1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২০ এ অলিম্পিক হচ্ছে না

২৪ মার্চ ২০২০

বিশ্বজুড়ে করোনা সংকটের জের ধরে ২০২০ সালের বদলে ২০২১ সালে অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ তবে সেই প্রতিযোগিতার আনুষ্ঠানিক নাম ‘টোকিও ২০২০’ থাকছে৷

ছবি: Reuters/A. Perawongmetha

শেষরক্ষা হলো না৷ পরিস্থিতি বিবেচনা করতে কয়েক সপ্তাহ সময় নেবার কথা বলেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপানের অলিম্পিক আয়োজক কমিটি ২০২১ সাল পর্যন্ত অলিম্পিকের আসর পিছিয়ে দিতে বাধ্য হলো৷ ক্যানাডা ও অস্ট্রেলিয়া অংশগ্রহণ বাতিল করার পর এমনিতেই চাপ বাড়ছিল৷ বিশ্বজুড়ে করোনা সংকটের মাঝে এত বড় আকারের সমাবেশের সম্ভাবনা প্রতিদিন ক্ষীণ হয়ে পড়ছিল৷

আইওসি-র প্রধান টোমাস বাখ ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে মঙ্গলবার টেলিফোনে করোনা ভাইরাসের প্রেক্ষাপটে পরবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করেন৷ সেই কনফারেন্স কলে অন্যান্য কর্মকর্তারাও যোগ দেন৷ বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বিবেচনা করে বাখ ও আবে টোকিও অলিম্পিক্সের বর্তমান তারিখ পিছিয়ে দেবার সিদ্ধান্ত নেন৷ ২০২১ সালের গ্রীষ্মের আগে কোনো এক সময়ে দিনক্ষণ স্থির করা হবে৷ অ্যাথলিট ও দর্শকদের জন্য নিরাপদ ও ভালো পরিস্থিতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে তাঁরা জানিয়েছেন৷ সেই প্রতিযোগিতার আনুষ্ঠানিক নাম ‘টোকিও ২০২০' থাকছে৷ উল্লেখ্য, ২৪শে জুলাই থেকে ৯ই আগস্ট পর্যন্ত টোকিও অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের কথা ছিল৷

টোকিও অলিম্পিক্স আয়োজনের পথে অবশ্য এর আগেও বাধা এসেছে৷ অলিম্পিক কর্মকর্তারা এই প্রতিযোগিতার প্রস্তুতির ক্ষেত্রে জাপানের ভূয়সী প্রশংসা করে এসেছেন৷ তাঁদের মতে, অন্য কোনো শহর এত ভালো প্রস্তুতি নিয়েছে বলে তাঁদের মনে পড়ে না৷ কিন্তু বেশ কয়েকটি দুর্নীতি কেলেঙ্কারি আয়োজকদের উপর কালো ছায়া ফেলেছিল৷ বেড়ে চলা বাজেট নিয়েও কম বিতর্ক হয় নি৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ