বেলারুশের জেল থেকে মুক্তি পেলেন ডিডাব্লিউয়ের সাংবাদিক। শোনালেন জেলে তার অভিজ্ঞতার কথা।
বিজ্ঞাপন
ডিডাব্লিউয়ের রাশিয়া ভাষা বিভাগের জন্য বেলারুশের একটি আদালতের সামনে খবর করতে গিয়েছিলেন আলেকজান্ডার বুরাকভ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল পুলিশ। মঙ্গলবার ২০ দিন পর তাকে ছাড়া হয়। জেলে শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন চলেছে তার উপর। নিজের সেই দুর্ভোগের কথা পাঠকদের জানিয়েছেন বুরাকভ।
বুরাকভের কথায়, সাধারণ জেলকে তার মনে হয়েছে সেনাবাহিনীর ডিটেনশন সেন্টার। এর আগেও খবর করার অপরাধে তাকে একবার গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু বুরাকভের মতে, সে সময়ের জেল জীবন আর এবারের জীবনের মধ্যে তফাত অনেক। প্রতি রাতে ঘুম ভাঙিয়ে পুলিশ তল্লাশি চালাতো। সেলের বাইরে বার করে তাকে জামা কাপড় খোলানো হতো। কোনো কোনো দিন সকালেও একই কাজ করা হতো। বুরাকভ গুণেছেন। ২০ দিনে ৬৩ বার জামা কাপড় খুলে তল্লাশি হয়েছে তার। অন্তর্বাস পর্যন্ত খুলতে বাধ্য করা হয়েছে।
বেলারুশ : গণতন্ত্রের দাবিতে নারীদের আন্দোলন
গণতন্ত্রের দাবিতে কয়েক মাস ধরে বেলারুশের নারীরা আন্দোলন করছেন৷ রাজধানী মিনস্কে চলমান আন্দোলনের ছবি নিয়ে লিথুয়ানিয়ায় শুরু হয়েছে এক প্রদর্শনী৷ দেখুন ছবিঘরে...
ছবি: Iryna Arakhouskaya
ফুল ও কানের দুল নিয়ে আন্দোলন
‘দ্য ফিউচার অব বেলারুশ, ফুয়েল্ড বাই উইমেন’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পাওয়া এই ছবিতে আন্দোলনরত কয়েকজন নারীকে ফুল হাতে পুলিশের মুখোমুখি হতে দেখা যাচ্ছে৷ কানে দুলও পরেছেন তারা৷ পুলিশের চোখের দিকে তাকিয়ে থাকার নারীর নাম নাদিয়া৷
ছবি: Iryna Arakhouskaya
২৬ বছরের পুরোনো পোশাক
লিথুয়ানিয়ার ভিলিনিয়াস শহরের প্রদর্শনীতে মিনস্কে আন্দোলনরত তিন নারীর ছবি৷ ফুল আর প্ল্যাকার্ড হাতে তারাও জানাচ্ছেন প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কোর পদত্যাগ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি৷একেবারে ডানে মায়ের বিয়ের পোশাক পরে দাঁড়ানো নারীর নাম আনা৷ আনার মা ২৬ বছর আগে এই পোশাক পরে বিয়ে করেছিলেন আর ২৬ বছর ধরেই ক্ষমতায় আছেন লুকাশেঙ্কো৷
ছবি: Nadia Buzhan
একদিনে ৩০০জন গ্রেপ্তার
২০২০ সালের ১৯ সেপ্টেম্বর আন্দোলনরত এক নারীকে পুলিশের ধরে নিয়ে যাওয়ার ছবি৷ মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেদিন নারীদের মিছিল থেকে ৩০০ জনকে ধরে নিয়ে যায় বেলারুশের পুলিশ৷
ছবি: Iryna Arakhouskaya
পতাকার রং
বেলারুশের সাদা-লাল পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলনকারীদেরও দেখা যায় সাদা এবং লাল রঙের পোশাক পরতে৷ সব বয়সের নারীই অংশ নিচ্ছেন আন্দোলনে৷
ছবি: MO Museum/Rytis Seskaitis
চাপের মুখে নীরব
এক নারী বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে মুখে কাপড় বেঁধেছেন৷
ছবি: Volha Shukaila/TUT.BY
নির্বাসিত নেত্রীর বার্তা
প্রদর্শনীকে সমর্থন জানাতে আয়োজকদের বার্তা পাঠিয়েছেন বেলারুশের নির্বাসিত বিরোধী নেত্রী স্ভেৎলানা তিখানোভস্কায়া৷ সেখানে তিনি বলেছেন,‘‘এই প্রদর্শনী বেলারুশের নারীদের উৎসর্গ করা হয়েছে৷ আমাদের সবার একটাই লক্ষ্য- বেলারুশে স্বাধীনতা এবং আইনের শাসন ফিরিয়ে আনা৷ সংগ্রামের অগ্রভাগে রয়েছেন নারীরা৷ অন্য অনেক নারীর মতো এই আন্দোলন আমার জন্যও ব্যক্তিগত লড়াইয়ের মতো৷’’
ছবি: Volha Shukaila/TUT.BY
করোনাকালে উন্মুক্ত প্রদর্শনী
করোনা সংক্রমণ রোধে লিথুয়ানিয়াতেও এখন লকডাউন চলছে৷ এর মাঝেই ভিলনিয়াসের এমও জাদুঘরের বাইরের দেয়ালে প্রোজেক্টরের মাধ্যমে চলছে বেলারুশের আন্দোলনের ছবি দেখানো৷ স্বাস্থ্যবিধি মেনে ছবি দেখতে তাই অসুবিধা হচ্ছে না কারো৷
ছবি: MO Museum/Rytis Seskaitis
গণতন্ত্রের জন্য চুমু
আন্দোলনরত দুই নারীর এই চুমুর ছবিটিসহ প্রদর্শনীর সব ছবিই তুলেছেন নারী সাংবাদিক নাদিয়া বুঝান, দারিয়া বুরাকিনা, ইরিনা আরাখোস্কায়া,ভোলহা শুকাইলা এবং ভিয়ালেতা সাউচিতস৷
ছবি: MO Museum/Rytis Seskaitis
অন্যরকম এক প্রদর্শনী
নারীদের তোলা নারীদের আন্দোলনের ছবির এ প্রদর্শনী চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত৷ প্রতিদিন ভোর ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে ছবি তো দেখা যাচ্ছেই, সঙ্গে প্রতিটি ছবির গল্পও শোনা যাচ্ছে আলোকচিত্রীদের কাছে৷
ছবি: MO Museum/Rytis Seskaitis
9 ছবি1 | 9
জেলে বালিশ, ঘুমনোর জন্য চাদর, কম্বল কিছুই দেওয়া হয়নি তাকে। একটি প্লাস্টিকের বোতল মাথায় রেখে ঘুমোতেন তিনি। গরম কাপড়, গরম খাবার পর্যন্ত দেওয়া হতো না। বাড়ি থেকে খাবার বা জিনিস পাঠালে তাও তার হাতে দেওয়া হতো না। সে সব চাইলে শাস্তি দেওয়া হতো।
প্রায় এক সপ্তাহ এসবের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সাংবাদিক। অনশন করেছেন। কিন্তু শেষপর্যন্ত অসুস্থ হয়ে পড়ায় তাকে খাবার খেতে হয়েছে। সাংবাদিক জানিয়েছেন, ভয়াবহ জেল জীবন কেটেছে তার। বেলারুশের জেলে বন্দি সাংবাদিক, মানবাধিকার কর্মী সকলের সঙ্গেই এমন ব্যবহার করা হচ্ছে। মুক্ত কণ্ঠ স্তব্ধ করতে চাইছে সরকার এবং প্রশাসন। কিন্তু তিনি আবার সাংবাদিকতা করবেন এবং মানুষের অবস্থা তুলে ধরবেন বলে জানিয়েছেন সাংবাদিক।
আলেকজান্ডারকে গ্রেপ্তার করার পর থেকেই প্রতিবাদ করছিল ডিডাব্লিউ। তার নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছিল। ২০ দিন পর তিনি মুক্তি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ডিডাব্লিউয়ের প্রধান পিটার লিমবুর্গ।
বেলারুশের পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ হচ্ছে। সাধারণ মানুষ দেশের বাইরে যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সরকার। সাংবাদিকদের কাজের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। একের পর এক সাংবাদিককে গ্রেপ্তার করা হচ্ছে। সমস্ত সরকার বিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি।