২০২৬-এর পুরুষদের বিশ্বকাপ ফুটবলে র মূল পর্বে খেলবে ৪৮টা দল। ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপও হবে।
বিজ্ঞাপন
২০২৬-এ পুরুষদের বিশ্বকাপ ফুটবলের আসর বসছে তিন দেশে, অ্যামেরিকা, ক্যানাডা ও মেক্সিকোতে। অ্যামেরিকার ১১, মেক্সিকোর তিন ও ক্যানাডার দুইটি শহরে বিশ্বকাপের খেলা হবে। সেখানে মোট ১২টি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপে চারটে করে দল। ফিফা কাউন্সিল এই সূচি অনুমোদন করেছে।
২০২৬-এর বিশ্বকাপ ফাইনাল হবে রোববার, ১৯ জুলাই। তার আগে প্রথমে গ্রুপ পর্বের খেলা হবে। গ্রুপের প্রথম দুইটি দল ও তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দলকে নিয়ে মোট ৩২টি দল পরের পর্বে খেলবে। প্রতিটি দল যাতে যথেষ্ট পরিমাণে বিশ্রাম পায় সেদিকে নজর রাখা হবে। ৪০ দিন ধরে ১০৪টা ম্যাচ খেলা হবে।
গত বিশ্বকাপের মূল পর্বে ৩২টি টিম ছিল। এবার ১৬টা টিম বেশি খেলবে।
২০২২ ফুটবল বিশ্বকাপের সেরা একাদশ
বিশ্বকাপের সেরা একাদশে কে কে থাকবেন? বিশ্লেষকরা মেসি বা এমবাপ্পের একাদশে থাকা নিয়ে সংশয়হীন হলেও, একমত নন অনেকের ব্যাপারে৷ সব বিশ্লেষণ করে এই সেরা একাদশ দাঁড় করিয়েছেন ডয়চে ভেলের যুবায়ের আহমেদ৷
ছবি: Richard Gordon/Icon Sportswire/IMAGO
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ (ক্রোয়েশিয়া)
আর্জেন্টিনার এমি মার্টিনেজ বা মরক্কোর বোনোর সঙ্গে পাল্লা দিয়ে বেশিরভাগ ক্রীড়া বিশ্লেষকের তালিকায় গোলরক্ষকের জায়গাটি ক্রোয়েশিয়ার ডমিনিক লিভাকোভিচের৷ জাপানের বিপক্ষে পেনাল্টি শুটআউটে তিনি তিনটি বল সেভ করেন এবং পরে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে রডরিগোর বল ঠেকিয়ে দিয়ে দলকে জয়ের পথ দেখান৷ এছাড়া টুর্নামেন্টে বেশ কয়েকটি অসাধারণ সেভ করেন তিনি৷
লেফট ব্যাক হিসেবে বেশ কয়েকজনের নাম এসেছে৷ তাদের মধ্যে ফ্রান্সের থিও হার্নান্দেজও এগিয়ে আছেন৷ ইংল্যান্ডের লুক শয়ের নামও বলছেন কেউ কেউ৷ তবে মাঠে মার্কোস আকুনার অল রাউন্ড পারফরম্যান্সের কারণে তাকেই এই জায়গার জন্য বেছে নিয়েছেন একাধিক বিশ্লেষক৷
ছবি: Ebrahim Noroozi/AP/picture alliance
সেন্টার ব্যাক: জোসকো গভারদিওল (ক্রোয়েশিয়া)
মাস্ক পরা জোসকো গভারদিওল নজর কেঁড়েছেন সবার৷ সেমিফাইনালে লিওনেল মেসির কাছে বিশেষ করে তৃতীয় গোলের সময় যেভাবে ধরাশায়ী হয়েছেন, তাতে তার কিছুটা সমালোচনা হলেও, বিশ্বকাপে বাদবাকী ম্যাচে বেশ ভালো খেলেছেন৷ তাই তাকে একাধিক বিশ্লেষক রেখেছেন একাদশে৷
ছবি: Manu Fernandez/AP/picture alliance
সেন্টার ব্যাক: হ্যারি ম্যাগুয়ার (ইংল্যান্ড)
বরাবরই আন্তর্জাতিক ফুটবলে ভালো খেলেন হ্যারি ম্যাগুয়ার৷ ইংলিশদের রক্ষণভাগ আগলে রেখে এবারও তার সাক্ষর রেখেছেন তিনি৷ সেন্টার ব্যাকে আরো যাদের নাম এসেছে, তাদের মধ্যে আর্জেন্টিনার ওটামেন্ডি ও ফ্রান্সের রাফায়েল ফারানে অন্যতম৷
ছবি: Robert Michael/dpa/picture alliance
মিডফিল্ডার: সোফিয়ান আমরাবাত (মরক্কো)
ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বেশ কয়েকজনের তালিকায় রয়েছে এই মরোক্কানের নাম৷ এই ২৬ বছর বয়সি শুধু খেলাটাকেই ভালো করে পড়তে পারেন তাই নয়, ট্যাকলিংও জানেন ভালো৷
ছবি: LEE SMITH/REUTERS
মিডফিল্ডার: জুড বেলিংহাম (ইংল্যান্ড)
ইংলিশ সৃজনশীল মিডফিল্ডার জুড বেলিংহামের নাম এসেছে একাধিক তালিকায়৷ তার খাতায় আমরাবাত বা সুয়ামেনির চেয়ে বেশি ট্যাকল, মডরিচের চেয়ে বেশি অ্যাসিস্ট, ডি ব্রয়নের চেয়ে বেশি টেকঅনের সংখ্যা লেখা আছে৷ তাকে বলা হয় কমপ্লিট প্যাকেজ৷
ছবি: Mike Egerton/PA Images/IMAGO
মিডফিল্ডার: অ্যান্টয়েনে গ্রিজমান (ফ্রান্স)
বলা হচ্ছে, গ্রিজমানই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে যাচ্ছেন৷ গত বিশ্বকাপেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই প্লেমেকার, এবার সেটি ছাড়িয়ে গেছেন৷ শুধু গ্রুপ পর্বেই ১১টি সুযোগ সতীর্থদের তৈরি করে দিয়ে সবার চেয়ে এগিয়ে গেছেন তিনি৷ অধিকাংশ বিশ্লেষকই তাকে তালিকায় রেখেছেন৷
ছবি: Yukihito Taguchi/USA TODAY Network/IMAGO
স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
২৩ বছর বয়সে পরপর দুই বিশ্বকাপের ফাইনাল খেলা চাট্টিখানি কথা নয়৷ সেই কাজটি করেছেন কিলিয়ান এমবাপ্পে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে৷ দুই বিশ্বকাপে তার গোলসংখ্যা ১২৷ তাই একাদশে তিনি থাকবেনই, সেটা না বললেও চলে৷
ছবি: Thanassis Stavrakis/AP/picture alliance
স্ট্রাইকার: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
লিওনেল মেসি সর্বকালের সেরাদের একজন৷ এবারের বিশ্বকাপে গোল করা, অসাধারণ দক্ষতায় অ্যাসিস্ট করা এসব ছাড়িয়েও তিনি হয়েছেন নেতা মেসি৷ তার আবেগ আর একাগ্রতা দলকে করেছে উজ্জীবিত৷
ছবি: Tom Weller/dpa/picture alliance
স্ট্রাইকার: ইউলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা)
ফ্রান্সের জিরু না আর্জেন্টিনার আলভারেজ? একাদশে কে হবেন আরেক স্ট্রাইকার? দু’জনেরই নাম এসেছে একাধিক তালিকায়৷ তবে বেশি এসেছে আলভারেজের নাম৷ যদিও জিরু বেশি শট নিয়েছেন, তবে ‘ইমপ্যাক্ট’ বেশি ছিল আলভারেজের৷
ছবি: Tom Weller/dpa/picture alliance
11 ছবি1 | 11
প্রথমে ভাবা হয়েছিল মোট ১৬টি গ্রুপ হবে। প্রতিটি গ্রুপে তিনটি করে টিম থাকবে। কিন্তু পরে তা বদল করে ১২টা গ্রুপ করা হয়েছে। সোমবার রাতে ফিফার প্রেসিডেন্টের সঙ্গে ছয়টি কনফেডারেশনের কর্তারা দেখা করেছিলেন। তারা কেউই এই সূচি নিয়ে কোনোরকম আপত্তি জানাননি।
ক্লাব বিশ্বকাপ
বিশ্বের সেরা ৩২টি ক্লাবকে নিয়ে ২০২৫ সালের জুনে ফিফা ক্লাব বিশ্বকাপ হবে। এই ক্লাব বিশ্বকাপের আসরও চার বছর পরপর বসবে।
২০২৩ : খেলাধুলায় তিন বিশ্বকাপ ও চার বিশ্বচ্যাম্পিয়নশিপের বছর
নতুন বছরে খেলাধুলার অঙ্গনে প্রায় প্রতি মাসেই বড় কোনো-না-কোনো আয়োজন থাকবে৷ বিশ্বকাপ থাকবে তিনটি, পাশাপাশি থাকবে চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন৷ দেখুন ছবিঘরে...
ছবি: Thor Wegner/DeFodi Images/picture alliance
পুরুষদের হ্যান্ডবল বিশ্বচ্যাম্পিয়নশিপ
ক্রীড়াঙ্গনের ২০২৩ সাল শুরু হচ্ছে পুরুষ্দের হ্যান্ডবল বিশ্বচ্যাম্পিয়নশিপ দিয়ে৷ পোল্যান্ড এবং সুইডেনের যৌথ এ আয়োজন শুরু হবে ১১ জানুয়ারি৷ ৩২টি দেশের এ শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে ২৯ জানুয়ারি৷
ছবি: Petr David Josek/AP Photo/picture alliance
স্কি বিশ্বচ্যাম্পিয়নশিপ
ফেব্রুয়ারি মাসেও থাকছে খেলাধুলার বিশ্ব আসর৷ ৬ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ফ্রেঞ্চ আল্পসে অনুষ্ঠিত হবে এফআইএস আল্পাইন ওয়ার্ল্ড স্কি চ্যাম্পিয়নশিপ৷
ছবি: Marcel Bieri/KEYSTONE/dpa/picture alliance
৫৭তম সুপার বোল
সারা বিশ্বের কোটি কোটি মানুষ ১২ ফেব্রুয়ারি চোখ রাখবেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অনুষ্ঠেয় ৫৭তম সুপারবোল আসরের দিকে৷ এমনকি যারা রাগবির নিয়ম ভালোভাবে জানেন না তাদের অনেকেরও মনযোগ কাড়বে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতা৷
ছবি: Keith Birmingham/The Orange County Register/AP
আইস হকি বিশ্বচ্যাম্পিয়নশিপ
পুরুষদের আইআইএইচএফ আইস হকি বিশ্বচ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক ফিনল্যান্ড এবং লাটভিয়া৷ আসরটি ১২ মে শুরু হয়ে চলবে ২৮ মে পর্যন্ত৷
ছবি: Martin Meissner/AP Photo/picture alliance
জার্মানিতে স্পেশাল অলিম্পিকস সামার গেমস
ফিনল্যান্ড ও লাটাভিয়ার বরফে হকির প্রতিযোগিতা শেষ হওয়ার সপ্তাহ দুয়েক পরই বার্লিনে শুরু হবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সবচেয়ে বড় গ্রীষ্মকালীন প্রতিযোগিতা স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস৷ এই প্রথম জার্মানিতে বসছে এ আসর৷ রাজধানী বার্লিনের ১৫টি ভেন্যুতে ১৭ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে এ আসর৷
ছবি: Dominika Zarzycka/NurPhoto/picture alliance
ট্যুর ডি ফ্রান্স
সাইক্লিংয়ের সবচেয়ে ঐতিহ্যবাহী, সবচেয়ে বড় এ আয়োজনের ‘চাকা’ ঘুরতে শুরু করবে আগামী ১ জুলাই৷ ট্যুর ডি ফ্রান্সের ১১০তম এ আসর শুরু হবে স্পেনের বিলবাও শহরে, শেষ হবে ২৩ জুলাই, প্যারিসে৷
এই প্রথম মোট ৩২টি দেশ অংশ নেবে মেয়েদের ফুটবল বিশ্বকাপে৷ ২০ জুলাই থেকে ২০ আগস্ট – এই এক মাসের এ আয়োজনের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড৷
ছবি: Daniela Porcelli/AA/picture alliance
অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ
অ্যাথলেটদের শ্রেষ্ঠত্বের এ লড়াইও হবে আগস্টে৷ ১৯ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২৭ আগস্ট৷ এবারের আয়োজক হাঙ্গেরি৷ সুতরাং আশা করা যায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সবচেয়ে বড় এ আসরকে ঘিরে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তখন পর্যটকদের ভিড় বাড়বে৷
ছবি: Kai Pfaffenbach/REUTERS
বাস্কেটবল বিশ্বচ্যাম্পিয়নশিপ
বাস্কেটবল বিশ্বচ্যাম্পিয়নশিপের ২০২৩-এর আসরটি হবে তিন দেশে৷ ফিলিপাইন্স, জাপান এবং ইন্দোনেশিয়া- অর্থাৎ এশিয়ার তিন দেশে আসর ২৫ আগস্ট শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত৷
ছবি: firo Sportphoto/Intime/picture alliance
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ
অক্টোবর থেকে ক্রিকেটামোদীদের ওয়ানডে বিশ্বকাপে ডুবে থাকার পালা৷ নভেম্বরে শেষ হবে এ আয়োজন৷ ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের আয়োজক ভারত৷
ছবি: Mark Baker/AP Photo/picture alliance
এশিয়া কাপ ফুটবল
করোনার কারণে চীন অপারগতা প্রকাশ করায় জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় এএফসি এশিয়ান কাপ বিশ্বকাপের মতোই শীতে আয়োজনের কথা বিবেচনায় নেয় এএফসি৷ সব ঠিক থাকলে বিশ্বকাপের আয়োজক কাতার এ আসরটিও আয়োজন করবে৷ ডিসেম্বরে সম্ভব না হলে ২০২৪-এর জানুয়ারিতেও শুরু হতে পারে এ আয়োজন৷
ছবি: Cao Can/Xinhua/picture alliance
11 ছবি1 | 11
২০২১ থেকে ২০২৪ পর্যন্ত যে ক্লাবগুলি প্রধান প্রতিযোগিতায় জয়ী হবে, তারা মূল পর্বে খেলবে। ইউরোপের ১২টি দল এখানে খেলতে পারবে। তার মধ্যে চেলসি ও রিয়েল মাদ্রিদ ইতিমধ্যেই ২০২১ ও ২০২২-এর চ্যাম্পিয়নস লিগ জেতার সুবাদে খেলার সুযোগ পেয়ে গেছে।
অন্য দলগুলিকে চার বছরের ক্লাব রেঙ্কিং দেখে সুযোগ দেয়া হবে।