বিশ্বজুড়ে করোনা সংকটের জের ধরে ২০২০ সালের বদলে ২০২১ সালে অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ তবে সেই প্রতিযোগিতার আনুষ্ঠানিক নাম ‘টোকিও ২০২০’ থাকছে৷
বিজ্ঞাপন
শেষরক্ষা হলো না৷ পরিস্থিতি বিবেচনা করতে কয়েক সপ্তাহ সময় নেবার কথা বলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপানের অলিম্পিক আয়োজক কমিটি ২০২১ সাল পর্যন্ত অলিম্পিকের আসর পিছিয়ে দিতে বাধ্য হলো৷ ক্যানাডা ও অস্ট্রেলিয়া অংশগ্রহণ বাতিল করার পর এমনিতেই চাপ বাড়ছিল৷ বিশ্বজুড়ে করোনা সংকটের মাঝে এত বড় আকারের সমাবেশের সম্ভাবনা প্রতিদিন ক্ষীণ হয়ে পড়ছিল৷
আইওসি-র প্রধান টোমাস বাখ ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার টেলিফোনে করোনা ভাইরাসের প্রেক্ষাপটে পরবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করেন৷ সেই কনফারেন্স কলে অন্যান্য কর্মকর্তারাও যোগ দেন৷ বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বিবেচনা করে বাখ ও আবে টোকিও অলিম্পিক্সের বর্তমান তারিখ পিছিয়ে দেবার সিদ্ধান্ত নেন৷ ২০২১ সালের গ্রীষ্মের আগে কোনো এক সময়ে দিনক্ষণ স্থির করা হবে৷ অ্যাথলিট ও দর্শকদের জন্য নিরাপদ ও ভালো পরিস্থিতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে তাঁরা জানিয়েছেন৷ সেই প্রতিযোগিতার আনুষ্ঠানিক নাম ‘টোকিও ২০২০' থাকছে৷ উল্লেখ্য, ২৪শে জুলাই থেকে ৯ই আগস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের কথা ছিল৷
টোকিও অলিম্পিক্স আয়োজনের পথে অবশ্য এর আগেও বাধা এসেছে৷ অলিম্পিক কর্মকর্তারা এই প্রতিযোগিতার প্রস্তুতির ক্ষেত্রে জাপানের ভূয়সী প্রশংসা করে এসেছেন৷ তাঁদের মতে, অন্য কোনো শহর এত ভালো প্রস্তুতি নিয়েছে বলে তাঁদের মনে পড়ে না৷ কিন্তু বেশ কয়েকটি দুর্নীতি কেলেঙ্কারি আয়োজকদের উপর কালো ছায়া ফেলেছিল৷ বেড়ে চলা বাজেট নিয়েও কম বিতর্ক হয় নি৷
এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স, এএফপি)
করোনা আতঙ্ক থেকে নিরাপদ থাকতে যা করতে পারেন
করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে বটে, কিন্তু এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে বা নিজে আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই৷ বরং এই মুহূর্তে নিজেকে ফিট রাখা এবং সচেতন থাকাটাই বেশি জরুরি৷
ছবি: Imago Images/photothek/U. Grabowsky
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি
শারীরিকভাবে যারা দুর্বল এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে যে কোনো ধরনের ভাইরাস খুব সহজে আক্রমণ করতে পারে৷ তাই সকলেরই এখন নিয়মিত যথেষ্ট পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, লেবু এবং বিভিন্ন ফল খাওয়া প্রয়োজন৷
ছবি: Fotolia/Dino Osmic
আদা ও লেবু পানি
এক গ্লাস গরম পানিতে দুই টুকরো আদা এবং একটু লেবুর রস দিয়ে দিন৷ তারপর ধীরে ধীরে তা পান করুন৷ এভাবে দিনে কয়েক গ্লাস পানি পান করতে পারেন৷ তাছাড়া অন্যান্য সময়ের চেয়ে এখন বেশি পানি পান করা জরুরি৷
ছবি: Imago Images/Rüdiger Wölk
জিঙ্ক
এখন জরুরি ভিটামিন ডি-৩ এবং জিঙ্ক যা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখে৷ রাতে ১৫ মিলিগ্রাম জিঙ্ক ট্যাবলেট সেবন করতে পারেন৷ তাছাড়া বীজ জাতীয় খাবারে জিঙ্কের উপস্থিতি যথেষ্ট পরিমাণে রয়েছে৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে করোনা ভাইরাসকে দূরে রাখতে এই পরামর্শগুলো দিয়েছেন জার্মান চিকিৎসক ডা. আনে ফ্লেক৷
ছবি: imago images/McPHOTO
নিরাপদ দূরত্ব বজায় রাখুন
জার্মানির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডা. লোথার এইচ ভিলার এক টিভি সাক্ষাৎকারে জনগণকে যে কোনো ধরনের জনসমাগম থেকে দূরে থাকার অনুরোধ করেছেন৷ যে কোনো মানুষের কাছ থেকে কমপক্ষে দুই মিটার দূরত্ব বজায় রাখা জরুরি৷
ছবি: Reuters/E. Lopez
জীবাণু থেকে সাবধান
এই মুহূর্তে ভালোভাবে হাত ধোয়া খুবই জরুরি, তবে তা শুধু নিজের বাড়ি, অফিস বা কাছাকাছি কোনো বাথরুম থাকলেই সম্ভব৷ তাই বাইরে থাকাকালীন সময়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন আরেক জার্মান ডাক্তার ডা. এরন্সট টাবোরি৷
ছবি: AFP/S. Bozon
পয়সা বা কয়েন থেকে সাবধান!
হাজারো হাত ঘুরে পয়সা আমাদের হাতে আসে৷ আর সেকারণেই কয়েন বা ভাঙতি পয়সায় যে জীবাণু থাকে তা হয়তো অনেকেরই জানা৷ তাই কেনাকাটার সময় এদিকেও সচেতন থাকার পরামর্শ রয়েছে ডা. টাবোরি৷