1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১৩ সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ

১১ নভেম্বর ২০১১

বিদ্যুৎ আমদানির জন্য সঞ্চালন লাইন ও অন্যান কাজের প্রক্রিয়া শুরু হয়েছে৷ আর জলবিদ্যুৎ উৎপাদনে নেপাল ও ভুটানের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ৷

বিদ্যুৎ উৎপাদনে দক্ষিণ এশিয়ার মধ্যে অনেকটাই এগিয়ে ভারতছবি: UNI

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সচিব আবুল কালাম আজাদ ডয়চে ভেলেকে জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় গ্রীডে ২ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হয়েছে৷ তবু্ও বিদ্যুতের ঘাটতি রয়ে গেছে৷ কারণ উৎপাদন বাড়ার সঙ্গে চাহিদাও বাড়ছে৷ তিনি জানান, চাহিদা ও উৎপাদন সমান হলেই বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ বলা যাবেনা৷ চাহিদার অতিরিক্ত আরো ২০ শতাংশ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারলেই বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবার কথা বলা যায়৷ বাংলাদেশকে সে পর্যায়ে যেতে ২০১৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ আর সেজন্য ভারত থেকেও বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ৷

সৌরশক্তিকে কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ভারতেছবি: Elisabeth Pongratz

তিনি বলেন, ভারতের রাজ্যগুলো যে দামে বিদ্যুৎ পায় বাংলাদেশও সেই দামেই বিদ্যুৎ পাবে৷ আর ভারতের অংশে ভারত এবং বাংলাদেশের অংশে বাংলাদেশ সঞ্চালন লাইন স্থাপন করবে৷

বিদ্যুৎ ও জ্বালানি সচিব জানান, নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎও আমদানি করবে বাংলাদেশ৷ এজন্য বাংলাদেশ ঐ দুই দেশে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনে যৌথ বিনিয়োগে যাবে৷ তিনি জানান, এই সরকারের আমলে বেসরকারি খাতে মোট ৪৭টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দেয়া হয়েছে৷ এরমধ্যে চালু হয়েছে ২৬টি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ