1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০৩৫ সাল থেকে ইউরোপে ইলেকট্রিক কার

২৯ অক্টোবর ২০২২

২০৩৫ সাল থেকে ইউরোপের বাজারে আর কোনো ডিজেল ও পেট্রোলচালিত গাড়ি বিক্রি করা হবে না৷ পরিবেশের বিপর্যয় রোধে এমন একটি চুক্তি সাক্ষর করেছে ইউরোপীয় ইউনিয়ন৷

ই কারে ভরসা রেখে কার্বন নিঃসরণ বন্ধের দিকে এগোচ্ছে ইউরোপ৷   
ই কারে ভরসা রেখে কার্বন নিঃসরণ বন্ধের দিকে এগোচ্ছে ইউরোপ৷   ছবি: picture-alliance/AP Photo/J. Meyer

ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ এবং ইউরোপীয় পার্লামেন্ট গাড়ি নির্মাতাদেরকে২০৩৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শতভাগ কমিয়ে আনছে এমন অবস্থা তৈরি করতে চায়৷ আর এর ফলে উল্লেখিত সময়ের মধ্যে ইউরোপে জীবাশ্ম জ্বালানির গাড়ি বাজারে তাকবে না৷

পার্লামেন্টের প্রধান নেগোশিয়েটর ইয়ান হুইটেমা বলেন, গাড়িচালকদেরএটি একটি খুশির সংবাদ৷ এধরনের গাড়ির দাম কম হবে৷ আর এর ফলে সবাই গাড়ি কিনতে পারবে৷

ইইউর জলবায়ু রীতি বিষয়ক প্রধান ফ্রান্স টিমেনমানস বলেন, এ চুক্তিটি ভোক্তা এবং ব্যবসায়ীদের একটি শক্তিশালী বার্তা দিচ্ছে যে, কার্বন নিঃসরণ বন্ধের দিকে এগোচ্ছে ইউরোপ৷   

নতুন এই আইনে, ২০৩০ সাল থেকে নতুন গাড়ির বেলায়কার্বন নিঃসরণের বেলায়শতকরা ৫৫ ভাগ কমিয়ে আনতে চায়৷ যদিও বর্তমানে এটি ৩৭.৫ ভাগ৷ আর ২০৩৫ সাল নাগাদ তা শতভাগ হবে৷

তবে যে গাড়ি কার্বন নিরপেক্ষ জ্বালানি ব্যবহার করে চলে, ২০৩৫ সালের পর থেকে সেগুলো কীভাবে বিক্রি করা হবে সে বিষয়ে একটি খসড়া করবে ইইউ৷ উল্লেখ্য, আসছে নভেম্বরে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে এ বিষয়ে আরো দুটি চুক্তি সাক্ষর করতে চায় ব্রাসেলস৷

আরকেসি/আরআর

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ