২০১৪ সালের শীতকালীন অলিম্পিক – কাজ এখনো শেষ হয়নি
১৩ জানুয়ারি ২০১২২০১৪ সালের শীতকালীন অলিম্পিকের জন্য কয়েক ডজন ভবন নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সোচি শহর কর্তৃপক্ষ৷ অলিম্পিকের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে ব্যস্ত সোচি৷ কিন্তু যত দ্রুত কাজ এগিয়ে যাওয়ার কথা ছিল তত দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে না৷
সবমিলে প্রায় ৭৬টি সাইট নির্মাণ করার কথা৷ এবং এসব সাইটে ৩৯৩টি ভবন, শপিং কমপ্লেক্স, উন্মুক্ত জায়গা, অবসর বিনোদনের স্থান তৈরি করা হবে৷ কিন্তু সেগুলো তৈরির কাজ এখনো শেষ হয়নি৷ পত্রিকা ভেদোমোস্তি লিখেছে, রাশিয়ার উপ প্রধানমন্ত্রী দিমিত্রি কোজাক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এ বিষয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন বছরের শুরুতে৷
দিমিত্রি কোজাক বলেন, জানুয়ারি মাসের পাঁচ তারিখে তিনি মেদভেদেভকে জানিয়েছেন যে নির্মাণ কাজের জন্য প্রয়োজন আরো প্রচুর অর্থ৷ এবং প্রাইভেট কোন কন্সট্রাকশন কোম্পানি এগিয়ে আসছে না৷ তাই কাজ পিছিয়ে যাচ্ছে৷
পত্রিকা আরো লিখেছে যে, প্রেসিডেন্ট মেদভেদেভ এই খবরে ক্ষিপ্ত হন৷ যে বা যাদের নির্মাণ কাজে সাহায্য করার কথা ছিল তারা পিছিয়ে গেছে দেখে তিনি তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেন৷ পরে অবশ্য তিনি বলেন, তাদের জরিমানা করা হবে৷ তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে৷
যে স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে সেই স্টেডিয়ামের কাজও বন্ধ হয়ে আছে৷ তাই প্রেসিডেন্টসহ সবার এত উদ্বেগ৷ বলা প্রয়োজন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এই প্রথমবারের মত রাশিয়ায় এত বড় একটি আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে৷
সোচি পাহাড় ঘেরা একটি বড় শহর৷ অনেক কিছুই তৈরি করতে হচ্ছে পাহাড় কেটে৷ অলিম্পিকের জন্য তৈরি করতে হচ্ছে নতুন রাস্তা৷ আর ঠিক এই সময়েই কাজ দ্রুত না করে পিছিয়ে পড়েছে নির্মাণ কোম্পানিগুলো৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক