1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২৩ সালে জার্মানিতে রাজনৈতিক হামলা বেড়েছে

২৫ মে ২০২৪

গত দুই দশকের মধ্যে ২০২৩ সালে জার্মানিতে রাজনৈতিক হামলা সবচেয়ে বেশি বেড়েছে৷ মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও জার্মানিতে রাজনৈতিক মেরুকরণ বৃদ্ধি এর কারণ বলে বিশ্লেষকেরা বলছেন৷

নিও নাজি গ্রুপের বিরুদ্ধে বার্লিনে পুলিশের অভিযান
২০২৩ সালে ডানপন্থি মতাদর্শ অনুপ্রাণিত অপরাধগুলো প্রায় এক চতুর্থাংশ বৃদ্ধি পেয়েছে।ছবি: Jens Büttner/dpa/picture alliance

ফেডারেল ক্রিমিনাল পুলিশ অফিস, বিকেএর প্রধান হলগার ম্যুনশ মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, গত ১০ বছরে রাজনৈতিক হামলা প্রায় দ্বিগুণ হয়েছে৷ সংখ্যার হিসেবে ২০২৩ সালে মোট ৬০ হাজার ২৮টি হামলা হয়েছে৷ ২০০১ সাল থেকে এমন পরিসংখ্যান রেকর্ড করা শুরুর পর থেকে ২০২৩ সালের সংখ্যাটিই সবচেয়ে বেশি বলে জানান ম্যুনশ৷

ঐ অনুষ্ঠানে উপস্থিত থাকা জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, ‘‘এগুলো এমন কাজ যা আমাদের উন্মুক্ত সমাজ ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে যায়৷ এগুলো এমন কাজ, আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে যায়৷''

সংখ্যা এত বাড়ার কারণ হিসেবে ইহুদিবিদ্বেষের ঘটনা বাড়া অন্যতম কারণ বলে অনুষ্ঠানে জানানো হয়৷ ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালানোর পর ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে জার্মানিতে ইহুদিবিদ্বেষের ঘটনা বাড়তে থাকে৷ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এমন ঘটনা দ্বিগুণ হয়েছে বলে জানান জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী৷

ম্যুনশ বলেন, ‘‘৭ অক্টোবরের পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে৷''

জার্মানিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজনীতিবিদদের উপর কয়েকটি হামলাহয়েছে৷ একটি হামলার পর ইউরোপীয় সংসদের এক সদস্যকে মারাত্মক জখম নিয়ে হাসপাতালে যেতে হয়েছে৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব বলছে, ডানপন্থি আদর্শে অনুপ্রাণিত হয়ে করা অপরাধের সংখ্যা গতবছর তার আগের বছরের তুলনায় প্রায় এক-চতুর্থাংশ বেড়েছে৷ এসব অপরাধের মধ্যে আছে কারও বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো, সম্পত্তির ক্ষতি করা, অপমান, ঘৃণার উসকানি দেওয়া, জবরদস্তি করা ও হুমকি দেওয়া এবং সমাবেশের নিয়ম লঙ্ঘন৷

বামপন্থি আদর্শের অনুসারীদের অপরাধও ২০২৩ সালে ১১.৪৮ শতাংশ বেড়েছে৷

ডান বা বামপন্থি আদর্শে অনুপ্রাণিত সহিংস অপরাধের সংখ্যাও ২০২৩ সালে যথাক্রমে ৮.৫৫ ও ৮.৭৯ শতাংশ বেড়েছে৷

জেডএইচ/আরকেসি (ডিপিএ, ইপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ