সিনেমাপ্রেমীদের জন্য ২০২৩ সাল দারুণ একটা বছর হতে যাচ্ছে৷ ক্রিস্টোফার নোলান, মার্টিন স্করসিস, স্টিভ ম্যাককুইনের মতো পরিচালকরা এ বছর সিনেমা উপহার দিতে যাচ্ছেন৷
মুক্তি পেতে যাচ্ছে মিশন ইম্পসিবল এবং ইন্ডিয়ানা জোনসের নতুন সিনেমা৷
দুই বছর করোনার ধাক্কায় বিশ্বজুড়ে সব থিয়েটার ছিল বন্ধ, বাতিল বা বন্ধ হয়েছে অনেক ছবির শ্যুটিং৷ তাই সিনেমাপ্রেমীরা মুখিয়ে ছিলেন অসাধারণ কিছু সিনেমা দেখার অপেক্ষায়৷ গত বছর যেসব বড় ছবি মুক্তি পেয়েছে সেগুলোর সবগুলোই ‘পপকর্ন ব্লকবাস্টার'৷ যেমন: টপ গান: মাভেরিক, অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার, ছিল মিউজিকাল ড্রামা ‘টার', যেখানে অভিনয় করেছিলেন কেট ব্ল্যানচেট৷ কোরিয়ান পরিচালক পার্ক চ্যান উকের থ্রিলার ‘ডিসিশন টু লিভ' মুক্তি পেয়েছিল গতবছর৷
তবে ২০২৩ সিনেমাপ্রেমীদের হতাশ করবে না বলে ধারণা করা হচ্ছে৷ নতুন বছরে ‘অবশ্য দর্শনীয়' বেশ কিছু সিনেমা রয়েছে৷
বায়োপিক
এ বছর তিন মহারথি পরিচালক বিখ্যাত ব্যক্তিদের বায়োপিক নিয়ে থিয়েটারে আসছেন৷ পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি ‘অপেনহাইমার' মুক্তি পাচ্ছে এ বছর৷ কিলিয়ান মার্ফিকে অপেনহাইমারের ভূমিকায় দেখা যাবে৷ এছাড়া এ ছবিতে আরও অভিনয় করছেন এমিলি ব্লান্ট, ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র৷
মাইকেল ম্যানের ছবি ‘ফেরারি' মুক্তি পাচ্ছে এ বছর৷ এটি ইটালিয়ান এক ড্রাইভারের বায়োপিক, যিনি ফেরারি নির্মাণ করেন৷ এনজো ফেরারির ভূমিকায় অভিনয় করবেন অ্যাডাম ড্রাইভার৷ অন্যদিকে, বিখ্যাত পরিচালক মার্টিন স্করসিস মার্কিন প্রেসিডেন্ট থিয়োডর রুজভেল্টের জীবনী নিয়ে নির্মাণ করছেন চলচ্চিত্র ‘রুজভেল্ট'৷ মুখ্য ভূমিকায় থাকছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও৷ এছাড়া স্করসিসের আর একটি বিগ বাজেট মুভি ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন' মুক্তি পাচ্ছে এ বছর৷
মুক্তি পেলো মার্ভেলের নতুন সুপারহিরো ফিল্ম ‘এটার্নালস’
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ২৬তম চলচ্চিত্র ‘এটার্নালস’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো ১৮ অক্টোবর৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই আয়োজনে মার্ভেল ফ্যানদের সামনে হাজির হন কলাকুশলীরা৷
ছবি: Mario Anzuoni/REUTERS
ভক্তদের ভিড়
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন সুপারহিরোদের দেখা মিলবে বড় পর্দায়৷ এ নিয়ে বিশ্বজুড়ে মার্ভেল ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষা৷ পছন্দের চরিত্র এবং সেগুলোকে পর্দায় ফুটিয়ে তোলা পছন্দের তারকাদের কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করেননি অনেকেই৷ রীতিমতো সুপারহিরোদের সাজ সেজে ওয়ার্ল্ড প্রিমিয়ারে হাজির হন অনেক ভক্ত৷
ছবি: Mario Anzuoni/REUTERS
গল্পে নতুনত্ব
এবারের গল্প এটার্নালস নামের এক অমর অ্যালিয়েন প্রজাতিকে নিয়ে৷ হাজার হাজার বছর আত্মগোপনে থাকার পর অবশেষে ডেভিয়েন্টস নামের ভিলেনদের কাছ থেকে পৃথিবীকে রক্ষায় আবার লড়াইয়ে নামে এটার্নালস৷ এই সিনেমায় অনেক নতুন নতুন চরিত্রের সঙ্গে পরিচিত হবেন মার্ভেল ভক্তরা৷
ছবি: Mario Anzuoni/REUTERS
চীনা বংশোদ্ভূত পরিচালক
চীনা বংশোদ্ভূত ক্লোয়ে শাও এর আগে নোমাডল্যান্ডের মতো বেশকিছু চলচ্চিত্র পরিচালনা করে সুনাম কুড়িয়েছেন৷ তবে এটিই মার্ভেলের সঙ্গে তার প্রথম কাজ৷ এর চিত্রনাট্যও লিখেছেন তিনি৷
ছবি: Mario Anzuoni/REUTERS
থেনা চরিত্রে অ্যাঞ্জেলিনা জোলি
এটার্নালস-এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি৷ এই সিনেমায় জোলিকে দেখা যাবে থেনা নামের চরিত্রে৷ কসমিক এনার্জি থেকে যেকোনো অস্ত্র তৈরি করতে পারে থেনা৷ সবচেয়ে শক্তিশালী এটার্নাল গিলগামেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে থেনার৷
ছবি: Mario Anzuoni/REUTERS
আজাক চরিত্রে সালমা হায়েক
এটার্নালদের নেতা আজাক এর চরিত্রে দেখা যাবে সালমা হায়েককে৷ যেকোনো ক্ষত সারিয়ে তোলার ক্ষমতা রয়েছে আজাক এর৷ কমিকসে আজাক চরিত্রটি পুরুষ চরিত্র হলেও সিনেমায় একে নারীর চরিত্রে রূপ দেয়া হয়েছে৷
ছবি: Mario Anzuoni/REUTERS
সেরসি চরিত্রে গেমা চ্যান
মানবজাতি এবং পৃথিবীর সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে সেরসির৷ এই চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী গেমা চ্যান৷ এর আগে ক্যাপ্টেন মার্ভেল সিনেমাতেও দেখা গেছে চ্যানকে, অভিনয় করেছিলেন মিন-এরভা চরিত্রে৷
ছবি: Mario Anzuoni/REUTERS
মাকারি চরিত্রে লরেন রিডলফ
মার্ভেলের প্রথম বধির সুপারহিরো মাকারি চরিত্রে অভিনয় করেছেন লরেন রিডলফ৷ সুপার স্পিড বা দ্রুত গতির ক্ষমতা রয়েছে মাকারির৷ এই চরিত্রে অভিনয়ের জন্য সিনেমা শুরুর আগে পেশীবর্ধনের প্রশিক্ষণ নিয়েছিলেন রিডলফ৷
ছবি: Mario Anzuoni/REUTERS
ইকারিস চরিত্রে রিচার্ড ম্যাডিংটন
সবচেয়ে ক্ষমতাধর এটার্নালদের একজন ইকারিস৷ এই চরিত্রে অভিনয় করেছেন রিচার্ড ম্যাডিংটন৷ ইকারিসের রয়েছে ওড়ার এবং চোখ দিয়ে কসমিক এনার্জি রশ্মি ছোড়ার ক্ষমতা৷
ছবি: Mario Anzuoni/REUTERS
ডেইন হুইটম্যান চরিত্রে কিট হ্যারিংটন
লন্ডনের ন্যাশনাল হিস্টোরি মিউজিয়ামে কাজ করেন ডেইন হুইটম্যান৷ এটার্নালস সিনেমায় মানবজাতির প্রতিনিধিত্ব করা প্রধান চরিত্রগুলোর একটি এটি৷ এই চরিত্রে অভিনয় করেছেন গেম অব থ্রোনসের জন স্নো খ্যাত ব্রিটিশ অভিনেতা কিট হ্যারিংটন৷
ছবি: Mario Anzuoni/REUTERS
স্প্রাইট চরিত্রে লিয়া ম্যাকহিউ
বাস্তবের মতো বিভ্রম তৈরির ক্ষমতা রয়েছে এটার্নাল চরিত্র স্প্রাইটের৷ অমর হলেও স্প্রাইটকে দেখে ১২ বছরের কিশোরীর মতো মনে হয়৷ এ চরিত্রে অভিনয় করেছেন লিয়া ম্যাকহিউ৷
ছবি: Mario Anzuoni/REUTERS
10 ছবি1 | 10
বড় বড় পরিচালকদের বড় বড় ছবি
ডেনিস ভিলেন্যুয়েভ ২০২৩ সালে ফিরছেন সায়েন্স ফিকশন মুভি ‘ডিউন: পার্ট ২' নিয়ে৷ স্টিভ ম্যাককুইনের মুভি ‘ব্লিৎস' মুক্তি পাচ্ছে এ বছর৷
টিল্ডা শুইনটন, টম হ্যাংকস, স্কারলেট জনসন এবং ব্রায়ান ক্রানস্টন অভিনীত ‘অ্যাস্টেরয়েড' মুভিটিও মুক্তি পাচ্ছে এ বছর৷ এটি পরিচালনা করেছেন ওয়েস অ্যান্ডারসন৷
বিখ্যাত চলচ্চিত্র গড ফাদারের পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা ফিরছেন ‘মেগালোপোলিস' মুভি নিয়ে৷ এতে অভিনয় করছেন অ্যাডাম ড্রাইভার, ফরেস্ট হুইট্যাকার এবং লরেন্স ফিশবার্ন৷ এদিকে, টম ক্রুজ আবারো ফিরছেন মিশন ইমপসিবল মুভি নিয়ে৷ কিয়ানু রিভস ফিরছেন জন উইকের নতুন মুভি নিয়ে৷ আর হ্যারিসন ফোর্ডের ইন্ডিয়ানা জোনসের নতুন মুভিও মুক্তি পাচ্ছে এ বছর ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অফ ডেসটিনি৷'
ফিরছে সুপারহিরোরা
এ বছর ‘ট্রান্সফর্মার', ‘স্টার ওয়ার্স' এবং ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' এর সিক্যুয়াল এবং ‘দ্য হাঙ্গার গেমস' এর প্রিকুয়াল মুক্তি পাচ্ছে৷ এছাড়া মুক্তি পাচ্ছে ‘গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি' এবং ‘অ্যান্ট ম্যান' এর প্রিকুয়াল৷ আসছে ‘ক্যাপ্টেন মার্ভেল', ‘অ্যাকোয়াম্যান' এবং ‘শাজ্যাম' এর সিক্যুয়াল৷ কমিক বুক থেকে সিনেমার পর্দায় মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘দ্য ফ্ল্যাশ'৷
টড হেনসের মুভি ‘মে/ডিসেম্বর' মুক্তি পাচ্ছে এ বছর, যেখানে অভিনয় করছেন নাটালি পোর্টম্যান, জুলিয়ান মুর এবং চার্লস মেল্টন৷ এছাড়া এমা স্টোনের ‘দ্য ফেভরেট' মুক্তি পাচ্ছে এ বছর৷
স্কট রক্সবোরাফ/এপিবি
কানের লাল গালিচায় তারকারা
কান চলচ্চিত্র উৎসব মানেই সারা বিশ্বের চলচ্চিত্র সংশ্লিষ্টদের মিলনমেলা৷ ৭৫ তম উৎসবের লাল গালিচায় হাজির হয়েছেন বিভিন্ন দেশের নামিদামি তারকার৷ ছবিঘরে দেখুন তাদের কয়েকজনকে...
ছবি: ERIC GAILLARD/REUTERS
এমিলিয়া শুলে
রাশিয়ান বংশোদ্ভুত জার্মান অভিনেত্রী এমিলিয়া শুলেকে দেখা যাচ্ছে ছবিতে৷ ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে ফরাসি চলচ্চিত্র ‘ফাইনাল কাট’ এর প্রদর্শনীতে হাজির হন তিনি৷
ছবি: STEPHANE MAHE/REUTERS
টালিয়া স্টর্ম
ব্রিটিশ সংগীতশিল্পী ও টেলিভিশন তারকা টালিয়া স্টর্ম হাজির হন এমন রঙিন পোশাকে৷
ছবি: STEPHANE MAHE/REUTERS
ফ্রিডেরিক বেল
সাদা পোশাকে লাল গালিচা আলোকিত করেন ফরাসি মডেল ফ্রেডেরিক বেল৷