শুরু হলো ইংরেজি নতুন বছর ২০১৪৷ তাই ব্লগ আর ফেসবুকে চলছে একে অপরকে শুভেচ্ছা জানানোর পালা৷ কেউ আবার পুরনো বছরের হিসেব চুকিয়ে নতুন বছরকে ঘিরে প্রত্যাশাও শুরু করে দিয়েছেন৷
বিজ্ঞাপন
শরিফ আহমেদের প্রত্যাশা যেমন শান্তিময় বাংলাদেশ৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘কীভাবে শুভেচ্ছা জানালে, কি লিখলে, কি করলে, কি বললে....ইংরেজি নতুন বছরটা সবার জন্য অথবা দেশবাসীর জন্য শুভ হবে জানিনা, তবে মহান স্রষ্টার কাছে প্রার্থনা....২০১৪ সালটা যেনো হয়....শান্তিময় বাংলাদেশ৷''
আমারব্লগে জয় সাহা ২০১৩ সালে বাংলাদেশের সাফল্য ও ব্যর্থতার ঘটনা নিয়ে পোস্ট দিয়েছেন৷ তাঁর মতে, ‘‘২০১৩ সাল ছিল হাসিকান্নায় জর্জরিত একটা গল্পের কাহিনির মতো৷ ইতিহাসের সবচাইতে ভয়ংকরতম দুর্ঘটনা সাভার ট্র্যাজেডি ঘটেছে এই সালে৷ নিয়ে গেছে হাজার শ্রমিকের জীবন৷ কাঁদিয়েছে অনেক পরিবারকে৷ অনেক মানুষ হারিয়েছে তাদের আত্মীয়কে, কেউ হারিয়েছে পরিবারের একমাত্র অবলম্বনকে৷ রাজনৈতিক সহিংসতায়ও এই বছর কম মানুষ প্রাণ হারায়নি৷''
দুঃখজনক ঘটনা উল্লেখের পর জয় সাহা লিখেছেন সাফল্যের কথাও৷ ‘‘দেশের অপশক্তি, রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এ বছর সারা বাংলার জনগণকে উদ্ভাসিত করতে গঠিত হয়েছে গণজাগরণ মঞ্চ৷ সারা বাংলার প্রতি কোণায় পৌঁছে দেয়া হয়েছে ৪২ বছরের পুরোনো চেতনা৷ যদিও কিছু মঞ্চ ব্যবসায়ীর কারণে সেই মঞ্চ আজ কিছু আওয়ামী লীগারের দখলে তবুও আজ সারা বাংলা জাগরিত৷ মঞ্চের উদ্দেশ্য আজ সফল৷ এই বছরই আমরা পেলাম রাজাকারদের ফাঁসির রায়৷ হলো কসাই কাদের মোল্লার ফাঁসি৷''
জয় সাহা তাঁর পোস্ট শেষ করেছেন এই বলে, ‘‘বছরের প্রথমদিনই অবরোধ৷ শুরুটা ব্যাপার না৷ শেষ ভালো যার সব ভালো তার৷ ২০১৪ থেকে অনেক প্রত্যাশা৷ জানি না আমাদের আশা প্রত্যাশা কতটা পূরণ হয়৷''
এদিকে সামহয়্যার ইন ব্লগে জামাল হোসেন (সেলিম) লিখেছেন, ‘‘একটা স্বাধীন দেশের পরাধীন নাগরিক হিসেবে পৃথিবীবাসীকে জানাই ‘আনহ্যাপি নিউ ইয়ার ২০১৪!' সরকারি দল, বিরোধী দল আর রাজাকারের দল মিলে আমাদের সাধারণের উপর যেভাবে অত্যাচারের স্টিমরোলার চালিয়ে যাচ্ছে একে পরাধীনতা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না৷ আর পরাধীন অবস্থায় কেহ ভালো থাকতে পারে না৷ হ্যাপি নিউ ইয়ার বলবো কিভাবে? বাংলার মানুষ (সাধারণ) আজ পুরোপুরিই আনহ্যাপি৷''
সাফল্য, ব্যর্থতার ২০১৩
বাংলাদেশের জন্য ঘটনাবহুল এক বছর ২০১৩৷ রানা প্লাজায় ধস, নির্বাচন নিয়ে সহিংসতা, মানুষ পোড়ানো, ব্লগার হত্যাসহ হতাশার খবর অনেক৷ তবে সন্তুষ্টিও আছে৷ ২০১৩ সালের আলোচিত ১৩ ঘটনা নিয়ে ছবিঘর৷
ছবি: REUTERS
‘বিজয়চিহ্ন’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাঁচ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার৷ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার পর ‘বিজয়চিহ্ন’ দেখান মোল্লা৷ তার এই বিজয়চিহ্নের প্রতিবাদে শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ৷
ছবি: Strdel/AFP/Getty Images
গণজাগরণ মঞ্চ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাসহ অন্যান্য অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাঁচ ফেব্রুয়ারি রাতে শাহবাগে সমবেত হন অসংখ্য মানুষ৷ ব্লগারদের আহ্বানে সাধারণ মানুষের অংশগ্রহণে এধরনের বিশাল প্রতিবাদ কর্মসূচি আগে কখনো দেখা যায়নি বাংলাদেশে৷ শাহবাগ প্রজন্ম চত্বর থেকে যাত্রা শুরু করা গণজাগরণ মঞ্চ এখনো বিভিন্ন দাবিতে রাজপথে সক্রিয় রয়েছে৷
ছবি: REUTERS
ব্লগার হত্যা, কারাদণ্ড
গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত থাকা ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যা করে একদল দুর্বৃত্ত৷ ১৫ ফেব্রুয়ারি রাতে তাঁকে নিজের বাড়ির সামনে জবাই করে হত্যা করা হয়৷ এই হত্যাকাণ্ডের পরপরই ইন্টারনেটে একটি মহল রাজীবকে নাস্তিক ব্লগার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে৷ চলতি বছর আরেক ব্লগার আসিফ মহিউদ্দীনও (ছবিতে মাঝে) হত্যাচেষ্টার শিকার হন৷ পরবর্তীতে তিনিসহ কয়েক ব্লগার কারাভোগও করেছেন৷
ছবি: Babu Ahmed
জিল্লুর রহমানের চিরবিদায়
২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ তাঁর মৃত্যুর পর এক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘‘তিনি ছিলেন একজন আজীবন গণতন্ত্রী মানুষ৷ তাই সবার কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল৷’’ জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন আবদুল হামিদ৷
ছবি: AFP/Getty Images
ভবন ধসে সহস্রাধিক প্রাণহানি
পৃথিবীর ইতিহাসে অন্যতম ভবন ধসের ঘটনা ঘটে বাংলাদেশের সাভারে৷ ২৪ এপ্রিল সকাল ৯ টায় সাভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত নয় তলা ‘রানা প্লাজা’ ধসে পড়লে সহস্রাধিক মানুষ প্রাণ হারান৷ রানা প্লাজায় কয়েকটি গার্মেন্টস কারখানা ছিল৷ তাই হতাহতের মধ্যে অধিকাংশই ছিলেন গার্মেন্টস কর্মী৷ এই ঘটনায় গোটা বিশ্বেই সমালোচনার ঝড় ওঠে৷
ছবি: Reuters
হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ
কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ বিভিন্ন দাবিতে পাঁচ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করেন কয়েক লাখ হেফাজতে ইসলাম সমর্থক৷ তবে সেদিন তারা মতিঝিল ত্যাগ না করে সেখানে অবস্থান করতে চাইলে নিরাপত্তা বাহিনী রাতের আধারে অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়৷ এই অভিযানে ঠিক কতজন প্রাণ হারিয়েছে তা এখনো এক অমীমাংসিত বিষয়৷
ছবি: STR/AFP/Getty Images
সতের দিন বেঁচে থাকা
রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্যে সতের দিন আটকে ছিলেন পোশাককর্মী রেশমা৷ ১০ মে তাঁকে উদ্ধারে সক্ষম হয় উদ্ধারকারী দল৷ এভাবে আটকে থেকেও বেঁচে থাকার ঘটনা গোটা বিশ্বে বিরল৷ রেশমা বর্তমানে ঢাকার ওয়েস্টিন হোটেলে কাজ করছেন৷
ছবি: Getty Images/AFP/STRDEL
বিশ্বকাপে সিদ্দিকুর
চলতি বছর গলফ খেলায় বাংলাদেশকে এক নতুন আসনে নিয়ে গেছেন সিদ্দিকুর রহমান৷ প্রথমবারের মতো গলফ বিশ্বকাপে বাংলাদেশের নাম লেখান তিনি৷ এছাড়া ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হিরো ইন্ডিয়া ওপেন গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সিদ্দিকুর রহমান৷
ছবি: Getty Images
১৫২ জনের ফাঁসি
ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে এক বিদ্রোহের মাধ্যমে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে পাঁচ নভেম্বর ১৫২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এত মানুষের ফাঁসির আদেশ আর কখনও হয়নি৷
ছবি: Reuters
মানুষ পোড়ানোর রাজনীতি
২০১৩ সালে রাজনৈতিক অস্থিরতার আগুনে পুড়ে নিহত হয়েছেন অনেক মানুষ৷ যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমের বিরুদ্ধে জামায়াত-শিবিরের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণহানিও কম নয়৷ এছাড়া পুলিশের গুলিতে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে৷ চলতি বছর রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির সংখ্যা দু’শোর বেশি৷
ছবি: Mustafiz Mamun
কাদের মোল্লার ফাঁসি কার্যকর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১২ ডিসেম্বর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়৷ মোল্লাকে এভাবে ফাঁসি না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন, জার্মানি সহ অন্যরা৷ জামায়াতে ইসলামীর সমর্থকরা তাকে ‘শহিদ’ আখ্যা দিয়ে বিভিন্ন এলাকায় গায়েবানা জানাজার আয়োজন করে৷
ছবি: Mustafiz Mamun
‘‘সবচেয়ে বড় মানব পতাকা’’
পৃথিবীর ইতিহাসে ‘‘সবচেয়ে বড় মানব পতাকা’’ তৈরির ইতিহাস গড়েছে বাংলাদেশ৷ স্বাধীনতার ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকার জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই মানব পতাকা তৈরি করেন প্রায় ত্রিশ হাজার সেনা সদস্য, স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ৷
ছবি: Reuters
বিশ্বজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি
গত বছর ডিসেম্বরে বিরোধী দলের অবরোধের সময় ঢাকায় নিহত দোকান-কর্মচারী বিশ্বজিৎ হত্যা মামলায় ছাত্রলীগের ৮ কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত৷ এছাড়া ১৩ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড৷ ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার আদালত এই রায় ঘোষণা করেন৷ (ফাইল ফটো)
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images
13 ছবি1 | 13
হতাশা দিয়ে শুরু করলেও সেলিম তাঁর পোস্টটা শেষ করেছেন নববর্ষকে স্বাগত জানিয়ে৷ তিনি লিখেছেন, ‘‘নুতন বছরের শুরুটা আনহ্যাপি হলেও এ যেন দীর্ঘস্থায়ী না হয়, দ্রুতই সকলের শুভবুদ্ধির উদয় হবে এই কামনায় স্বাগতম হে ইংরেজী নববর্ষ ২০১৪৷''
একই ব্লগে এম মশিউর সামহয়্যার ইন ব্লগে ‘‘ইংরেজি মাস ও দিনের জন্মকথা'' শীর্ষক একটি পোস্ট দিয়েছেন৷ ইংরেজি মাস ও দিনের নামগুলো কীভাবে আসলো তা তুলে ধরার চেষ্টা করেছেন মশিউর৷
জন্মদিনের সংখ্যা
বছরের প্রথম দিনটিতে ফেসবুক আর ব্লগে অনেক বেশি সংখ্যক বন্ধুর জন্মদিন দেখতে পেয়ে সেই বিষয়েও পোস্ট দিয়েছেন অনেকে৷ সামহয়্যার ইন ব্লগে খাঁন রোজেন লিখেছেন, ‘‘প্রতিবছর এই দিনে বেশিরভাগ মানুষের জন্ম হয় বা জন্মদিন হয়৷ সাধারণত প্রতিদিন ২-৩টি জন্মদিনের উইশ করতে হয়৷ মাগার আইজক্যা ৩০৯ জনের জন্মদিন৷ এত্তোগুলা উইশ আমি একলা কেমনে করমু?'' পোস্টের শিরোনাম থেকে জানা গেলো, রোজেনের ৩০৯ জন ফেসবুক বন্ধুর জন্মদিন আজ!
খাঁন রোজেন এতজন বন্ধুকে শুভেচ্ছা জানানোর উপায় খুঁজে না পেলেও কাইমুল হক একই ধরনের সমস্যায় পড়ে নিজে নিজেই একটা উপায়ের কথা চিন্তা করেছেন৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘ফ্রেন্ডলিস্টের ১৯ জনের জন্মদিন আজ৷ ভাবছি, শুভেচ্ছা জানানোর জন্য কোনো প্রতিষ্ঠানকে নিয়োগ দেবো৷''