ স্পষ্ট করেই জানিয়ে দিলেন জার্মান জাতীয় দলের ক্যাপ্টেন ফিলিপ লাম৷

জার্মান জাতীয় দলের ক্যাপ্টেন ফিলিপ লাম

২০০৮ সালের ইউরো কাপের ফাইনালে জার্মানি হেরে গিয়েছিল স্পেনের কাছে৷ এবং একই দলের কাছে জার্মানি আবারো হেরেছিল ২০১০ সালের বিশ্বকাপের সেমি ফাইনালে৷ বায়ার্ন মিউনিখের খেলোয়াড় এবং জার্মানির জাতীয় দলের ক্যাপ্টেন ফিলিপ লাম বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়েছেন, জার্মানি তার তুখোড় পারফরমেন্স দেখাবে ২০১২ সালে পোল্যান্ড এবং ইউক্রেনে৷ বলা প্রয়োজন, এই দুটি দেশেই যৌথভাবে আয়োজন করা হয়েছে ইউরোপীয় কাপ ২০১২৷

ফিলিপ লাম আরো জানান, ‘‘আমরা দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে আর থাকতে চাই না৷ আমরা আবারো বিজয়ী হতে চাই, টাইটেল জিতে চাই৷ আমি মনে করি স্পেনের সঙ্গে খেলায় যে-সব দুর্বলতা আমাদের ছিল তা আমরা কাটিয়ে উঠেছি৷ আমাদের খেলা এখন আগের চেয়ে অনেক ভাল৷ আমাদের মনোবলও আগের চেয়ে অনেক বেশি দৃঢ়৷ আমাদের দলে এখন বেশ কিছু ভাল খেলোয়াড়ও আমরা পেয়েছি৷''

দ্বিতীয় বা তৃতীয় অবস্থান নয়, ২০১২ সালে বিজয়ী হতে চায় জার্মান দল...ছবি: picture alliance/Pressefoto Ulmer

দলের কোচ ইওয়াখিম ল্যোভ ইউক্রেন এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি টেস্ট খেলায় লামকে রাখছেননা৷ তাঁকে বিশ্রাম দিয়েছেন৷ এতে বেশ অবাক হয়েছেন লাম৷ তিনি জানান, ‘‘আমি অবাক হয়েছি কারণ বিগত বছরগুলোতে আন্তর্জাতিক প্রতিটি খেলায় আমি জার্মানির হয়ে খেলেছি এবং ভালই খেলেছি৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ