1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উন্নতির পথে ইউরো এলাকা

৪ ডিসেম্বর ২০১৩

বছরের শেষে এসে ইউরো এলাকার সাফল্য ও ব্যর্থতার একটা মূল্যায়নের প্রবণতা শুরু হয়েছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার চলতি বছরের তথ্যের ভিত্তিতে আগামী বছর সম্পর্কে পূর্বাভাষ প্রকাশ করতে চলেছে৷

উন্নতির পথে ইউরো এলাকাছবি: picture-alliance/dpa

২০১৩ সালে ইউরো এলাকা অনেকটাই ঘুরে দাঁড়াতে পেরেছে৷ চলতি বছর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের শেষ বৈঠক বসছে বৃহস্পতিবার৷ এ দিনই ইউরো এলাকার প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি সংক্রান্ত পূর্বাভাষ প্রকাশ করা হবে৷ কিছু বিশেষজ্ঞের মতে, ইউরো এলাকায় মূল্যস্ফীতি কমে যাবার পর তার ঠিক বিপরীত পরিস্থিতি, অর্থাৎ ‘ডিফ্লেশন'-এর আশঙ্কা করা হচ্ছে৷ তাছাড়া অর্থনৈতিক উন্নতির প্রক্রিয়াও এখনো স্থিতিশীল হয়ে ওঠে নি৷ তবে ইসিবি-র মতে, মূল্যের ঊর্ধ্বগতি কমে গেলেও মূল্য হ্রাসের কোনো প্রবণতা দেখা যাচ্ছে না৷ বৃহস্পতিবারের বৈঠকে ইসিবি কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয় কি না, সেটা দেখার জন্য অপেক্ষা করছে বাজার৷

এদিকে ইউরোপের দেশগুলির অবস্থা সম্পর্কে রেটিং এজেন্সি-গুলির মূল্যায়নের প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছে ইইউ-র বাজার নিয়ন্ত্রক সংস্থা এসমা৷ স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়র্স, মুডিস এবং ফিচ – এই তিন প্রধান রেটিং এজেন্সির কার্যকলাপে অনেক সমস্যা খুঁজে পেয়েছে তারা৷ অথচ তাদের মূল্যায়ন বাজারের উপর গভীর প্রভাব ফেলে৷ ভবিষ্যতে তাদের কার্যকলাপে আরও স্বচ্ছতার প্রয়োজন রয়েছে বলে মনে করে এসমা৷

ইউরো এলাকার সংকটগ্রস্ত দেশগুলির অবস্থা নিয়েও চর্চা চলছে৷ চরম বেকারত্ব সামান্য হলেও কমার লক্ষণ দেখা যাচ্ছে৷ স্পেনে নভেম্বর মাসেই উন্নতি দেখা গেছে৷ তবে গ্রিসে বেকারত্বের মাত্রা এখনো সবচেয়ে বেশি৷ ইটালি তার ঋণভার প্রত্যাশা অনুযায়ী কমাতে পারছে না৷ যদিও সে দেশের সংকট কেটে যাচ্ছে বলে মনে করছেন ইইউ-র অর্থনীতি বিষয়ক কমিশনার অলি রেন৷ তবে এই সব দেশগুলি তাদের পুরানো দুর্বলতা ঝেড়ে ফেলে কবে আবার প্রতিযোগিতার বাজারে নিজেদের পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারবে, তা এখনো স্পষ্ট নয়৷

সোমবার ইউরোপের পুঁজিবাজারে কিছুটা দরপতন দেখা গেছে৷ ফ্রান্স ও স্পেনে শিল্পক্ষেত্রে উৎপাদন কমে যাওয়ার ফলে সামগ্রিকভাবে ইউরোপের বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ অথচ ইউরো এলাকায় উৎপাদনের গড় হার কিন্তু গত মাসে কিছুটা বেড়ে গিয়েছিল৷ মঙ্গলবারও ইউরোপে শেয়ারের মূল্য ছিল পড়তির দিকে৷ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসে তাদের ‘স্টিমুলাস' কর্মসূচি কমিয়ে দিতে পারে, এমন আশঙ্কায় বাজার কিছুটা দমে গেছে৷

এসবি / জেডএইচ (রয়টার্স, ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ