1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০৩৬ পর্যন্ত ক্ষমতায় থাকতে পুটিনের আইন

৬ এপ্রিল ২০২১

আরো দুই মেয়াদে প্রার্থী হতে নতুন আইনে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ এর ফলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার পথ প্রশস্ত হয়েছে এই রুশ নেতার জন্যে৷

আরো দুই মেয়াদে প্রার্থী হতে নতুন আইনে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ এর ফলে ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতা ধরে রাখার পথ প্রশস্ত হয়েছে এই রুশ নেতার জন্যে৷
ছবি: Alexei Druzhinin/AP/picture alliance

আগের আইন অনুযায়ী, ২০২৪ সালের মেয়াদ শেষে পুটিনের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর বাধ্যবাধকতা ছিল৷  তবে গত বছর গণভোটে এই বিষয়ে সংবিধান সংশোধনের পক্ষে রায় দেয় জনগণ৷ যার মাধ্যমে পুটিনের সামনে ছয়বছর মেয়াদে আরো দুইবার ক্ষমতায় বসার সুযোগ তৈরি হয়েছে৷ সে অনুযায়ী মার্চে সংবিধান সংশোধনী বিল পাস হয় দেশটির পার্লামেন্টে৷  সোমবার এই সংক্রান্ত আইনে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট পুটিন৷

২০০০ সালে ক্ষমতায় এসে টানা দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার পর সংবিধানের কারণে তিনি বাধ্য হয়েছিলেন সরে দাঁড়াতে৷ এরপর দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি৷ যদিও পর্যবেক্ষকদের মতে নামে প্রধানমন্ত্রী হলেও সেসময় প্রেসিডেন্টের ক্ষমতাও তার হাতেই ছিল৷

এরপর ২০১২ ও ২০১৮ সালে আবারো দুই দফা প্রেসিডেন্ট নির্বাচিত হন পুটিন৷ নতুন করে আরো দুই মেয়াদে নির্বাচিত হলে জোসেফ স্টালিনকে পেছনে ফেলে তিনিই হবেন রাশিয়ায় সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতা৷

এফএস/কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ