‘২০১৫ সালের আগে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারবে না’
১১ জানুয়ারি ২০১১ইসরায়েলের ‘ইয়েডিওট আরোনোট’ পত্রিকা এ তথ্য দিয়েছে৷ পত্রিকাটি জানায়, মোসাদ প্রধান দাগান বলেছেন ইরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন পিছিয়ে গেছে৷
উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে ইসরায়েলের এক মন্ত্রী বলেছিলেন পরমাণু বোমা তৈরি করতে ইরানের কমপক্ষে আরও তিন বছর লাগতে পারে৷
তবে দেশটির কোনো সরকারি কর্মকর্তা পত্রিকাতে প্রকাশিত খবরের বিষয়ে মন্তব্য করতে চান নি৷
এদিকে ইরান দাবি করছে, তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ’এর সঙ্গে জড়িত গুপ্তচর ও সন্ত্রাসীদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে৷ এদের একজন হলেন মজিদ জামালি ফাশ৷ ইরানের সরকারি টেলিভিশনের ওয়েবসাইটে ফাশের সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে৷
সাক্ষাৎকারে ফাশ বলেন, গত বছর ইরানের প্রখ্যাত বিজ্ঞানী মাসুদ আলি মোহাম্মদিকে হত্যার জন্য ইসরায়েলের সামরিক কর্মকর্তারা তাঁকে প্রশিক্ষণ দিয়েছিল৷
ফাশের পুরো সাক্ষাৎকারটি আজ মঙ্গলবার প্রকাশ করা হবে বলে টেলিভিশনের ঐ প্রতিবেদনে জানানো হয়েছে৷
উল্লেখ্য, আলি মোহাম্মদি গত বছরের জানুয়ারি মাসে তাঁর বাড়ির সামনে এক বোমা হামলায় নিহত হন৷ ফাশ বলছে, ইসরায়েলের কর্মকর্তারা তাঁকে মোহাম্মদির বাড়ির নকশা বুঝিয়ে দিয়েছিল এবং কীভাবে বোমা হামলা চালাতে হয় সেটাও শিখিয়েছিল৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ