২০২৪ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস
২৫ মে ২০২৩
ফ্লোরিডার গভর্নর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, রিপাবলিকান শিবিরে তিনি প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ছবি: Phil Sears/AP Photo/picture alliance
বিজ্ঞাপন
২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেন একসময় তার সহকর্মী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস।
বুধবার রন জানিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য সমস্ত কাগজপত্র তিনি নির্বাচনী কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন। এর ফলে রিপাবলিকান দলের ভিতর রনের সঙ্গে ট্রাম্পের লড়াই হবে। শেষ পর্যন্ত রিপাবলিকান ভোটাররা যাকে নির্বাচিত করবেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থীর সঙ্গে লড়বেন।
বুধবার ডিস্যানটিসের প্রার্থী হওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। টুইটারের মালিক ইলন মাস্কের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডিস্যানটিস। কিন্তু টুইটারে তা আপলোড হওয়ার পর বেশ কিছু গোলযোগ দেখা দেয়। সাক্ষাৎকারটি ঠিকমতো শোনা যায় না। যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরে অবশ্য সমস্যার সমাধান হয়। ওই সাক্ষাৎকারেই ডিস্যানটিস জানিয়েছিলেন, তিনি নির্বাচনে লড়বেন।
১১ মে শেষ হলো ট্রাম্প আমলের নিষেধাজ্ঞা৷ এরপর থেকে মেক্সিকোর অভিবাসীরা আরো সহজে যুক্তরাষ্ট্রে যেতে পারবেন৷ সীমান্তের দুই পাড়েই নানা সংকট রয়েছে৷
ছবি: HERIKA MARTINEZ/AFP
তারকাঁটার বেড়ার পেছনে
৪০ মাসের নিষেধাজ্ঞার পর ১১ মে শেষ হলো যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ সংক্রান্ত প্রবেশ নিষেধাজ্ঞা৷ একইসঙ্গে ডনাল্ড ট্রাম্পের আমলে ২০২০ সালের মার্চে নেয়া বিতর্কিত অভিবাসন নীতির ‘টাইটেল ৪২’-ও তুলে নেয়া হচ্ছে৷
ছবি: PATRICK T. FALLON/AFP
বাধা ডিঙ্গানো
আইনগত বিশেষ বাধা তুলে নেয়ার কারণে অ্যামেরিকায় অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন করে আশার সঞ্চার হলো৷ বাধা থাকার সময় থেকে আজ পর্যন্ত প্রায় ২৫ লাখ মানুষকে ঢুকতে দেয়নি যুক্তরাষ্ট্র৷
ছবি: HERIKA MARTINEZ/AFP/Getty Images
ধারা ৪২-এর বদলে ধারা ৮
ধারা ৪২-এর জায়গায় ধারা ৮ যোগ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে, যদি কেউ নিজ দেশে অত্যাচার বা নির্যাতনের শিকার হন তাহলে তিনি যু্ক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন করতে পারবেন৷ যারা আশ্রয় আবেদন করেননি, তাদের অবিলম্বে ফেরত পাঠানো হবে৷
ছবি: PATRICK T. FALLON/AFP
ভুল বোঝাবুঝির ঝুঁকি
তবে ৪২ ধারা রদের ফলে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অনেক মানুষ অভিবাসনের আশায় ভিড় জমাতে পারেন৷ কারণ তাদের কাছে ধারা ৪২ না থাকা মানে হলো নিয়ম শিথিল হয়ে পড়া৷
ছবি: ALFREDO ESTRELLA/AFP
নিরাপত্তার আশা
এই নারীর মতো মেক্সিকোর রিও গ্রান্ডে নদীর ধারে অনেকেই আশায় আছেন যুক্তরাষ্ট্রে গিয়ে দারিদ্র্য, সহিংসতা এবং নানা সামাজিক ও পরিবেশগত ঝুঁকি এড়াতে পারবেন৷ অধিক নিরাপদ জীবন পাবেন৷
ছবি: ALFREDO ESTRELLA/AFP
ওপারে, তবে স্বাভাবিক জীবনে নয়
যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী শহরগুলোতে অভিবাসীর সংখ্যা বেড়েছে৷ এল পাসোতে এই অভিবাসীরা ফেরত পাঠানোর ঝুঁকি এড়িয়েছেন৷ কিন্তু তাদের থাকতে হচ্ছে রাস্তায়৷ শিশুরা ভিক্ষা করছে৷ জীবনমান ভালো নয়৷
ছবি: PATRICK T. FALLON/AFP
দুই বেড়ার মাঝখানে
৪২ ধারা রদ হলে তাদের ওপাড়ে যাওয়া নিশ্চিত হবে কি না তা নিশ্চিত নয়৷ তবে ‘নো ম্যানস ল্যান্ড’-এ অনেক মানুষ অপেক্ষায় আছেন৷ বাইডেন প্রশাসন অনিয়মিত প্রবেশকে শক্ত হাতে দমন করবে বলে জানিয়েছে৷
ছবি: GUILLERMO ARIAS/AFP
7 ছবি1 | 7
৪৪ বছরের এই গভর্নর ক্ষমতায় এলে কী করবেন, তারও একটি রূপরেখা দিয়েছেন। তিনি জানিয়েছেন, অ্যামেরিকার সীমান্তে তিনি পাঁচিল তৈরি করবেন। মেক্সিকোর ড্রাগ মাফিয়াদের আটকাতে এবং অবৈধ অনুপ্রবেশ আটকাতে এই ব্যবস্থা করা হবে। এছাড়াও আরো বেশ কিছু কাজের কথা বলেছেন তিনি। নিজের কম বয়সকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি।
একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ফ্লোরিডার গভর্নর। তবে পরে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব খানিক বারে। রিপাবলিকান শিবিরের অনেকেই মনে করছেন, ট্রাম্পকে রীতিমতো টক্কর দেবেন ডিস্যানটিস। ফলে বিষয়টি ট্রাম্প শিবিরের যথেষ্ট মাথাব্যথার কারণ হতে পারে।
অন্যদিকে, ডিস্যানটিসের ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট করেছেন। যেখানে বলা হয়েছে, বাইডেন এবং হ্যারিসের পাশে দাঁড়ান। সাহায্য করুন। নির্বাচনী ফান্ড তোলার একটি পোস্টার শেয়ার করেছেন তিনি।