1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্নের পাঁচ শিরোপা

২৩ ডিসেম্বর ২০১৩

একটা-দুটো নয়, ২০১৩ সালে বায়ার্ন মিউনিখ শিরোপা জিতেছে পাঁচটি৷ শেষটা জিতলো শনিবার৷ মরক্কোর রাজা কাসাব্লাঙ্কাকে ২-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলের এই জার্মান জায়ান্ট৷

FIFA Klub Weltmeisterschaft Bayern München vs Raja Casablanca
ছবি: ERIC FEFERBERG/AFP/Getty Images

এর আগে ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ, জার্মান লিগ বুন্ডেসলিগা, জার্মান কাপ ও ইউরোপীয় সুপার কাপ জেতে বায়ার্ন৷

দারুণ এই সাফল্যে স্বভাবতই বেশ খুশি বায়ার্নের কোচ ও খেলোয়াড়রা৷ কোচ পেপ গুয়ার্দিওয়ালা বলেছেন, ‘‘এক বছরে পাঁচ শিরোপা বায়ার্নের এক অসাধারণ সফলতা৷ আমি আমার খেলোয়াড় ও সমর্থকদের নিয়ে গর্বিত৷''

আগামীতেও এই সাফল্য ধরে রাখার ব্যাপারে আশাবাদী তিনি৷ ‘‘দুই সপ্তাহের শীতকালীন ছুটি শেষে আমরা যখন ফিরবো তখন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে,'' খেলোয়াড়দের এই কথা মনে করিয়ে দিয়ে গুয়ার্দিওয়ালা ভবিষ্যতের জন্য তাঁদের প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন৷

সে আশা তিনি করতেই পারেন, কেননা বায়ার্নের এই সাফল্যের বেশিরভাগই এসেছে সাবেক কোচ ইয়ুপ হাইঙ্কেসের সময়৷ তাই গুয়ার্দিওয়ালা চাইবেন তাঁর আমলেও যেন বায়ার্ন সাফল্যটা ধরে রাখতে পারে৷

সে পথে যে বায়ার্ন ঠিকভাবেই এগোচ্ছে তা বলা যায়৷ বুন্ডেসলিগার এখন বেশ ভালো অবস্থানেই আছে তারা৷ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে বায়ার্ন এগিয়ে আছে সাত পয়েন্টের ব্যবধানে৷ আর গতবারের রানার্স আপ ডর্টমুন্ডের সঙ্গে ব্যবধান ১২ পয়েন্টের৷ দুই দলের চেয়েই বায়ার্ন কিন্তু একটি ম্যাচ কম খেলেছে!

সব মিলিয়ে বুন্ডেসলিগায় টানা ৪১ ম্যাচে অপরাজিত আছে বায়ার্ন৷ এই মৌসুমে এখন পর্যন্ত খেলা ১৬ ম্যাচের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে তারা৷ ড্র হয়েছে বাকি দুটো৷

শীতের ছুটির পর জানুয়ারির ২৪ তারিখে বোরুসিয়া ম্যুনশেনগ্লাডবাখের সঙ্গে ম্যাচ দিয়ে খেলায় ফিরবে বায়ার্ন৷ এরপর ফেব্রুয়ারি মাসে রয়েছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ম্যাচ, আর্সেনালের বিপক্ষে৷

জেডএইচ / এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ