1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজউত্তর অ্যামেরিকা

২০২৪ সালের নির্বাচনে লড়বেন ট্রাম্প

১৬ নভেম্বর ২০২২

মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য কাগজ জমা দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন ট্রাম্প
ছবি: zz/Dennis Van Tine/STAR MAX/IPx/picture alliance

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্প লড়বেন কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। ট্রাম্প এবিষয়ে কখনোই মুখ খোলেননি। মঙ্গলবার বিকেলে তিনি নির্বাচনে লড়ার জন্য কাগজপত্র জমা দিয়েছেন। মঙ্গলবারই এবিষয়ে প্রথম মুখ খুলেছেন তিনি।

ফ্লোরিডায় কাগজ জমা দিয়ে সমর্থকদের মুখোমুখি হয়েছিল ট্রাম্প। সেখানে তিনি বলেছেন, ''আজ থেকে লড়াই শুরু হলো। অ্যামেরিকাকে ফের পুরনো গৌরবে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এখন প্রথম কর্তব্য হলো, অ্যামেরিকাকে বামপন্থি ডেমোক্র্যাটদের হাত থেকে রক্ষা করা।'' ট্রাম্প দাবি করেছেন, ২০২০ সালে অর্থনৈতিক মন্দা হয়েছিল। কিন্তু রেকর্ড সময়ে তিনি সেই মন্দা থেকে দেশকে উদ্ধার করেছিলেন। মন্দার সময়ে তিনি মানুষের হাতে অর্থ পৌঁছে দিয়েছিলেন। তার দাবি, চলতি সময়ে অর্থনৈতিক মন্দা সামলাতে পারছেন না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।

ট্রাম্পের টুইটার নিষেধাজ্ঞা তুলে দেবেন মাস্ক

01:11

This browser does not support the video element.

যদিও ট্রাম্পের এই দাবি নিয়ে নানা মহলে নানা অভিমত আছে। ট্রাম্প সমর্থকেরা এই দাবি মেনে নিলেও, ট্রাম্পবিরোধীদের বক্তব্য, ট্রাম্পের কথার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা নেই। দেশকে কখনোই অর্থনৈতিক মন্দার হাত থেকে ট্রাম্প রক্ষা করতে পারেননি। বরং অর্থনীতির হাল আরো বেহাল হয়েছিল তার সময়ে।

ট্রাম্প এদিন তার সমর্থকদের জানিয়েছেন, ২০২৪ সাল পর্যন্ত অভূতপূর্ব প্রচারের পরিকল্পনা করেছেন তিনি। এমন প্রচার অ্যামেরিকা আগে কখনো দেখেনি। বস্তুত, সম্প্রতি ফ্লোরিডার গভর্নরের জন্য একাধিকবার প্রচার করেছেন ট্রাম্প। তিনিও রিপাবলিকান প্রার্থী হিসেবে ২০২৪ সালের প্রেসিডেন্ট ভোটে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। ফলে তার সঙ্গে ট্রাম্পের কড়া প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে।

মধ্যবর্তী নির্বাচনে অনেকেই ভেবেছিলেন রিপাবলিকানরা অত্যন্ত ভালো ফল করবে। কিন্তু বাস্তবে তা হয়নি। যদিও রিপাবলিকানদের জন্য প্রচারে নেমেছিলেন ট্রাম্প। রিপাবলিকানদের একটি অংশের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা এখনো অটুট থাকলেও, একটি অংশ মনে করে, ট্রাম্পের জন্যই রিপাবলিকানদের এই বিপর্যয়। যদিও এদিন ট্রাম্প নির্বাচনে প্রার্থী হবেন, একথা ঘোষণা করার পর তার সমর্থকদের মধ্যে সাড়া পড়ে গেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, বিবিসি, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ