1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২৪ থেকে নতুন রূপে চ্যাম্পিয়নস লিগ

১১ মে ২০২২

গতবছর এপ্রিলে ইউরোপের ১২টি বড় ফুটবল ক্লাব ‘সুপার লিগ' শুরুর ঘোষণা দিয়েছিল৷ উয়েফাসহ ক্লাবগুলোর সমর্থক ও খেলোয়াড়রা তার প্রতিবাদ করলে সেই পরিকল্পনা সফল হতে পারেনি৷

UEFA Champions League Pokal
ফাইল ফটোছবি: Nick Potts/PA/IMAGO

তবে সুপার লিগের কারণে ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের বর্তমান ফরম্যাটে কিছু পরিবর্তনের প্রস্তাব করেছিল উয়েফা৷ মঙ্গলবার উয়েফার নির্বাহী বোর্ডে সেগুলো পাস হয়েছে৷ ফলে ২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগের নতুন রূপ দেখা যাবে৷

যেসব পরিবর্তন আসছে:

  • দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে ৩৬ হবে৷ অতিরিক্ত চার দলের একটি আসবে উয়েফার জাতীয় ফুটবল সংস্থার ব়্যাংকিংয়ের পঞ্চম স্থানে থাকা সংস্থার আয়োজিত চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থানে থাকা দল৷ দুটি দল আসবে সেরা দুটি জাতীয় ফুটবল সংস্থা থেকে৷ এক্ষেত্রে পূর্ববর্তী মৌসুম যে দুই সংস্থার ক্লাবগুলো বেশি পয়েন্ট (অর্জিত পয়েন্টকে ক্লাব সংখ্যা দিয়ে ভাগ করে) অর্জন করতে পারবে সেই দুটি সংস্থা বেছে নেয়া হবে৷ উদাহরণ হিসেবে বলা যায়, যদি এই মৌসুম গণনায় ধরা হয় তাহলে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের দুটি দল সুযোগ পাবে৷
  • বর্তমানে প্রথম রাউন্ড যেভাবে খেলা হচ্ছে সেটা পরিবর্তিত হয়ে একটি লিগভিত্তিক খেলা হবে৷ সেক্ষেত্রে প্রতিটি দল আটটি দলের বিরুদ্ধে আটটি ম্যাচ খেলবে (চারটি ঘরের মাঠে, চারটি প্রতিদ্বন্দ্বীর মাঠে)৷ বর্তমানে একটি দল হোম অ্যাণ্ড অ্যাওয়ে ভিত্তিতে তিনটি দলের বিরুদ্ধে ছয়টি ম্যাচ খেলে৷ প্রথম রাউন্ডের লিগের সেরা আট দল পরবর্তী রাউন্ডে (শেষ ষোলোতে) চলে যাবে৷ আর নবম থেকে ২৪তম পর্যন্ত দলগুলো দুই পর্বের প্লে-অফ খেলে শেষ ষোলোতে জায়গা নেবে৷

চ্যাম্পিয়নস লিগের এই নতুন ফরম্যাট ইউরোপা লিগ ও ইউরোপা কনফারেন্স লিগেও অনুসরণ করা হবে৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ