বুধবার দশটি সংবাদমাধ্যমের একটি তালিকা রিপাবলিকান পার্টির ওয়েবসাইটে প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প৷ একইসঙ্গে এ খবর টুইটারে টুইটও করে দেন৷
বিজ্ঞাপন
মিডিয়ার ওপর প্রায়ই একহাত নেয়া ট্রাম্পের এই দশটি খবরের তালিকায় সিএনএন, দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্টের খবর যে থাকবে, তা জানাই ছিল৷ সেগুলো তো ছিলই, সঙ্গে ছিল নিউজউইক, টাইম ও এবিসি নিউজের খবরও৷
ট্রাম্পের কাছ থেকে এমন একটি ঘোষণা আসতে পারে, তা অনেকটাই টের পাওয়া যাচ্ছিল৷
ট্রাম্পের এই আচরণকে অনেকেই ‘বেহুদা’ বলে মন্তব্য করেছেন৷ তাঁর পার্টির লোকজনই এর সমালোচনা করে বেড়াচ্ছেন৷
তালিকা ঘোষণার আগেই তাঁর পার্টির সেনেটর অ্যারিজোনার আইনপ্রণেতা জেফ ব্লেক বলেছিলেন যে, ট্রাম্প মিডিয়ার প্রতি ‘স্তালিনবাদী’ আচরণ করছেন৷ প্রেসিডেন্ট প্রায়ই সত্য স্বীকার করেন না এবং মূল ধারার গণমাধ্যম ‘জনগণের বিরুদ্ধে’ কাজ করছে বলে এক ধরনের প্রপাগাণ্ডা চালান৷
‘ফায়ার অ্যান্ড ফিউরি’: ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে একনজর
মার্কিন সাংবাদিক মাইকেল উলফের বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ প্রকাশের আগেই ওয়াশিংটনে উত্তাপ ছড়াচ্ছে৷ বইতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের সাক্ষাৎকার রয়েছে৷ হোয়াইট হাউসের অন্য চিত্র ফুটে উঠেছে এতে৷
ছবি: picture alliance/ZUMAPRESS/D. Higgins
‘ফায়ার অ্যান্ড ফিউরি’
মার্কিন সাংবাদিক মাইকেল উলফের নতুন বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’৷ এই বইয়ের বিশেষ কিছু অংশ মার্কিন এবং ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে৷ বইটিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যের মাধ্যমে হোয়াইট হাউসের এক অন্য ছবি উঠে এসেছে৷ ম্যাকডোনাল্ড বার্গারের প্রতি ভালোবাসা থেকে ইভানকা’র প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন এমন নানা বিষয় উঠে এসেছে এতে৷
ছবি: picture-alliance/AP/B. Camp
‘মেলানিয়ার চোখে জল’
‘‘নির্বাচনের রাতে, ৮টার একটু পরে, যখন মোটামুটি নিশ্চিত ট্রাম্প হচ্ছেন প্রেসিডেন্ট, ট্রাম্প জুনিয়র তার বন্ধুকে বলেছিলেন, তার বাবাকে এমন দেখাচ্ছিল, যেন ভূত দেখেছেন৷ মেলানিয়ার চোখে ছিল জল, তবে তা আনন্দের নয়৷ এর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে হতবাক ট্রাম্পকে এমন দেখাচ্ছিল যেন তিনি ঠিক বিশ্বাস করতে পারছেন না, তাঁকে দ্বিধাগ্রস্ত আর ভীত দেখাচ্ছিল৷’’
ছবি: picture-alliance/AP/V. Mayo
ইভানকা ট্রাম্প প্রথম ‘নারী প্রেসিডেন্ট’?
‘‘কোনো পুরস্কার পেতে হলে ঝুঁকি নিতে হবে– জ্যারেড এবং ইভানকা এটা মেনে নিয়ে নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা পালন করছেন, অন্যদের পরামর্শ মেনে কাজ করছেন৷ দু’জনের মধ্যে যেন এক অলিখিত চুক্তি: ভবিষ্যতে কখনো যদি সুযোগ আসে, ইভানকাই লড়বেন প্রেসিডেন্ট নির্বাচনে৷ যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হিলারি নন, হবেন ইভানকা৷’’
ছবি: picture-alliance/AP/M. Sohn
ফাস্ট ফুড খেতে লাগে ভালো
‘‘অনেক আগে থেকে ট্রাম্পের মধ্যে একটি চিন্তা কাজ করে যে, কেউ তার খাবারে বিষ মিশিয়ে দিবে– এই চিন্তা থেকেই ম্যাকডোনাল্ডসের খাবার বেছে নিয়েছেন তিনি৷ কেননা, ম্যাকডোনাল্ডসের খাবার আগে থেকেই তৈরি থাকে৷ তাই কেউ জানে না যে ট্রাম্প সেটা খাবেন৷’’
ছবি: Instagram
ব্যাননের তত্ত্ব
‘‘ব্যাননের মতে, যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু হলো চীন৷ নতুন শীতল যুদ্ধের প্রথম ফ্রন্ট হলো চীন৷ চীনকে নিয়েই মাথা ঘামানো উচিত, আর কিছু নিয়ে নয়৷ চীনের সঙ্গে যদি সম্পর্ক ঠিক না থাকে, কোনো কিছুই ঠিক থাকবে না৷ পুরো ব্যাপারটা খুব সহজ৷ চীনের বর্তমানে যা অবস্থা, ১৯২৯ থেকে ১৯৩০ সালে জার্মানির নাৎসিদেরও এমন অবস্থাই ছিল৷ চীনারা, জার্মানদের মতোই ভীষণ বাস্তববাদী৷’’
ছবি: picture-alliance/AP/B. Anderson
ব্যানন: ডোনাল্ড জুনিয়র ‘রাষ্ট্রদ্রোহী’
‘‘ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জ্যারেড কুশনার এবং নির্বাচনি প্রচারণার ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট মনে করেন, ট্রাম্প টাওয়ারের ২৬ তলায় সম্মেলন কক্ষে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটি একটি ভালো পরিকল্পনা ছিল৷ সেখানে কোনো আইনজীবী ছিল না৷ এখন যদি আপনার কাছে মনে হয় এটা রাষ্ট্রদ্রোহ না, দেশবিরোধী কর্মকাণ্ড নয়, তারপরও আমি বলবো, এটা রাষ্ট্রদ্রোহ৷ আমাদের ঠিক সেই মুহূর্তেই এফবিআইকে খবর দেয়া উচিত ছিল৷’’
ছবি: picture-alliance/AP/C. Kaster
‘হেরে গেলেও জিতে জেতেন’
‘‘ট্রাম্প যদি নির্বাচনে হেরেও যেতন, তাহলেও বিখ্যাত হতেন৷ তার মেয়ে ইভানকা এবং জামাই জ্যারেড আন্তর্জাতিক তারকা বনে যেতো৷ স্টিভ ব্যানন হতো টি-পার্টি আন্দোলনের ডি ফ্যাক্টো প্রধান৷ অর্থাৎ হেরে গেলেও তাদের অন্যরকম জয় হতো৷’’
ছবি: picture-alliance/AP/B. Anderson
7 ছবি1 | 7
‘‘মি. প্রেসিডেন্ট, আমাদের গণতন্ত্রের এমনই অবস্থা যে, আমাদের নিজেদের প্রেসিডেন্ট এমন সব শব্দ ব্যবহার করেন, যেসবের মাধ্যমে জোসেফ স্তালিন তাঁর শত্রুদের বর্ণনা করতেন,’’ বলছিলেন এই সেনেটর৷
‘‘যখনই কোনো গণমাধ্যমের খবর কোনো একজনের বিরুদ্ধে যায়, তখনই তিনি সেই খবরকে ভুয়া খবর বলে প্রচারণা চালান এবং তিনি (ট্রাম্প) কাজটি বারবার করেন, তখন আসলে সংবাদমাধ্যম নয়, সন্দেহের তির যায় সেই ব্যক্তির দিকেই৷’’
তালিকা নিয়ে তিনি বলেন, ‘‘বিশ্বাসই হয় না, একজন প্রেসিডেন্ট এমন একটি কাজে জড়িত হতে পারেন৷’’
রিপাবলিকান মূল ধারার রাজনীতিকরা যদিও এখনো ফ্লেকের সুরে সুর মেলাননি, তবে বর্ষীয়ান নেতা ম্যাককেইন ওয়াশিংটন পোস্টে এক মতামতে লেখেন, ‘‘মি. প্রেসিডেন্ট, প্রেসকে আক্রমণ করা থামান৷’’
‘‘ট্রাম্প জানেন আর না জানেন, তাঁর এসব বক্তব্য বিশ্বনেতৃবৃন্দ দেখছেন৷ অনেকেই গণতন্ত্রের এই স্তম্ভটিকে নিশ্চুপ করে দেয়ায় উদ্বুদ্ধ হয়ে উঠতে পারেন,’’ সাবধান করেন ম্যাককেইন৷
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা সিপিজে'র বরাত দিয়ে ম্যাককেইন লেখেন যে, ২০১৭ সাল সাংবাদিকতার জন্য খুবই বিপজ্জনক বছর ছিল৷ এ বছর ২৬২ জনকে তাঁদের কাজের জন্য জেলে যেতে হয়েছে৷ এর মধ্যে ২১ জনকে ভুয়া খবর প্রকাশের জন্য জেলে যেতে হয়৷