২০২৬ বিশ্বকাপ ফাইনাল নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে
৫ ফেব্রুয়ারি ২০২৪
২০২৬-এর ১৯ জুলাই পুরুষদের ফুটবল বিশ্বকাপ ফাইনাল হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। শুরু হবে মোক্সিকোতে।
বিজ্ঞাপন
শুরু ১১ জুন, ফাইনাল ১৯ জুলাই। ২০২৬ সালে দীর্ঘ একমাস আটদিন ধরে ৪৮টি দেশকে নিয়ে হবে পুরুষদের ফুটবল বিশ্বকাপের আসর।
মেক্সিকো, ক্যানাডা, যুক্তরাষ্ট্রে বসবে এই ফুটবল বিশ্বকাপের আসর। এই প্রথম তিন দেশে ফুটবল বিশ্বকাপ হবে। এই প্রথমবার ৪৮টি দলকে নিয়ে হবে। মোট ম্যাচ হবে ১০৯টি।
তবে ফাইনাল কোথায় হবে তা নিয়ে নিউ ইয়র্ক ও ডালাসের মধ্যে প্রবল লড়াই হয়েছে। তবে শেষ হাসি হেসেছে নিউ ইয়র্ক/নিউ জার্সি। সেখানে মেটলাইফ স্টেডিয়ামেই ফাইনাল হবে। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই ঘোষণা করেছেন।
ইনফান্তিনো বলেছেন, এতগুলি দেশকে নিয়ে, এত সংঘাতময় পুরুষদের বিশ্বকাপ ফুটবল আর স্বপ্ন নয়, তা বাস্তবে পরিণত হবে ২০২৬ সালে। ১৬টি স্টেট অফ আর্ট স্টেডিয়ামে ১০৯টি ম্যাচ হবে। মেক্সিকোতে উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে নিউ ইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল পর্যন্ত এই প্রতিযোগিতাই হবে গেম চেঞ্জিং টুর্নামেন্ট। শুধু নতুন রেকর্ড হবে তাই নয়, তৈরি হবে এক নতুন ঐতিহ্য।
তিন মহাদেশের ছয় দেশে ২০৩০-এর বিশ্বকাপ ফুটবল
ফিফার চমক। ২০৩০ সালে পুরুষদের বিশ্বকাপ ফুটবল হবে তিন মহাদেশের ছয় দেশে। এই প্রথমবার তিন মহাদেশ-জুড়ে বিশ্বকাপ হবে।
ছবি: Mike Egerton/empics/picture alliance
কোথায় হবে?
ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ অ্যামেরিকার ছয়টি দেশে পুরুষদের বিশ্বকাপ ফুটবল হবে। এই দেশগুলি হলো, স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। ছবিতে তিন মহাদেশে বিশ্বকাপ ফুটবলের ঘোষণা করছেন ফিফার প্রেসিডেন্ট।
ছবি: FIFA/REUTERS
দক্ষিণ অ্যামেরিকার তিন দেশ কেন?
১৮৩০ সালে উরুগুয়েতে শুরু হয়েছিল ফিফা আয়োজিত পুরুষদের বিশ্বকাপ ফুটবল। ২০৩০ সালে তার শতবর্ষপূর্তি হবে। সেজন্যই দক্ষিণ অ্যামেরিকার তিন দেশে খেলা হবে। তবে এই তিনটি দেশই শুরুর তিনটি ম্যাচ আয়োজন করবে। ছবিতে দক্ষিণ অ্যামেরিকার তিন দেশের ফুটবল কর্তারা।
ছবি: Norberto Duarte/AFP
চূড়ান্ত অনুমোদন
তিন মহাদেশের ছয় দেশে বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফার গভর্নিং বডি। আগামী বছর ফিফার কংগ্রেসে ২১১টি ফেডারেশনের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত অনুমোদন করবে। তবে সেটা নিছক আনুষ্ঠানিকতা। ছবিটি কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপার নেইমারের।
ফিফা-র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বক্তব্য হলো, ''বিভক্ত বিশ্বে ফিফা ও ফুটবল সবাইকে এক করছে। সবাই মিলে আমরা এই সুন্দর খেলার বিশ্বকাপের শতবর্ষ পালন করব।''
ছবি: FIFA/REUTERS
৪৮ দলের ১০৪ ম্যাচ
এই বিশ্বকাপে ৪৮টি দল ১০৪টি ম্য়াচ খেলবে। বিশ্বকাপ শুরু হবে উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়েতে। তারপর স্পেন, পর্তুগাল ও মরক্কোয় ম্যাচগুলি হবে। অনেকগুলি দেশ ঘুরে ম্যাচ খেলতে হবে। ফলে ফুটবলার, কর্মকর্তা ও দর্শকদের অনেকগুলি দেশে যেতে হবে। ছবিতে মেসির হাতে বিশ্বকাপ।
ছবি: Matthias Koch/IMAGO
এতগুলি দেশ কেন?
২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল করা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। বিশেষ করে কাতারের মতো কম জনসংখ্যার ছোট দেশে এতবড় ফুটবল প্রতিযোগিতার আসর নিয়ে কম কথা শুনতে হয়নি ফিফা-কে। এনিয়ে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগও উঠেছিল। তাই এবার অনেকগুলি দেশে বিশ্বকাপের আসর বসবে। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলও হবে যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও মেক্সিকোতে।
ছবি: FIFA/REUTERS
6 ছবি1 | 6
আটলান্টা ও ডালাসে সেমিফাইনাল খেলা হবে। তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচ হবে মিয়ামিতে। কোয়ার্টার ফাইনাল হবে লস এঞ্জেলেস, কানসাস সিটি, মিয়ামি ও বস্টনে।
তিনটি দেশের ১৬টি শহরে বিশ্বকাপের ম্যাচ হবে। তবে সবচেয়ে বেশি ম্যাচ হবে অ্যামেরিকায়।
১৯৯৪ সালের পুরুষদের বিশ্বকাপ ফুটবলের আসর বসেছিল অ্য়ামেরিকায়। সেবার লস এঞ্জেলেসের কাছে পাসাডেনার রোস বোলে ফাইনাল হয়।
নিউ ইয়র্কেও পুরনো স্টেডিয়ামে সেবার ম্যাচ হয়েছিল। তবে সেই স্টেডিয়াম ভেঙে ফেলা হয়েছে। ২০১০ সালে মেটলাইফ স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। হাডসন নদীর ধারে এই স্টেডিয়ামে ৮২ হাজার পাঁচশ আসন আছে।
তবে মেক্সিকোর অ্য়াজটেকা স্টে়ডিয়ামও একটা রেকর্ড করবে। ১৯৭০, ১৯৮৬-র তৃতীয়বারের জন্য এখানে বিশ্বকাপের ম্যাচ হবে।