1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২২ সালের বিশ্বকাপের আয়োজক সব দেশ!

২ ডিসেম্বর ২০১০

কোনো একটি নির্দিষ্ট দেশে নয়৷ ফিফার সব সদস্য দেশেই হবে ২০২২ বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচ! অর্থাৎ বিশ্বের সব দেশের ফুটবল প্রেমীরাই পারবেন মাঠে বসে বিশ্বকাপ দেখতে৷

বিশ্বকাপ আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে ফিফা সভাপতির কাছে জাপানের আবেদনছবি: picture alliance / dpa

কীভাবে? জানি এই মুহূর্তে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে সবার মনে৷ ঘটনা হলো, জাপান ফিফার কাছে প্রস্তাব দিয়েছে যে, যদি তারা ২০২২ সালের বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় তাহলে তারা ফিফার ২০৮ টি সদস্য রাষ্ট্র্রের মোট ৪০০ স্টেডিয়ামে প্রতিটি ম্যাচের হলোগ্রাফিক চিত্র সরাসরি দেখাবে৷

আরও সহজ করে বললে বিষয়টা এরকম৷ ধরুন আপনি কোনো স্টেডিয়ামের গ্যালারিতে বসে আছেন৷ আর সামনে পুরো মাঠ জুড়ে ছড়িয়ে থাকা পর্দায় আপনি খেলা দেখতে পাচ্ছেন৷ তাহলে কী মনে হবে আপনার? মনে হবে না যে, আপনি মাঠেই সরাসরি খেলাটা দেখছেন?

গতকাল সুইজারল্যান্ডের সুরিশে ফিফার নির্বাহী কমিটির সদস্যদের মন গলাতে অনেক কিছুর সঙ্গে এই বিষয়টাও তুলে ধরেছেন জাপানের বিশ্বকাপ আয়োজকের কর্তাব্যক্তিরা৷ কারণ আজ বৃহস্পতিবার ফিফার নির্বাহী কমিটির সদস্যদের ভোটেই নির্বাচিত হবে সেই দেশের নাম যে সুযোগ পাবে ২০২২ বিশ্বকাপ আয়োজনের৷

এটা ছাড়াও জাপানের পক্ষ থেকে খেলা দেখতে যাওয়া দর্শকদের সবাইকে একটা করে ডিভাইস দেয়ার কথা বলা হয়েছে যেটা দিয়ে দর্শক ৫০টি ভাষার অনুবাদ শুনতে পারবে৷

দেখা যাক, এত কিছুর পর ফিফার সদস্যদের মন গলে কি না৷ আর একটু পরেই জানা যাবে সেই উত্তর৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ