হুইস্কিটি তিনি কিনেছিলেন বিশ বছর আগে৷ প্রিয় দল জিতলে পান করবেন৷ কিন্তু দল গেলো হেরে৷ হতাশ ব্যবসায়ী তাই বাড়ির বাগানে পুঁতে রাখলেন সেটি৷ সেই হুইস্কি বোধহয় এবার পানের সুযোগ পান তিনি৷
বিজ্ঞাপন
বলছি এক জার্মান ফুটবল ভক্তের কথা, বাড়ি তাঁর ভারতে৷ বর্তমানে ৫৩ বছর বয়সি পুতুল বড়া আশা করছেন জার্মানি এবার কাপ ঘরে তুলবে৷ তিনিও স্কটিশ হুইস্কিটি মাটির তলা থেকে বের করবেন৷ ১৯৯৪ সালে জার্মানি জিতলে পান করবেন বলে এটি কিনেছিলেন তিনি৷ কিন্তু সেবার বুলগেরিয়ার কাছে হেরে কোয়ার্টার ফাইনালেই বিদায় নেয় জার্মানরা৷
চলতি বিশ্বকাপে জার্মানির খেলা দেখে মুগ্ধ বড়া৷ আসাম রাজ্যের এই বাসিন্দা বলেন, ‘‘জার্মানরা ঠিক সেরকম ফুটবলই খেলছে, যেরকমটা আমাকে মাটির তলা থেকে হুইস্কিটি খুঁড়ে বের করতে উৎসাহ যোগাবে৷''
বিশ্বকাপের রঙে বাংলাদেশ
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আসরকে সামনে রেখে ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি এলাকা সেজেছে বর্নিল সাজে৷ আপনাদের জন্য এমনই কিছু ছবি তুলে এনেছেন মুস্তাফিজ মামুন৷
ছবি: DW/M. Mamun
বিশ্বকাপের বর্নিল রূপ
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আসরকে সামনে রেখে ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি এলাকা সেজেছে বর্নিল সাজে৷ বাড়ির দেয়াল থেকে রাস্তা-ঘাট, দোকান পাট সবখানেই প্রিয় খেলোয়াড়, প্রিয় দলের পতাকার রং৷
ছবি: DW/M. Mamun
বাড়ির দেয়াল অঙ্কন
কলতাবাজারের একটি বাড়ির বাইরের দেয়ালজুড়ে ফুটবলের এই ছবি বিশ্বকাপ উপলক্ষ্যেই৷
ছবি: DW/M. Mamun
খেলোয়াড়ের প্রতীকী ছবি
পুরান ঢাকার কলতাবাজারের গলির ভেতরে একটি বাড়ির দেয়ালচিত্রে পাশাপাশি আর্জেন্টিনা ও জার্মানি এই দুই দেশের খেলোয়াড়ের প্রতীকী ছবি৷ ছবিটি যখন আঁকা হয়েছিল তখন কিন্তু এই দুই দলের ফাইনালে খেলার ভাগ্য নির্ধারণ হয়নি৷
ছবি: DW/M. Mamun
বিশ্বকাপ গলি
পুরান ঢাকার কলতাবাজারের এই গলির নাম এখন বিশ্বকাপ গলি৷ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরকে ঘিরে স্থানীয় তরুণ ফুটবলপ্রেমীরা পুরো এলাকা মুড়িয়ে দিয়েছেন বিশ্বকাপ ফুটবলের নানা চিত্র দিয়ে৷
ছবি: DW/M. Mamun
পতাকা বিক্রি
বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে জার্মানি আর আর্জেন্টিনা৷ তাই এই দুই দেশের পতাকা নিয়ে গুলিস্তানে ক্রেতার অপেক্ষায় পতাকা বিক্রেতা জামাল৷
ছবি: DW/M. Mamun
জাতীয় পতাকার সম্মান
বিশ্বকাপে ৩২টি দলে নেই বাংলাদেশ৷ কিন্তু অন্যান্য দলের পতাকার পাশাপাশি দেশের জাতীয় পতাকাকে সম্মান জানাতে ভোলেননি ফুটবল ভক্তরা৷
ছবি: DW/M. Mamun
একনিষ্ঠ ভক্ত আমজাদ হোসেন
মাগুরা জেলার দরিদ্র কৃষক আমজাদ হোসেন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় নিজের জমি বিক্রি করেছে, তৈরি করেছেন প্রিয় দল জার্মানির সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি পতাকা৷ এতে ব্যয় হয়েছে এক লাখেরও বেশি টাকা৷ ১৯৮৭ সালে দুরারোগ্য রোগে আক্রান্ত এই কৃষক জার্মানি থেকে আনা ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠেন৷ তারপর থেকেই তিনি দেশটির ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত৷
ছবি: Alok Bose
জার্মান দূতাবাসের সম্মাননা
জার্মানি দলের সমর্থনে দীর্ঘ এই পতাকা তৈরির জন্য আমজাদ হোসেন জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যানক্লাবের আজীবন সদস্যপদ পাচ্ছেন৷ ঢাকার জার্মান দূতাবাস তাঁকে এ সম্মান জানাচ্ছে৷
ছবি: Alok Bose
ভক্তরা কাঁপছেন বিশ্বকাপ জ্বরে
ঢাকার বুড়িগঙ্গা নদীতে ফুটবল নিয়ে আনন্দ করছে এক কিশোর৷ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সারাদেশের ফুটবল ভক্তরা কাঁপছেন বিশ্বকাপ জ্বরে৷
ছবি: DW/M. Mamun
কার্গোতে কসরত
বুড়িগঙ্গা নদীতে চলমান বালুবাহী কার্গো শিপের ফুটবল নিয়ে কসরত করছে দুই কিশোর৷
ছবি: DW/M. Mamun
উড়ছে আর্জেন্টিনা আর জার্মানির পতাকা
ঢাকার পাশের এলাকা কেরাণীগঞ্জের বাড়িগুলোর ছাদে ছাদে উড়ছে আর্জেন্টিনা আর জার্মানির পতাকা৷ ফাইনালে জার্মানির কাছে শোচনীয় পরাজয়ের পর এ এলাকার বেশিরভাগ ব্রাজিল ভক্ত ঐ দেশের পতাকাটা নামিয়ে ফেলেন৷
ছবি: DW/M. Mamun
ক্ষুদে ভক্ত
এই খুদে ফুটবল প্রেমী আর্জেন্টিনা দলের ভক্ত৷ কলতাবাজারের বিশ্বকাপ গলির দেয়ালের পাশে দাঁড়ানো এই শিশুটির মত বাংলাদেশে ফুটবল প্রেমীদের মধ্যে শিশুদের সংখ্যাও কম নয়৷
ছবি: DW/M. Mamun
ঝুলছে ফুটবল
এই ছবিটিও কলতাবাজারের৷ বিশ্বকাপ গলির উপরে ভক্তরা ঝুলিয়ে দিয়েছেন বেশ কিছু ফুটবল৷
ছবি: DW/M. Mamun
ভক্তদের উচ্ছ্বাস
কলতাবাজারের এই গলিটিকে সবাই এখন চেনে বিশ্বকাপ গলি নামে৷ এখানে দেখতে পাচ্ছেন জার্মান ফুটবল দলের ভক্তদের উচ্ছ্বাস৷ পুরান ঢাকার এই জায়গাটিতে প্রায়ই জড়ো হন ফুটবল ভক্তরা৷
ছবি: DW/M. Mamun
14 ছবি1 | 14
বন্ধুরা অবশ্য হুইস্কিটি নিলামে তোলার পরামর্শ দিয়েছেন বড়াকে৷ কেননা এটি এখন অনেক পুরনো, তাই ভালো দাম পাওয়া যাবে৷ কিন্তু বড়া সেটা পরখ করতে চান৷ ২০০২ সালের ফাইনালে ব্রাজিলের কাছে জার্মানির পরাজয়ের পর মধ্যপান বন্ধ করে দিয়েছিলেন তিনি৷ পুরনো অভ্যাস ফিরে পেতে তিনি তাই আর একটা জয় চান, আর্জেন্টিনার বিপক্ষে জয়৷
এদিকে, সেমিফাইনালে চরম অপদস্থ ব্রাজিল দলের অসুস্থ খেলোয়াড় নেইমার আর্জেন্টিনার সমর্থকদের দলে নাম লিখিয়েছেন৷ বন্ধু মেসির জন্য তাঁর এই সমর্থন৷ এক সংবাদ সম্মেলনে নেইমার বলেন, ‘‘খেলাধুলার ইতিহাসে মেসি অনেক গুরুত্বপূর্ণ৷ সে অনেক শিরোপা জয় করেছে৷''
বিশ্বকাপের ফাইনালে তাই বন্ধুর পাশে থাকছেন নেইমার৷ তিনি বলেন, ‘‘সে আমার বন্ধু, সহকর্মী৷ আমি তাঁর সৌভাগ্য কামনা করছি৷''
প্রসঙ্গত, বাংলাদেশেও জার্মান ফুটবল ভক্তের সংখ্যা অনেক৷ মাগুরা জেলার দরিদ্র কৃষক আমজাদ হোসেন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় নিজের জমি বিক্রি করেছে, তৈরি করেছেন প্রিয় দল জার্মানির সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি পতাকা৷ এতে ব্যয় হয়েছে এক লাখেরও বেশি টাকা৷
জার্মানি দলের সমর্থনে দীর্ঘ এই পতাকা তৈরির জন্য আমজাদ হোসেন জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যানক্লাবের আজীবন সদস্যপদ পাচ্ছেন৷ ঢাকার জার্মান দূতাবাস তাঁকে এ সম্মান জানাচ্ছে৷