1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২০: হামলায় নিহত পঞ্চাশের বেশি সাংবাদিক

২৯ ডিসেম্বর ২০২০

সাংবাদিকদের জন্য আরেকটি আতঙ্কের বছর ২০২০৷ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর প্রতিবেদন অনুযায়ী এ বছর সারা বিশ্বে হামলার শিকার হয়ে মারা গেছেন অন্তত ৫০ জন সংবাদকর্মী৷

সাংবাদিকদের জন্য আরেকটি আতঙ্কের বছর ২০২০৷ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর প্রতিবেদন অনুযায়ী এ বছর সারা বিশ্বে হামলার শিকার হয়ে মারা গেছেন অন্তত ৫০ জন সংবাদকর্মী৷
ছবি: Felix Marquez/AP/dpa/picture alliance

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পাঁচটি দেশের তালিকায় সবার ওপরে আছে মেক্সিকো৷ এ বছর সে দেশে কমপক্ষে আটজন সাংবাদিক হামলায় মারা গেছেন৷ প্রত্যেকেই অপরাধ এবং দুর্নীতি বিষয়ক প্রতিবেদন নিয়ে কাজ করছিলেন৷

আফগানিস্তানে গত ছয় সপ্তাহে অন্তত চারজন সাংবাদিককে হত্যা করা হয়েছে৷ এ প্রসঙ্গে আফগানিস্তান জার্নালিস্টস সেফটি কমিটির প্রধান নাজিব শরিফি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আজকাল মনে হয় সব সাংবাদিকই জীবনের হুমকিতে রয়েছেন৷ এখনকার মতো এত খারাপ পরিস্থিতি আগে কখনো ছিল বলে আমার মনে হয় না৷’’

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পাঁচটি দেশের তালিকায় ভারতও রয়েছে৷ এ বছর অন্তত পাঁচজন সাংবাদিক-হত্যার ঘটনা ঘটেছে সেখানে৷

এছাড়া সাংবাদিকদের জন্য আরেক বিপজ্জনক দেশ ইরাকে এ বছর শুধু সরকারবিরোধী বিক্ষোভ কাভার করতে গিয়েই প্রাণ হারিয়েছেন কমপক্ষে তিনজন সাংবাদিক৷

ইরাকের প্রতিবেশী ইরান এ বছর সাংবাদিক রুহোল্লাহ জামকে ফাঁসি দিয়েছে৷ প্যারিস প্রবাসী এ সাংবাদিক ইরাকে গিয়েছিলেন৷ সেখান থেকে তাকে অপহরণ করা হয়৷ পরে তার বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনে মদত দেয়ার অভিযোগ তোলে ইরান সরকার৷ সেই অভিযোগেই ফাঁসি দেয়া হয় তাকে৷

পাকিস্তানে সাংবাদিকদের দুরবস্থা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে আরএসএফ৷ গত মে মাসে সাংবাদিক জুলফিকার মান্দ্রানির মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়৷ জুলফিকারের দেহে নির্যাতনের চিহ্ন দেখা গেছে৷ নিহত সাংবাদিকের স্বজনেরা মনে করেন, পুলিশ বিভাগের দুর্নীতি নিয়ে যে তদন্ত করছিলেন, হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পর্ক থাকতে পারে৷

এ বছর করোনা-সংক্রমণেও মারা গেছেন অনেকে৷ তাদের কেউ কেউ পুলিশ হেফাজতে বিনা চিকিৎসায় মারা যান৷ রাশিয়া, মিশর এবং সৌদি আরবের এমন তিন সাংবাদিকের উল্লেখ রয়েছে প্রতিবেদনে৷ ওই তিনজন পেশা সংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার হওয়ার পর চিকিৎসার সুযোগ চেয়েও পাননি৷ তিনজনই পরে করোনার শিকার হয়ে মারা যান৷

স্টেলা ওনেকো/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ