1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০১৫ ক্রিকেট বিশ্বকাপের দায়িত্ব জেমস স্ট্রং-এর কাঁধে

১৭ আগস্ট ২০১১

২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেট আসরের আয়োজক কমিটির প্রধান নির্বাচিত হলেন অস্ট্রেলীয় বিমান সংস্থা কোয়ান্টাস'এর সাবেক প্রধান জেমস স্ট্রং৷ ক্রিকেট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছে এই তথ্য৷

ঢাকায় ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানছবি: AP

২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেটের আসর৷ সেই আসর সুষ্ঠুভাবে আয়োজনের সব কাজ তদারকির ভার পড়ল বর্তমান ‘উলওয়ার্থস' প্রতিষ্ঠানের প্রধান স্ট্রং-এর কাঁধে৷ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জ্যাক ক্লার্ক বলেন, ‘‘ক্রিকেট অঙ্গনের জন্য এটা খুশির বিষয় যে, আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ - আইসিসি বিশ্বকাপ ২০১৫ সালের আসরের স্থানীয় আয়োজক কমিটির নেতৃত্বে জেমস স্ট্রং-কে পেয়েছে৷'' তিনি আরো বলেন, বহুজাতিক প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে জেমস-এর অভিজ্ঞতা বিশ্বকাপ ক্রিকেটের আসরকে একটি সফল ইভেন্টে পরিণত করতে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষকে এখানে টেনে আনতে সহায়ক হবে৷ এই আসর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে একটি বড় ঘটনা হিসেবে যুক্ত হবে এবং সারা বিশ্বের ক্রীড়া জগতে আলোড়ন সৃষ্টি করবে, বলে মনে করেন ক্লার্ক৷

২০১৫ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেট ফ্যানরা বিশ্বকাপের স্বাদ পাবেনছবি: AP

এতো বড় আসর আয়োজনের দায়িত্ব পেয়ে নিজেও খুশি বলে মত প্রকাশ করেন স্ট্রং৷ তিনি বলেন, ‘‘এই দু'টি দেশেরই বড় মাপের ক্রীড়া আসর সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা আছে৷ এছাড়া ক্রিকেটের প্রতি উভয় দেশের মানুষেরই একটি আলাদা অনুভূতি রয়েছে৷'' তাই এই দুই দেশে ক্রিকেটাঙ্গনের এই মহাআসরের আয়োজন একটি বড় ঘটনা হবে বলে মন্তব্য করেন স্ট্রং৷ এটি এমন একটি আসর হবে যা ক্রিকেট জগতের দৃষ্টি কাড়তে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ