দাবি জানাবে না অস্ট্রেলিয়া। তাই ২০৩৪ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ সৌদি আরবেই হতে চলেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার ছিল বিডিংয়ে অংশ নেয়ার শেষ দিন। কিন্তু অস্ট্রেলিয়া জানিয়ে দেয়, তারা আগ্রহী নয়। ফলে একমাত্র সৌদি আরবই পুরুষদের বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য দাবি জানিয়েছে। তাই কোনো অঘটন না ঘটলে ২০৩৪ সালের বিশ্বকাপ ফুটবলের আসর বসতে চলেছে সৌদি আরবে। কাতারের পর মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ এই আয়োজন করবে।
২০৩০ সালে পুরুষদের বিশ্বকাপ ফুটবলের আয়োজন করার জন্য মরক্কো-পর্তুগাল-স্পেন একমাত্র দাবিদার ছিল। সেখানেই বিশ্বকাপ হবে। তবে বিশ্বকাপের একশ বছর পূর্তির জন্য আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে তাদের প্রথম ম্যাচটি নিজেদের দেশে খেলবে।
২০২৬ সালের পুরুষদের বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ক্যানাডায়।
তিন মহাদেশের ছয় দেশে ২০৩০-এর বিশ্বকাপ ফুটবল
ফিফার চমক। ২০৩০ সালে পুরুষদের বিশ্বকাপ ফুটবল হবে তিন মহাদেশের ছয় দেশে। এই প্রথমবার তিন মহাদেশ-জুড়ে বিশ্বকাপ হবে।
ছবি: Mike Egerton/empics/picture alliance
কোথায় হবে?
ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ অ্যামেরিকার ছয়টি দেশে পুরুষদের বিশ্বকাপ ফুটবল হবে। এই দেশগুলি হলো, স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। ছবিতে তিন মহাদেশে বিশ্বকাপ ফুটবলের ঘোষণা করছেন ফিফার প্রেসিডেন্ট।
ছবি: FIFA/REUTERS
দক্ষিণ অ্যামেরিকার তিন দেশ কেন?
১৮৩০ সালে উরুগুয়েতে শুরু হয়েছিল ফিফা আয়োজিত পুরুষদের বিশ্বকাপ ফুটবল। ২০৩০ সালে তার শতবর্ষপূর্তি হবে। সেজন্যই দক্ষিণ অ্যামেরিকার তিন দেশে খেলা হবে। তবে এই তিনটি দেশই শুরুর তিনটি ম্যাচ আয়োজন করবে। ছবিতে দক্ষিণ অ্যামেরিকার তিন দেশের ফুটবল কর্তারা।
ছবি: Norberto Duarte/AFP
চূড়ান্ত অনুমোদন
তিন মহাদেশের ছয় দেশে বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফার গভর্নিং বডি। আগামী বছর ফিফার কংগ্রেসে ২১১টি ফেডারেশনের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত অনুমোদন করবে। তবে সেটা নিছক আনুষ্ঠানিকতা। ছবিটি কাতার বিশ্বকাপে ব্রাজিলের বিশ্বকাপার নেইমারের।
ফিফা-র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বক্তব্য হলো, ''বিভক্ত বিশ্বে ফিফা ও ফুটবল সবাইকে এক করছে। সবাই মিলে আমরা এই সুন্দর খেলার বিশ্বকাপের শতবর্ষ পালন করব।''
ছবি: FIFA/REUTERS
৪৮ দলের ১০৪ ম্যাচ
এই বিশ্বকাপে ৪৮টি দল ১০৪টি ম্য়াচ খেলবে। বিশ্বকাপ শুরু হবে উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়েতে। তারপর স্পেন, পর্তুগাল ও মরক্কোয় ম্যাচগুলি হবে। অনেকগুলি দেশ ঘুরে ম্যাচ খেলতে হবে। ফলে ফুটবলার, কর্মকর্তা ও দর্শকদের অনেকগুলি দেশে যেতে হবে। ছবিতে মেসির হাতে বিশ্বকাপ।
ছবি: Matthias Koch/IMAGO
এতগুলি দেশ কেন?
২০১৮ সালে রাশিয়া ও ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল করা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। বিশেষ করে কাতারের মতো কম জনসংখ্যার ছোট দেশে এতবড় ফুটবল প্রতিযোগিতার আসর নিয়ে কম কথা শুনতে হয়নি ফিফা-কে। এনিয়ে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগও উঠেছিল। তাই এবার অনেকগুলি দেশে বিশ্বকাপের আসর বসবে। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলও হবে যুক্তরাষ্ট্র, ক্যানাডা ও মেক্সিকোতে।
ছবি: FIFA/REUTERS
6 ছবি1 | 6
ফিফার প্রেসিডেন্ট ইনস্টায় জানিয়েছেন, ''তিনটি পর্ব পাঁচটি মহাদেশের ১০টি দেশে হবে। ফুটবল সত্য়িকারের বিশ্বজোড়া খেলায় রূপান্তরিত হয়েছে। ফুটবলের ধারেকাছে আর কোনো খেলা আসে না। এখন এই খণ্ডিত, আক্রমক বিশ্বে ফুটবলই সকলের খেলায় পরিণত হয়েছে।''
ফিফা জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে এবার বিস্তারিত আলোচনা হবে, সবকিছু খতিয়ে দেখা হবে। ফিফার সব শর্ত তাদের পূরণ করতে হবে।
সৌদি আরবের ফুটবল সংস্থার প্রধান ইয়াসের আল-মিশেহাল বলেছেন, ''আমাদের দেশও ফুটবল পাগল। আমরা ফিফার সব চাহিদা পূরণ করব। আমাদের ফুটবল ঐতিহ্যও বিশ্বের সামনে তুলে ধরব।''
তবে সৌদি আরবকে নিয়েও বিতর্ক আছে। পশ্চিমা দেশগুলি সৌদির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সেখানে মেয়েদের, সমকামীদের অধিকার, বাকস্বাধীনতার উপর কড়াকড়ি নিয়েও তাদের উদ্বেগ রয়েছে।