1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১৪ সালে ব্রাজিল ফেভারিট: পেলে

২৭ অক্টোবর ২০১১

ফুটবল বিশ্বকাপের বেশ দেরি আছে৷ ২০১৪ সালে৷ কিন্তু আগামী বিশ্বকাপে ব্রাজিলকেই ফেভারিট বলে ভবিষ্যদ্বাণী করে দিলেন ফুটবল সম্রাট পেলে৷ তবে জার্মানিকেও নিজের তালিকায় রেখেছেন তিনি৷

Brazil's former soccer star Pele speaks during a news conference in Mexico City Monday, Feb. 22, 2010. Pele is in Mexico to promote the 2010 Copa Libertadores soccer tournament. (AP Photo/Marco Ugarte)
ফুটবল এখনো তাঁর জীবনছবি: AP

ফুটবল সম্রাট পেলে সেভাবে না ভেবেচিন্তে তো কোন মন্তব্য করেন না৷ অনেকদিন পরে তাঁর মুখে শোনা গেল তাঁর দেশের খেলোয়াড়দের প্রশংসা৷ বললেন, ২০১৪ সালের বিশ্বকাপের আসর মাতাবে আবার ফুটবলের কালো হীরের দেশ, নিজের দেশ ব্রাজিল৷ কথাগুলো তিনি বলেছেন আবার জার্মান খেলাধুলার পত্রিকা কিকার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে৷

ব্রাজিলের গত দুই বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে পেলে

ধারাবাহিকভাবে পরপর দুটো বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার কারণ নিয়ে প্রশ্নের জবাবে ফুটবল সম্রাটের বক্তব্য, গত বেশ কয়েক বছর যাবৎ একের পর এক সমস্যায় ভুগছে ব্রাজিলের জাতীয় দল৷ এই সমস্যার অন্যতম প্রধান হল দলের কোচ নির্বাচনে ভুল৷ বারবার কোচ বদলানোর ফলে ব্রাজিল তার ছন্দ হারিয়ে ফেলেছিল সাম্প্রতিক অতীতে৷ তবে, এখন যে ফর্মে এবং ছন্দে তাঁর দেশের দল রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে ২০১৪ সালের বিশ্বকাপে কিছু করে দেখানোটা ব্রাজিলের পক্ষে সম্ভব বলেই পেলের বিশ্বাস৷

ব্রাজিলে বিশ্বকাপের আসর ফিরিয়ে আনার পেছনেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন পেলেছবি: dapd

সম্ভাবনা আছে জার্মানিরও

ব্রাজিল ছাড়া ২০১৪ সালের বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী হিসেবে পেলে যে দলটিকে রাখতে চান, তারা হল জার্মানি৷ এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেছেন, ২০১০ সালের বিশ্বকাপে যে ফর্মে খেলেছে জার্মান দল, তা যদি বজায় রাখতে তারা পারে, সেক্ষেত্রে জার্মানদের সামনে বিশাল সম্ভাবনা রয়েছে৷ এর বাইরে পেলের মুখে শোনা গেছে পরপর দুইবার ফুটবলার অফ দ্য ইয়ার আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি-র প্রশংসা৷ ফুটবলের রাজার মুখে একথাও শোনা গেছে, এই মুহূর্তে গোটা দুনিয়ায় যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন, তাঁদের মধ্যে সন্দেহাতীতভাবে মেসিই সেরা৷ তবে বিশ্ব ফুটবলের প্রাক্তন সেরা ফুটবলাররা, যেমন, তিনি নিজে, ফ্রান্সের প্লাতিনি বা জার্মানির বেকেনবাউয়ারের সঙ্গে তুলনা করতে গেলে, মেসি এখনও সেই উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারেন নি বলেও মন্তব্য করতে ছাড়েন নি পেলে৷ কারণ, পেলের বক্তব্য, মেসির খেলা এখনও বাকি রয়েছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ