1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২০ সালের অলিম্পিক আয়োজন করতে চায় দোহা

১৭ ডিসেম্বর ২০১১

আরব দেশে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল আসর আয়োজনের দৌড়ে বিজয়ের পর এবার সেখানে অলিম্পিক গেমস আয়োজনের স্বপ্ন দেখছে কাতার৷ তাই ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আসরের আগেই অলিম্পিক আয়োজনের প্রতীক্ষায় কাতারের নেতৃবৃন্দ৷

আইওসির প্রধান জাক রগেছবি: AP

পারস্য উপসাগরের এই ছোট্ট কিন্তু সম্পদশালী দেশটি ২০২০ সালের অলিম্পিক আসর আয়োজনের জন্য প্রতিযোগিতায় নামতে যাচ্ছে৷ তবে এই প্রতিযোগিতায় দোহা'কে লড়তে হবে শক্ত প্রতিপক্ষ আজারবাইজেনের বাকু, তুরস্কের ইস্তানবুল, জাপানের টোকিও, স্পেনের মাদ্রিদ এবং ইটালির রোম নগরীর সঙ্গে৷ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে এই ছয়টি নগরীর কর্তৃপক্ষ ২০২০ সালে অলিম্পিক আসর আয়োজনের জন্য নিজেদের পরিকল্পনা পেশ করবে আন্তর্জাতিক অলিম্পিক পরিষদ - আইওসি'র কাছে৷

এই পরিষদের নির্বাহী সদস্যরা মে মাসে বৈঠকে বসবেন আগ্রহী দেশগুলোর প্রার্থিতা বিবেচনায়৷ এসময়ই তাঁরা ঠিক করবেন যে আগ্রহী সবগুলো দেশকেই প্রার্থী হিসেবে রাখবেন, নাকি তাদের মধ্যে কারো প্রার্থিতা বাতিল করবেন৷ আর আলোচনা-পর্যালোচনা শেষে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে আইওসি চূড়ান্তভাবে নির্বাচিত করবে ২০২০ সালের অলিম্পিক আসরের আয়োজক দেশ৷ তাই মে মাসের আইওসি বৈঠকটিই দোহার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ কারণ এর আগেও ২০১৬ সালের অলিম্পিক আসর আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল কাতার৷

কিন্তু সেসময় অলিম্পিক আসরের জন্য নির্ধারিত জুলাই-আগস্ট মাসের সময়সীমার বাইরে সুবিধাজনক সময়ে অলিম্পিক গেমস আয়োজন করার প্রস্তাব দিয়েছিল দোহা৷ কারণ জুন-জুলাই মাসে কাতারে সর্বোচ্চ তাপমাত্রা ১২২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে থাকে৷ তাই এতো গরমের মধ্যে আন্তর্জাতিক আসর না করে বরং শীতকালে সেটি আয়োজনের প্রস্তাব ছিল দোহার৷ কিন্তু দোহার এই প্রস্তাবের প্রেক্ষিতে তাদের প্রার্থিতাই নাকচ করে দিয়েছিল আইওসি কর্তৃপক্ষ৷ তাদের বক্তব্য ছিল, অলিম্পিকের সময়সীমা পরিবর্তন করলে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের বার্ষিক পরিকল্পনার সাথে তা সাংঘর্ষিক হতে পারে৷

অবশ্য এবার নিজেদের প্রার্থিতা সম্পর্কে বেশ শক্ত অবস্থানের কথা জানালেন দোহা ২০২০ কমিটির প্রধান নুর আল মানাই৷ তিনি বলেন, ‘‘গত চার বছর আগের চেয়ে এবার আমাদের অবস্থান অনেক বেশি শক্ত৷'' এছাড়া কাতার অলিম্পিক পরিষদের মহাসচিব শেখ সউদ বিন আব্দুলরহমান আল সানি জানিয়েছেন, ২০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবরের মধ্যে অলিম্পিক আসর আয়োজনের তাদের পরিকল্পনার ব্যাপারে আইওসি'র ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন তারা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ